মাধ্যমিক পাশে ভারতীয় উপকূল রক্ষী বাহিনীতে কর্মী নিয়োগ | Indian Coast Guard Recruitment 2021

মাধ্যমিক পাশে ভারতীয় উপকূল রক্ষী বাহিনীতে কর্মী নিয়োগ | Indian Coast Guard Recruitment Notice 2021

Madhyamik Pass Jobs: ভারতীয় উপকূল রক্ষী বাহিনী নতুন করে নাবিক ও যান্ত্রিক পদে নিয়োগ করছে । শুধুমাত্র মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় নাবিক জেনারেল ডিউটি থেকে শুরু করে নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চ ও যান্ত্রিক মেকানিক্যাল যান্ত্রিক ইলেকট্রিক্যাল সমস্ত পদে আবেদন করতে পারবেন। এই চাকরির বিজ্ঞপ্তি সংক্রান্ত যাবতীয় তথ্য সম্পূর্ণ বিস্তারিতভাবে নিচে আলোচনা করা হয়েছে।


বিজ্ঞপ্তি নম্বর :- 01/2022

আবেদন শুরু :- 02/06/2021

মোট শূন্যপদ :- 350 টি ৷

পদের নাম :- 

যান্ত্রিক- (মেকানিক্যাল , ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ট্রেড) 40 টি

নাবিক- (জেনারেল ডিউটি)- 260 টি ৷

নাবিক- (ডোমেস্টিক ব্রাঞ্চ)- 50 টি ৷


শিক্ষাগত যোগ্যতা :- 

* যান্ত্রিক- পার্থীকে COBSE অনুমোদিত যেকোনো বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে এবং যে ট্রেডে আবেদন করবেন (মেকানিকাল, ইলেকট্রিকাল, ইলেকট্রনিক্স) সেই ট্রেডে ডিপ্লোমা কোর্স পাশ করতে হবে ৷


* নাবিক- (জেনারেল ডিউটি)- পার্থীকে COBSE অনুমোদিত যেকোনো বোর্ড থেকে পদার্থবিদ্যা এবং গণিত বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে ৷


* নাবিক- (ডোমেস্টিক ব্রাঞ্চ)- পার্থীকে COBSE অনুমোদিত যেকোনো বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে ৷

প্রসঙ্গত, (WBBSE), (CBSE), (ICSE) সহ বিভিন্ন রাজ্যের শিক্ষা বোর্ড গুলি (COBSE) অনুমোদিত ৷ বিস্তারিত জানতে Check COBSE Board List


বয়সসীমা :- পার্থীর বয়স হতে হবে 18 থেকে 22 বছরের মধ্যে ৷ সরকরি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির পার্থীরা সর্বোচ্চ বয়সে ছাড় পাবেন ৷ তবে নাবিক জেনারেল ডিউটি ও যান্ত্রিক পদের জন্য প্রার্থীর জন্ম তারিখ 1 ফেব্রুয়ারি 2000 থেকে 31 শে জানুয়ারি 2004 এর মধ্যে এবং নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চ এর ক্ষেত্রে 1 এপ্রিল 2000 থেকে 31 শে মার্চ 2004 এর মধ্যে জন্ম তারিখ হতে হবে।

বেতন :- 

*যান্ত্রিক- 29,200 টাকা, সাথে সমস্ত সূযোগ সুবিধা ও সমস্ত ভাতা দেওয়া হবে ৷

*নাবিক- 21,700 টাকা, সাথে সমস্ত সূযোগ সুবিধা ও সমস্ত ভাতা দেওয়া হবে ৷


নিয়োগ পদ্ধতি :- লিখিত পরীক্ষা এবং শারীরিক যোগ্যতা পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে৷


শারীরিক সক্ষমতা :-

শারীরিক সক্ষমতা অর্থাৎ ফিজিক্যাল ফিটনেস টেস্ট বলা হয়েছে –

  • 1.6 কিলোমিটার দৌড় আছে 7 মিনিটে ।
  • 20 উঠাক বৈঠক আছে। 
  • 10 টি push up আছে ।


শারীরিক মাপজোক :-

উচ্চতা বলা হয়েছে 157 সেন্টিমিটার।  তবে আসাম, নাগাল্যান্ড, মিজোরাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, মিজোরাম, ত্রিপুরা, গাড়োয়াল, সিকিম, এবং আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের জন্য 5 সেন্টিমিটার উচ্চতায় ছাড় দেওয়া হবে ।

বুকের ছাতি বয়স ও উচ্চতা অনুযায়ী হতে হবে তবে 5 সেন্টিমিটার ফুলিয়ে বাড়ানোর ক্ষমতা রাখতে হবে। 

ওজন উচ্চতা অনুযায়ী হতে হবে 10 প্লাস মাইনাস হলে কোন অসুবিধা নেই ।

এবং কানে শোনার ক্ষমতা থাকতে হবে ।


আবেদন পদ্ধতি :- সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ৷ INDIAN COAST GUARD- এর www.joinIndiancoastguard.cdac.in এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ৷


আবেদন ফি :- 250 টাকা জমাদিতে হবে, SC/ST পার্থীদের আবেদন ফি লাগবে না ৷


আবেদনের শেষ তারিখ :- 16 জুলাই, 2021 পর্যন্ত ৷ 

অবশ্যই নিজে অফিসিয়াল বিঞ্জপ্তি ভালো করে পড়ে বুঝে তবেই আবেদন করবেন ৷

Join Telegram

Join Facebook

Official  Notification

Click Here

Official  Website

Click Here

Online  Apply

Click Here

“ONLINE TATHYA” বিশ্বস্ত চাকরির খবরের ওয়েব পোর্টাল। সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তাই প্রতিদিন নিত্যনতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top