মাধ্যমিক পাশে বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ দিচ্ছে গার্ডেনরিচ জাহাজ নির্মাণ কারখানা। আবেদন চলবে ৫ ই আগস্ট পর্যন্ত।
বিঞ্জপ্তি নম্বর :- APP:01/22
আবেদন শুরুর তারিখ :- ১৬ ই জুলাই ২০২২ পর্যন্ত ৷
আবেদনের শেষ তারিখ :- ৫ই আগষ্ট ২০২২ পর্যন্ত ৷
মোট শূন্যপদ :- ২৪৯ টি
১)পদের নাম :- ট্রেড অ্যাপ্রেন্টিস (Fresher)
শিক্ষাগত যোগ্যতা :- মাধ্যমিক পাশ
বয়সসীমা :- আবেদনকারীর বয়স ০১/০৯/২০২২ এর ভিত্তিতে ১৪-২০ বছরের মধ্যে হতে হবে।সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
যে সমস্ত ট্রেডে প্রার্থী নিয়োগ করা হবে তা হলো- ফিটার,ওয়েল্ডার,ইলেকট্রিশিয়ান, পাইপ ফিটার,মেশিনিস্ট।
স্টাইপেন্ড :- প্রথম বছর ৬০০০ টাকা প্রতি মাসে।দ্বিতীয় বছর প্রতিমাসে ৬৬০০ টাকা।
শূন্যপদ :- ৪০ টি
২)পদের নাম :- ট্রেড অ্যাপ্রেন্টিস (Ex-ITI)
শিক্ষাগত যোগ্যতা :- প্রার্থীকে অবশ্যই অল ইন্ডিয়া ট্রেড টেষ্ট পাশ করা থাকতে হবে এবং NCVT অনুমোদিত যেকোন প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে NTC সার্টিফিকেট থাকতে হবে।
বয়সসীমা :- আবেদনকারীর বয়স ০১/০৯/২০২২ এর ভিত্তিতে ১৪-২৫ বছরের মধ্যে হতে হবে।সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
যে সমস্ত ট্রেডে প্রার্থী নিয়োগ করা হবে তা হলো- ফিটার,ইলেকট্রিশিয়ান,কার্পেন্টার, পাইপ ফিটার,ইলেকট্রনিক মেকানিক,পেইন্টার ইত্যাদি।
স্টাইপেন্ড :- কোলকাতাতে হলে ৭০০০ টাকা প্রতি মাসে।রঁচিতে হলে প্রতিমাসে ৭৭০০ টাকা।
শূন্যপদ :- ১৬৩ টি
৩)পদের নাম :- গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস।
শিক্ষাগত যোগ্যতা :- প্রার্থীকে অবশ্যই যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান অথবা বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজিতে হবে ডিগ্রি কোর্স করা থাকতে হবে।
বয়সসীমা :- আবেদনকারীর বয়স ০১/০৯/২০২২ এর ভিত্তিতে ১৪-২৬ বছরের মধ্যে হতে হবে।সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
যে সমস্ত ট্রেডে প্রার্থী নিয়োগ করা হবে তা হলো-মেকানিক্যাল,ইলেকট্রিক্যাল,কম্পিউটার সায়েন্স এন্ড ইনফরমেশন টেকনোলজি ,সিভিল।
স্টাইপেন্ড :- প্রতিমাসে ১৫০০০ টাকা।
শূন্যপদ :- ১৬ টি
৪)পদের নাম :- টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস।
শিক্ষাগত যোগ্যতা :- প্রার্থীকে অবশ্যই যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান অথবা বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজিতে হবে ডিগ্রি কোর্স করা থাকতে হবে।
বয়সসীমা :- আবেদনকারীর বয়স ০১/০৯/২০২২ এর ভিত্তিতে ১৪-২৬ বছরের মধ্যে হতে হবে।সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
যে সমস্ত ট্রেডে প্রার্থী নিয়োগ করা হবে তা হলো-মেকানিক্যাল,ইলেকট্রিক্যাল,ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন,সিভিল।
স্টাইপেন্ড :- কোলকাতায় হলে প্রতিমাসে ১০০০০ টাকা রাঁচিতে হলে প্রতিমাসে ৯০০০ টাকা।
শূন্যপদ :- ৩০ টি
প্রশিক্ষণের সময়কাল :- ১২ মাস।
আবেদন পদ্ধতি :- আবেদন করতে হবে অনলাইনে। www.gese.nic.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আবেদন করার সময় প্রার্থীর বৈধ ই-মেল আইডি এবং ফোন নাম্বার থাকতে হবে।প্রার্থীর স্বাক্ষর ও সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ছবি(100 KB র মধ্যে) Scan করে আপলোড করতে হবে।এছাড়াও অন্যান্য সমস্ত নথি আপলোড করতে হবে।
আবেদন ফি: সম্পূর্ণ বিনামূল্যে।
বিস্তারিত জানুন :- Click Here
আবেদন করুন :- Apply Now