মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গডাক বিভাগে কর্মী নিয়োগ
পশ্চিমবঙ্গ ডাক বিভাগেরতরফ থেকেনতুন একটিবিঞ্জপ্তি প্রকাশিতকরা হয়েছে৷ নিয়োগকরা হবেপূর্ব কলকাতাডিভিশন, বারাসাতডিভিশন, নদীয়াদক্ষিণ ডিভিশন, কোচবিহারডিভিশন এ। শুধুমাত্রমাধ্যমিক পশেরাজ্যের বিভিন্নপোস্ট ডিভিশনগুলিতে ইন্টারভিউ এর মাধ্যমে এই কর্মী নিয়োগ করা হবে। যে সকলপার্থীরা পোস্টঅফিসে কাজকরতে আগ্রহীতাদের জন্যরইল সম্পূর্নআবেদন পক্রিয়া৷
পদের নাম :- ড্ৰাইরেক্ট এজেন্ট।
শিক্ষাগত যোগ্যতা :- মাধ্যমিক পাশ।
আবশ্যিক যোগ্যতা :- আবেদনকারীকে অবশ্যই Life Insurance পলিসি, মার্কেটিং স্কিল সম্পর্কে ধারণা ও কম্পিউটারে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন৷
বয়সসীমা :- বয়স হতে হবে 18 থেকে 50 বছরের মধ্যে হতে হবে ৷
বেতন :- এই পদ গুলিতে নির্দিষ্ট কোনো বেতন দেওয়া হবে না। ডাক বিভাগের বিভিন্ন ইন্সুরেন্স ও পলিসি বিক্রি করলে নির্দিষ্ট হরে কমিশন পাবেন। এক্ষেত্রে নির্দিষ্ট কোনো বেতন না থাকলেও পলিসি বিক্রির হার বেশি হলে কমিশনের পরিমান ও বেশি হবে।
নিয়োগ পদ্ধতি :- ইন্টারভিউ এর মাধ্যমে সরাসরি কর্মী নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি :- সরাসরি ইন্টারভিউ এর দিন সমস্ত নথিপত্র নিয়ে ইন্টারভিউ দিতে যেতে হবে। এক্ষেত্রে এই পদের জন্য আলাদা করে আবেদন করতে হবে না।
ইন্টারভিউ এর দিন যে সমস্ত নথিপত্র লাগবে:
বায়োডাটা,
বয়সের প্রমানপত্র,
শিক্ষাগত যোগ্যতার সমস্ত সার্টিফিকেট ও মার্কশিট,
পান কার্ড,
অভিজ্ঞতার সার্টিফিকেট (প্রয়োজন হলে লাগতে পারে)
তবে মনে রাখবেন পশ্চিমবঙ্গের বিভিন্ন পোস্টাল ডিভিশন অনুযায়ী আলাদা আলাদা দিনে ইন্টারভিউ হবে। কোন ডিভিশনে কবে ইন্টারভিউ হবে এবং কোথায় হবে বিস্তারিত নিচে দেওয়া হলো।
পূর্ব কলকাতা ডিভিশন:-
ইন্টারভিউয়ের তারিখ- ১৭ অগাস্ট দুপুর ১২ টা থেকে।
ইন্টারভিউয়ের স্থান- East Kolkata Division, Kolkata, PIN- 700164
বারাসাত ডিভিশন:-
ইন্টারভিউয়ের তারিখ- ২৩ থেকে ২৭ অগাস্ট দুপুর ১২ টা থেকে।
ইন্টারভিউয়ের স্থান- Barasat Division, barasat, Kolkata, PIN- 700124
নদিয়া দক্ষিণ ডিভিশন:-
ইন্টারভিউয়ের তারিখ- ২৪ থেকে ২৬ অগাস্ট দুপুর ১২ টা থেকে।
ইন্টারভিউয়ের স্থান- Nadia South Division, B-16, Postal Quarter, Kalyani, Nadia, PIN-741235
কোচবিহার ডিভিশন:-
ইন্টারভিউয়ের তারিখ- ১৬ অগাস্ট সকাল গা টা থেকে।
ইন্টারভিউয়ের স্থান- O/o the superintendent of post Office, 1st floor, Cooch Behar Head Post office, Cooch Behar- 736101
“ONLINETATHYA”বিশ্বস্ত চাকরির খবরের ওয়েবপোর্টাল।সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।তাই প্রতিদিন নিত্যনতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন৷