মাধ্যমিক পাশে বার্নপুর স্টিল প্ল্যান্টে নিয়োগ: অনলাইনে আবেদন করুন
Sail (Burnpur) Recruitment 2021:- বার্নপুর স্টিল প্ল্যান্টে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে নিয়োগ চলছে ৷ বার্নপুর স্টিল প্ল্যান্ট সম্পূর্ণ বিনামূল্য এক বছরের প্রশিক্ষণ দিচ্ছে ৷ যেকনো ভারতীয় নাগরিক এই প্রশিক্ষণ এর জন্য আবেদন করতে পারবেন ৷ অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দা আবেদন যোগ্য ৷ বার্নপুর স্টিল প্ল্যান্টে নিয়োগ করা হবে ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভিন্ন শাখায় প্রশিক্ষণ দেওয়া হবে ৷ প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট দেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ৷
প্রশিক্ষণের নাম :- টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ট্রেনিং৷
মোট শূন্যপদ :- 100 টি ৷
- ইলেকট্রিক্যাল- 20 টি ৷
- মেকানিক্যাল- 20 টি ৷
- মেটালির্জ- 30 টি ৷
- কেমিক্যাল- 10 টি ৷
- সিভিল- 10 টি ৷
- ইন্সট্রুমেন্টেশন- 10 টি ৷
শিক্ষাগত যোগ্যতা :- আবেদনকারীকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করতে হবে ৷ আবেদনকারী যে শাখায় আবেদন করবেন ওই শাখার ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা পাশ করতে হবে ৷
[আরও পড়ুন :- 1647 টি শুন্যপদে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ]
বয়সসীমা :- বয়স হতে হবে 18 থেকে 28 বছরের মধ্যে ৷ বয়স হিসাব করবেন 28 ফেব্রুয়ারি,2020 তারিখের হিসাবে ৷SC,ST,OBC,PH শ্রেণীভূক্ত পার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন ৷
প্রশিক্ষণের সময়সীমা :- প্রশিক্ষণ চলবে এক বছর ৷ প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট দেওয়া হবে ৷
নিয়োগ পদ্ধতি :- নিয়োগ করা হবে ইঞ্জিনিয়ারিং-এর ডিপ্লোমা কোর্সের নম্বরের ওপর ভিত্তি করে ৷ যদি একাধিক পার্থীর নম্বর সমান হয়, সেক্ষেত্রে যার বেশি নম্বর তাকে অগ্রাধিকার দেওয়া হবে ৷
আরও পড়ুন :- West Bengal Govt Job Vacancy 2021: Latest WB Government Job Vacancy
আবেদন পদ্ধতি :- আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে ৷ প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে ৷ আবেদনের শেষ তারিখ 19 ফেব্রুয়ারি,2021 পর্যন্ত ৷
ডাউনলোড অফিসিয়াল বিঞ্জপ্তি :- Apply Now
আবেদন করুন :- Apply Now
সমস্ত আপডেট পেতে এখনই আমাদের টেলিগ্রাম চ্যানেল এ Join হন ।
“ONLINE TATHYA“ বিশ্বস্ত চাকরির খবরের ওয়েব পোর্টাল। সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তাই প্রতিদিন নিত্যনতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন ৷