মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগ, WBPolice.gov.in Recruitment 2021.
West Bengal Police Recruitment Board: এর তরফ থেকে মাধ্যমিক পাশে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। যেখানে 7 হাজার 440 শূন্যপদে কনস্টেবল এবং 1 হাজার 192 শূন্যপদে লেডি কনস্টেবল স্থায়ী পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে, অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন। উল্লেখ্য, পার্থীকে বাংলা ভাষা পড়তে, লিখতে এবং বলতে জানতে হবে। দার্জিলিং ও কালিংপং জেলার আবেদনকারীদের বাংলা ভাষা পড়তে, বলতে এবং লিখতে না জানলেও আবেদন করা যাবে। আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে ৷ WBPolice.gov.in Recruitment 2021.
বিঞ্জপ্তি নম্বর :- 01/2021WBPRB
বিঞ্জপ্তি প্রকাশের তারিখ :- 20/01/2021
আবেদনের শেষ তারিখ :- 20/02/2021
মোট শূন্যপদ :- 8,632
শূন্যপদ :- কনস্টেবল (7,440 টি), লেডি কনস্টেবল (1192 টি) ৷
পদের নাম :- কনস্টেবল, লেডি কনস্টেবল ৷
শিক্ষাগত যোগ্যতা :- পার্থীকে মাধ্যমিক পাশ করতে হবে। এছাড়াও উচ্চতর যোগ্যতার প্রার্থীরা আবেদন যোগ্য।
কনস্টেবল পদের শারীরিক যোগ্যতা :-
1) গোর্খা, গাড়োয়ালিশ, রাজবংশী এবং সিডিউল ট্রাইবস শ্রেণীভূক্ত পার্থী ছাড়া বাকি সবার ক্ষেত্রে আবেদনকারীর উচ্চতা হতে হবে 167 সেমি, ওজন হতে হবে 57 কেজি, ও ছাতি হতে হবে 78 সেমি; 5 সেমি পর্যন্ত প্রসারণের ক্ষমতা থাকতে হবে ৷
2) গোর্খা, গাড়োয়ালিশ, রাজবংশী এবং সিডিউল ট্রাইবস শ্রেণীভূক্ত পার্থীদের উচ্চতা হতে হবে 160 সেমি, ওজন হতে হবে 53 কেজি, ও ছাতি হতে হবে 76 সেমি; 5 সেমি পর্যন্ত প্রসারণের ক্ষমতা থাকতে হবে ৷
কনস্টেবল দৌড় :- কনস্টেবল পদের ক্ষেত্রে 1600 মিটার 6 মিনিট 30 সেকেন্ডে মধ্যে দৌড়ে সম্পূর্ণ করতে হবে ৷
[ আরও পড়ুন :- মাধ্যমিক পাশে কলকাতা হাইর্কোটে চাকরির সুযোগ ]
লেডি কনস্টেবল পদের শারীরিক যোগ্যতা :-
1) গোর্খা, গাড়োয়ালিশ, রাজবংশী এবং সিডিউল ট্রাইবস শ্রেণীভূক্ত পার্থী ছাড়া বাকি সবার ক্ষেত্রে আবেদনকারীর উচ্চতা হতে হবে 160 সেমি, ওজন হতে হবে 49 কেজি ৷
2) গোর্খা, গাড়োয়ালিশ, রাজবংশী এবং সিডিউল ট্রাইবস শ্রেণীভূক্ত পার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 152 সেমি, ওজন হতে হবে 45 কেজি ৷
লেডি কনস্টেবল দৌড় :- লেডি কনস্টেবল পদের ক্ষেত্রে 800 মিটার 4 মিনিটের মধ্যে দৌড়ে সম্পূর্ণ করতে হবে ৷
বয়সসীমা :- বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে বয়োস হিসাব করবেন 01/01/2021 অনুযায়ী। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা উচ্চতর বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।
বেতন :- পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদের ক্ষেত্রে মূল বেতন দেওয়া হয় 22,700 থেকে 58,500 টাকা।
[ আরও পড়ুন :- TATA Steel Recruitment 2021 Apply Online ]
আবেদন পদ্ধতি :- সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। wbpolice.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে আবেদন করতে পারবেন। অনলাইন আবেদন করা যাবে 22 জানুয়ারী,2021 থেকে – 20 ফেবুয়ারী,2021 পর্যন্ত।
আবেদন ফি :- জেনারেল ও ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি ও প্রসেসিং ফি বাবদ মোট 170/- টাকা জমা দিতে হবে। এসসি ও এসটি প্রার্থীদের ক্ষেত্রে শুধুমাত্র প্রসেসিং ফি বাবদ মোট 20/- টাকা জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ :- অনলাইন আবেদন করা যাবে 20 ফেবুয়ারী,2021 পর্যন্ত।
অফিসিয়াল ওয়েবসাইট :- wbpolice.gov.in
আবেদনপত্র ডাউনলোড করুন :- Click Here
বিস্তারিত জানুন :- Click Here
আবেদন করুন :- Apply Now
সমস্ত আপডেট পেতে এখনই আমাদের টেলিগ্রাম চ্যানেল এ Join হন ।
“ONLINE TATHYA” বিশ্বস্ত চাকরির খবরের ওয়েব পোর্টাল। সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তাই প্রতিদিন নিত্যনতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন ৷