Online Tathya: Best Digital Marketing Training Agency & Institute in Kolkata, West Bengal

মাধ্যমিক পাশে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীতে মোটা বেতনের চাকরি

মাধ্যমিক পাশে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীতে মোটা বেতনের চাকরি

ভারতীয় উপকূলরক্ষী বাহিনীতে 358 টি শূন্যপদে নিয়োগের বিঞ্জপ্তি প্রকাশিত হয়েছে ৷ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক যোগ্যতায় শুধুমাত্র ভারতীয় নাগরিক পুরুষ পার্থীরা আবেদন করতে পারবেন ৷ Indian Coast Guard- এর অফিশিয়াল ওয়েবসাইটে আবেদন করা যাবে ৷ আবেদন প্রক্রিয়া চলবে 19 শে জানুয়ারি, 2021 পর্যন্ত ৷ যে সব পার্থীরা ভারতীয় উপকূলরক্ষী বাহিনীতে নিযুক্ত হওয়ার জন্য আগ্রহী তারা আবেদন করতে পারবেন ৷ Indian Coast Guard Recruitment 2021

আবেদন শুরু :- 05/01/2021

আবেদনের শেষ তারিখ :- 19/01/2021


মোট শূন্যপদ :- 358 টি ৷

যান্ত্রিক- (মেকানিক্যাল , ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ট্রেড) 48 টি

নাবিক- (জেনারেল ডিউটি)- 260 টি ৷

নাবিক- (ডোমেস্টিক ব্রাঞ্চ)- 50 টি ৷


পদের নাম :- যান্ত্রিক- ( মেকানিক্যাল , ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ট্রেড ), নাবিক- ( জেনারেল ডিউটি, ডোমেস্টিক ব্রাঞ্চ ),


শিক্ষাগত যোগ্যতা :- 

*যান্ত্রিক- পার্থীকে COBSE অনুমোদিত যেকোনো বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে এবং যে ট্রেডে আবেদন করবেন (মেকানিকাল, ইলেকট্রিকাল, ইলেকট্রনিক্স) সেই ট্রেডে ডিপ্লোমা কোর্স পাশ করতে হবে ৷


*নাবিক- (জেনারেল ডিউটি)- পার্থীকে COBSE অনুমোদিত যেকোনো বোর্ড থেকে পদার্থবিদ্যা এবং গণিত বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে ৷


*নাবিক- (ডোমেস্টিক ব্রাঞ্চ)- পার্থীকে COBSE অনুমোদিত যেকোনো বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে ৷

প্রসঙ্গত, (WBBSE), (CBSE), (ICSE) সহ বিভিন্ন রাজ্যের শিক্ষা বোর্ড গুলি (COBSE) অনুমোদিত ৷ বিস্তারিত জানতে Check COBSE Board List


বয়সসীমা :- পার্থীর বয়স হতে হবে 18 থেকে 22 বছরের মধ্যে ৷ সরকরি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির পার্থীরা বয়সে ছাড় পাবেন ৷


বেতন :- 

*যান্ত্রিক- 29,200 টাকা, সাথে সমস্ত সূযোগ সুবিধা ও সমস্ত ভাতা দেওয়া হবে ৷

*নাবিক- 21,700 টাকা, সাথে সমস্ত সূযোগ সুবিধা ও সমস্ত ভাতা দেওয়া হবে ৷


নিয়োগ পদ্ধতি :- লিখিত পরীক্ষা এবং শারীরিক যোগ্যতা পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে৷


আবেদন পদ্ধতি :- সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ৷ INDIAN COAST GUARD- এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন ৷


আবেদন ফি :- 250 টাকা জমাদিতে হবে, SC/ST পার্থীদের আবেদন ফি লাগবে না ৷


আবেদনের শেষ তারিখ :- 19 শে জানুয়ারি 2021 সন্ধ্যা 6 টা পর্যন্ত ৷ 


অবশ্যই নিজে অফিসিয়াল বিঞ্জপ্তি ভালো করে পড়ে বুঝে তবেই আবেদন করবেন ৷


আবেদনপত্র ডাউনলোড করুন :-



অফিসিয়াল ওয়েবসাইট :-


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top