মাধ্যমিক পাশে ভারতীয় উপকূল রক্ষী বাহিনীতে কর্মী নিয়োগ | Indian Coast Guard Recruitment Notice 2021
Madhyamik Pass Jobs: ভারতীয় উপকূল রক্ষী বাহিনী নতুন করে নাবিক ও যান্ত্রিক পদে নিয়োগ করছে । শুধুমাত্র মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় নাবিক জেনারেল ডিউটি থেকে শুরু করে নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চ ও যান্ত্রিক মেকানিক্যাল যান্ত্রিক ইলেকট্রিক্যাল সমস্ত পদে আবেদন করতে পারবেন। এই চাকরির বিজ্ঞপ্তি সংক্রান্ত যাবতীয় তথ্য সম্পূর্ণ বিস্তারিতভাবে নিচে আলোচনা করা হয়েছে।
বিজ্ঞপ্তি নম্বর :- 01/2022
আবেদন শুরু :- 02/06/2021
মোট শূন্যপদ :- 350 টি ৷
পদের নাম :-
যান্ত্রিক- (মেকানিক্যাল , ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ট্রেড) 40 টি
নাবিক- (জেনারেল ডিউটি)- 260 টি ৷
নাবিক- (ডোমেস্টিক ব্রাঞ্চ)- 50 টি ৷
শিক্ষাগত যোগ্যতা :-
* যান্ত্রিক- পার্থীকে COBSE অনুমোদিত যেকোনো বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে এবং যে ট্রেডে আবেদন করবেন (মেকানিকাল, ইলেকট্রিকাল, ইলেকট্রনিক্স) সেই ট্রেডে ডিপ্লোমা কোর্স পাশ করতে হবে ৷
* নাবিক- (জেনারেল ডিউটি)- পার্থীকে COBSE অনুমোদিত যেকোনো বোর্ড থেকে পদার্থবিদ্যা এবং গণিত বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে ৷
* নাবিক- (ডোমেস্টিক ব্রাঞ্চ)- পার্থীকে COBSE অনুমোদিত যেকোনো বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে ৷
প্রসঙ্গত, (WBBSE), (CBSE), (ICSE) সহ বিভিন্ন রাজ্যের শিক্ষা বোর্ড গুলি (COBSE) অনুমোদিত ৷ বিস্তারিত জানতে Check COBSE Board List
বয়সসীমা :- পার্থীর বয়স হতে হবে 18 থেকে 22 বছরের মধ্যে ৷ সরকরি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির পার্থীরা সর্বোচ্চ বয়সে ছাড় পাবেন ৷ তবে নাবিক জেনারেল ডিউটি ও যান্ত্রিক পদের জন্য প্রার্থীর জন্ম তারিখ 1 ফেব্রুয়ারি 2000 থেকে 31 শে জানুয়ারি 2004 এর মধ্যে এবং নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চ এর ক্ষেত্রে 1 এপ্রিল 2000 থেকে 31 শে মার্চ 2004 এর মধ্যে জন্ম তারিখ হতে হবে।
বেতন :-
*যান্ত্রিক- 29,200 টাকা, সাথে সমস্ত সূযোগ সুবিধা ও সমস্ত ভাতা দেওয়া হবে ৷
*নাবিক- 21,700 টাকা, সাথে সমস্ত সূযোগ সুবিধা ও সমস্ত ভাতা দেওয়া হবে ৷
নিয়োগ পদ্ধতি :- লিখিত পরীক্ষা এবং শারীরিক যোগ্যতা পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে৷
শারীরিক সক্ষমতা :-
শারীরিক সক্ষমতা অর্থাৎ ফিজিক্যাল ফিটনেস টেস্ট বলা হয়েছে –
- 1.6 কিলোমিটার দৌড় আছে 7 মিনিটে ।
- 20 উঠাক বৈঠক আছে।
- 10 টি push up আছে ।
শারীরিক মাপজোক :-
উচ্চতা বলা হয়েছে 157 সেন্টিমিটার। তবে আসাম, নাগাল্যান্ড, মিজোরাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, মিজোরাম, ত্রিপুরা, গাড়োয়াল, সিকিম, এবং আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের জন্য 5 সেন্টিমিটার উচ্চতায় ছাড় দেওয়া হবে ।
বুকের ছাতি বয়স ও উচ্চতা অনুযায়ী হতে হবে তবে 5 সেন্টিমিটার ফুলিয়ে বাড়ানোর ক্ষমতা রাখতে হবে।
ওজন উচ্চতা অনুযায়ী হতে হবে 10 প্লাস মাইনাস হলে কোন অসুবিধা নেই ।
এবং কানে শোনার ক্ষমতা থাকতে হবে ।
আবেদন পদ্ধতি :- সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ৷ INDIAN COAST GUARD- এর www.joinIndiancoastguard.cdac.in এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ৷
আবেদন ফি :- 250 টাকা জমাদিতে হবে, SC/ST পার্থীদের আবেদন ফি লাগবে না ৷
আবেদনের শেষ তারিখ :- 16 জুলাই, 2021 পর্যন্ত ৷
অবশ্যই নিজে অফিসিয়াল বিঞ্জপ্তি ভালো করে পড়ে বুঝে তবেই আবেদন করবেন ৷
Official Notification |
|
Official Website |
|
Online Apply |
“ONLINE TATHYA” বিশ্বস্ত চাকরির খবরের ওয়েব পোর্টাল। সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তাই প্রতিদিন নিত্যনতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন ৷