মাধ্যমিক পাশে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীতে মোটা বেতনের চাকরি

মাধ্যমিক পাশে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীতে মোটা বেতনের চাকরি

ভারতীয় উপকূলরক্ষী বাহিনীতে 358 টি শূন্যপদে নিয়োগের বিঞ্জপ্তি প্রকাশিত হয়েছে ৷ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক যোগ্যতায় শুধুমাত্র ভারতীয় নাগরিক পুরুষ পার্থীরা আবেদন করতে পারবেন ৷ Indian Coast Guard- এর অফিশিয়াল ওয়েবসাইটে আবেদন করা যাবে ৷ আবেদন প্রক্রিয়া চলবে 19 শে জানুয়ারি, 2021 পর্যন্ত ৷ যে সব পার্থীরা ভারতীয় উপকূলরক্ষী বাহিনীতে নিযুক্ত হওয়ার জন্য আগ্রহী তারা আবেদন করতে পারবেন ৷ Indian Coast Guard Recruitment 2021

আবেদন শুরু :- 05/01/2021

আবেদনের শেষ তারিখ :- 19/01/2021


মোট শূন্যপদ :- 358 টি ৷

যান্ত্রিক- (মেকানিক্যাল , ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ট্রেড) 48 টি

নাবিক- (জেনারেল ডিউটি)- 260 টি ৷

নাবিক- (ডোমেস্টিক ব্রাঞ্চ)- 50 টি ৷


পদের নাম :- যান্ত্রিক- ( মেকানিক্যাল , ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ট্রেড ), নাবিক- ( জেনারেল ডিউটি, ডোমেস্টিক ব্রাঞ্চ ),


শিক্ষাগত যোগ্যতা :- 

*যান্ত্রিক- পার্থীকে COBSE অনুমোদিত যেকোনো বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে এবং যে ট্রেডে আবেদন করবেন (মেকানিকাল, ইলেকট্রিকাল, ইলেকট্রনিক্স) সেই ট্রেডে ডিপ্লোমা কোর্স পাশ করতে হবে ৷


*নাবিক- (জেনারেল ডিউটি)- পার্থীকে COBSE অনুমোদিত যেকোনো বোর্ড থেকে পদার্থবিদ্যা এবং গণিত বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে ৷


*নাবিক- (ডোমেস্টিক ব্রাঞ্চ)- পার্থীকে COBSE অনুমোদিত যেকোনো বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে ৷

প্রসঙ্গত, (WBBSE), (CBSE), (ICSE) সহ বিভিন্ন রাজ্যের শিক্ষা বোর্ড গুলি (COBSE) অনুমোদিত ৷ বিস্তারিত জানতে Check COBSE Board List


বয়সসীমা :- পার্থীর বয়স হতে হবে 18 থেকে 22 বছরের মধ্যে ৷ সরকরি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির পার্থীরা বয়সে ছাড় পাবেন ৷


বেতন :- 

*যান্ত্রিক- 29,200 টাকা, সাথে সমস্ত সূযোগ সুবিধা ও সমস্ত ভাতা দেওয়া হবে ৷

*নাবিক- 21,700 টাকা, সাথে সমস্ত সূযোগ সুবিধা ও সমস্ত ভাতা দেওয়া হবে ৷


নিয়োগ পদ্ধতি :- লিখিত পরীক্ষা এবং শারীরিক যোগ্যতা পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে৷


আবেদন পদ্ধতি :- সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ৷ INDIAN COAST GUARD- এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন ৷


আবেদন ফি :- 250 টাকা জমাদিতে হবে, SC/ST পার্থীদের আবেদন ফি লাগবে না ৷


আবেদনের শেষ তারিখ :- 19 শে জানুয়ারি 2021 সন্ধ্যা 6 টা পর্যন্ত ৷ 


অবশ্যই নিজে অফিসিয়াল বিঞ্জপ্তি ভালো করে পড়ে বুঝে তবেই আবেদন করবেন ৷


আবেদনপত্র ডাউনলোড করুন :-



অফিসিয়াল ওয়েবসাইট :-


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top