মাধ্যমিক পাশে ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডে ভলেন্টিয়ার্স নিয়োগ | Barrackpore Cantonment Board Job Vacancy 2021

মাধ্যমিক পাশে ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডে ভলেন্টিয়ার্স নিয়োগ

যারা ডিফেন্স বিভাগে যেতে চান তাদের জন্য দারুন সুখবর । এবার ভারত সরকারের তরফ থেকে মিনিস্ট্রি অফ ডিফেন্স বিভাগের ক্যান্টনমেন্ট বোর্ড ব্যারাকপুর অর্থাৎ ছাউনি পরিষদ বিভাগে মেডিক্যাল এবং প্যারামেডিকেল পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

চুক্তীগত ভাবে নিয়োগ হবে এবং পরবর্তীকালে এই দিন সংখ্যা বাড়তে পারে। ভারতবর্ষের যেকোনো জায়গা থেকে আবেদন করা যেতে পারে । নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারে । আবেদন করার শেষ তারিখ , নিয়োগ পদ্ধতি, আবেদন শুরুর তারিখ , কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে , কিভাবে ফর্ম ফিলাপ করবেন , কিভাবে ফর্ম জমা দেবেন সবকিছু নিম্নে বিস্তারিত আলোচনা করা হল। Madhyamik Pass Job


বিজ্ঞপ্তি নম্বর :- M/72

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ :- 17/05/2021


1) পদের নাম :- General Duty Attendant

মোট শূন্যপদ :- 10 টি ( 5 জন পুরুষ ও 5 জন মহিলা)

শিক্ষাগত যোগ্যতা :- আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং সাথে পরিচিত প্রতিষ্ঠান বা St. John’s Ambulance Association or Red Cross  থেকে ট্রেনিং প্রাপ্ত হতে হবে ।

বেতন :- 10,000 টাকা প্রতি মাসে।


2) পদের নাম :-  Duty Medical Officer

মোট শূন্যপদ :- 4 টি

শিক্ষাগত যোগ্যতা :- প্রার্থীকে অবশ্যই এমবিবিএস পাশ করে থাকতে হবে এবং সাথে মেডিকেল বিভাগে দুই বছরের এক্সপেরিয়েন্স থাকতে হবে

বেতন :- 60,000 টাকা প্রতি মাসে।


3) পদের নাম :- Nursing Stuff

মোট শূন্যপদ :- 2 টি

শিক্ষাগত যোগ্যতা :- নার্সিং স্টাফ এর ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই রেজিস্টার্ড নার্সিং কাউন্সিল থেকে বিএসসি নার্সিং অথবা জিএনএম করে থাকতে হবে।

বেতন :- 25,000 টাকা প্রতি মাসে।


নিয়োগ পদ্ধতি :- সম্পূর্ণ ওয়াক- ইন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে । উপরের কোয়ালিফিকেশন বা যোগ্যতা যদি আপনাদের যোগ্যতার সাথে ম্যাচ করে তাহলে আপনারা ইন্টারভিউ দিতে যেতে পারেন।


ইন্টারভিউ-এর তারিখ এবং সময় :- 28/05/2021 (শুক্রবার) তারিখ,  সকাল 11:00 টায়।


যে সমস্ত নথিপত্র প্রয়োজন হবে :- ফুল বায়ো ডাটা এবং সাথে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা প্রমানপত্রের অরিজিনাল এবং জেরক্স কপি।


ঠিকানা :- Cantonment Board Barrackpore, (Ministry of Defence), 77 Middle road, Barrackpore, Kolkata 700120

Join Telegram

Join Facebook

Official  Notification

Click Here

Official  Website

Click Here

Online  Apply

Click Here

“ONLINE TATHYA” বিশ্বস্ত চাকরির খবরের ওয়েব পোর্টাল। সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তাই প্রতিদিন নিত্যনতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top