মাধমিক পাসে চাকরি: কেন্দ্রীয় সরকারের একটি দপ্তরে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের মধ্যে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলার পুরুষ ও মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন।
নিয়োগ করছে কেন্দ্রীয় সরকারের পারমাণবিক শক্তি দপ্তরের অধীনস্ত একটি সংস্থা যার নাম হলো Variable Energy Cyclotron Centre. অনেকগুলি পোস্টে নিয়োগ করা হচ্ছে তবে আজকের এই পোস্টে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতাই যে সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে সেগুলোই বিস্তারিত জানানো হলো। অনলাইন এর মাধ্যমেই আবেদন করতে পারবেন বিস্তারীত সমস্ত কিছু নিচে দেওয়া হলো–
বিঞ্জপ্তি নম্বর :- VECC-01/2021
আবেদন শুরুর তারিখ :-20/04/2021
আবেদনের শেষ তারিখ :- 20/05/2021
1) পদের নাম :- Driver
মোট শূন্যপদ :- 3 টি।
শিক্ষাগত যোগ্যতা :- মাধ্যমিক পাশ । সাথে বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং সংশিলিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা :- আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। 20/05/2021 তারিখ অনুযায়ী বয়স হিসাব করা হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।
2) পদের নাম :- Work Assistant
মোট শূন্যপদ :- 5 টি।
শিক্ষাগত যোগ্যতা :- মাধ্যমিক পাশ করে থাকলেই আবেদন করতে পারবেন।
বয়সসীমা :- আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। 20/05/2021 তারিখ অনুযায়ী বয়স হিসাব করা হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।
বেতন :- প্রতি মাসে শুরুতে 18,000/- টাকা বেতন দেওয়া হবে। পে লেভেল 1 অনুযায়ী।
3) পদের নাম :- Canteen Attendant
মোট শূন্যপদ :- 2 টি।
শিক্ষাগত যোগ্যতা :- মাধ্যমিক পাশ করে থাকলেই আবেদন করতে পারবেন।
বয়সসীমা :- আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। 20/05/2021 তারিখ অনুযায়ী বয়স হিসাব করা হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।
বেতন :- প্রতি মাসে শুরুতে 18,000/- টাকা বেতন দেওয়া হবে। পে লেভেল 1 অনুযায়ী।
4) পদের নাম:- Stipendiary Trainee (Physics, Electronics, Mechanical, Computer, Instrumentation, Electrical, Fitter, Refrigeration/Air Conditioning)
মোট শূন্যপদ :- 29 টি।
শিক্ষাগত যোগ্যতা :- মাধ্যমিক পাস কমপক্ষে 60% নম্বর নিয়ে পাস করতে হবে এবং কমপক্ষে ২ বছরের সার্টিফিকেট সহ ITI পাস করতে হবে।
বয়সসীমা :- আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 22 বছরের মধ্যে। 20/05/2021 তারিখ অনুযায়ী বয়স হিসাব করা হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।
বেতন :- প্রথম বছরে স্টাইপেন্ড 10,500/- টাকা এবং দ্বিতীয় বছরে স্টাইপেন্ড 12,500/- টাকা।
আবেদন পদ্ধতি :- অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে www.vecc.gov.in এই ওয়েবসাইট এ গিয়ে নির্দিষ্ট ফর্মটি পূরণ করতে হবে। অনলাইন এ আবেদন করার জন্য একটি মোবাইল নম্বর ও একটি ইমেইল আইডি প্রয়োজন হবে। অনলাইনে আবেদন করতে পারবেন 20/05/2021 তারিখ পর্যন্ত।
আবেদন ফি :- অনলাইনে আবেদন করার সময় আবেদন ফি বাবদ জমা দিতে হবে –
General প্রার্থীদের ক্ষেত্রে RS. 100/- টাকা ।
SC/ST/PWD/OBC/Female প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফী লাগবে না ।
Debit Card, Credit Card, Net Banking, Upi, Paytm –এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারবেন। আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ 20/05/2021.
Official Notification |
|
Official Website |
|
Online Apply |
“ONLINETATHYA” বিশ্বস্তচাকরির খবরের ওয়েব পোর্টাল। সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তাই প্রতিদিন নিত্যনতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন ৷