মাধ্যমিক পাশে দমকল বাহিনীতে ফায়ারম্যান পদে নিয়োগের বিজ্ঞাপ্তি | 10th Pass Fireman Recruitment 2021

ভারত সরকারের ডিফেন্স বিভাগের গ্রুপ “C” বিভাগে প্রচুর প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

মাধ্যমিক পাশে চাকরিঃ ডিফেন্স বিভাগে যারা যেতে চান তাদের জন্য দারুন একটি সুখবর । এবার ভারত সরকারের তরফ থেকে মিনিস্ট্রি অফ ডিফেন্স বিভাগের গ্রুপ “C” পদে কর্মী নিয়োগ করছে । সমস্ত পদ ক্ষণস্থায়ী এবং নিয়োগের দুই থেকে চার বছরের মধ্যে সমস্ত পদ দীর্ঘস্থায়ী হয়ে যাবে এবং প্রার্থীর সার্ভিস যদি গ্রহণযোগ্য না হয় তাহলে তাকে ছাঁটাই করে দেওয়া হবে। ভারতবর্ষের যেকোনো জায়গা থেকে আবেদন করা যেতে পারে । পুরুষ ও মহিলা উভয়েই আবেদন করতে পারবেন । আবেদন করার শেষ তারিখ , নিয়োগ পদ্ধতি, আবেদন শুরুর তারিখ , কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে , কিভাবে ফর্ম ফিলাপ করবেন , কিভাবে ফর্ম জমা দেবেন সবকিছু নিম্নে বিস্তারিত আলোচনা করা হল।10th Pass Fireman Recruitment 2021.


বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ :- 21/5/2021


1) পদের নাম :- Civilian Motor Driver (ordinary grade)

মোট শূন্যপদ :- 27 টি (SC-21, GEN-5, EWS-1 এবং ex-servicemen এর ক্ষেত্রে দুটি শীট সংরক্ষণ করে রাখা হবে)

শিক্ষাগত যোগ্যতা :- প্রার্থীকে পরিচিত বোর্ড থেকে ম্যাট্রিকস হতে হবে এবং DTO/RTO থেকে ভারী গাড়ি চালানোর সিভিলিয়ান ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং এই সমস্ত ভারী গাড়ি চালানোর দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা :- প্রার্থীকে অবশ্যই 18-27 বছরের মধ্যে হতে  হবে। ( SC : 18-32, EWS : 18-32 বছরের মধ্যে এপ্লাই করতে পারে)

বেতন :- 19,900 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে।



2) পদের নাম :- Vehicle Mechanic

মোট শূন্যপদ :- 1 টি (SC)

শিক্ষাগত যোগ্যতা :- প্রার্থীকে মাধ্যমিক পাস হতে হবে এবং সাথে ইংরেজি এবং হিন্দিতে গাড়ির নাম্বার এবং গাড়ির যন্ত্রপাতি বা টুলস এর নাম পড়ার ক্ষমতা থাকতে হবে। এবং গাড়ি রিপেয়ার করার এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা :- প্রার্থীকে অবশ্যই 18-30 বছরের মধ্যে হতে হবে। 

বেতন :- 19,900 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে।

3) পদের নাম :- Fireman

মোট শূন্যপদ :- 3 টি ( SC-1, ST-2)

শিক্ষাগত যোগ্যতা :- আবেদনকারীকে মাধ্যমিক পাস হতে হবে,  সমস্ত রকমের ফায়ার এক্সটিংগুইশার এর ব্যবহার জানতে হবে ,নাম জানতে হবে, কিভাবে maintenance বা ফিট করতে হয় তা জানতে হবে। first-aid, আগুন নেভানোর জন্য কি কি জিনিস দরকার , Trailer Fire Pump এর ব্যবহার জানতে হবে।

এছাড়াও প্রার্থীকে অবশ্যই ফিজিক্যালি ফিট থাকতে হবে :-

i) হাইট – 165cms(নিম্ন জাতির জন্য 2.5 cms ছাড় পাওয়া যাবে

ii) ছাতি :- না ফুলিয়ে 81.5 cms

iii) ছাতি :- ফুলিয়ে 85 cms

iv) ওজন :- 50 কেজি কমপক্ষে

শারীরিক পরীক্ষা বা ফিজিক্যাল টেস্ট :-  বোর্ড অফ অফিসার নিন্মলিখিতভাবে ফিজিক্যাল টেস্ট নেবে ফায়ারম্যান পদের জন্য – 

i) একজন মানুষ অথবা 65 কেজি, 96 সেকেন্ডের মধ্যে 183 মিটার বহন করে নিয়ে যেতে হবে।

ii) দুপায়ে লংজাম্প ক্লিয়ার করতে হবে 2.7 মিটার।

iii) হাত এবং পায়ের সাহায্যে 3 মিটার লম্বা দড়িতে চড়তে হবে।

• এই সমস্ত টেস্ট গুলিতে যদি কোনো প্রার্থী উত্তীর্ণ হতে না পারে তাহলে তাকে বাতিল করা হবে।

বয়সসীমা :- প্রার্থীকে অবশ্যই 18-30 বছরের মধ্যে হতে হবে।

বেতন :- 19,900 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে।


4) পদের নাম :-  Labourer / শ্রমিক

মোট শূন্যপদ :- 10 টি (OBC-3, GEN-7 এবং ex-servicemen এর ক্ষেত্রে একটি শীট সংরক্ষণ করে রাখা হবে)

বয়সসীমা :- প্রার্থীকে অবশ্যই 18-25 বছরের মধ্যে হতে হবে। (OBC ক্যাটাগরির প্রার্থীরা 28 বছরের হলেও এপ্লাই করতে পারবেন)

শিক্ষাগত যোগ্যতা :- আবেদনকারীকে মাধ্যমিক পাস হতে হবে।

বেতন :- 19,900 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে।


5) পদের নাম :- Carpenter

মোট শূন্যপদ :- 1 টি  (GEN-1)

বয়সসীমা :- প্রার্থীকে অবশ্যই 18-25 বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা :- আবেদনকারীকে মাধ্যমিক পাস হতে হবে। ছুতোরের কাজ করা জানতে হবে।

• EX-SERVICEMEN দের নিয়োগের ক্ষেত্রে কোনো রকম ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে না

বেতন :- 19,900 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে।


নিয়োগ পদ্ধতি :- প্রার্থীদের বোর্ডের অফিসাররা ফিজিক্যাল এবং প্র্যাকটিক্যাল পরীক্ষার মাধ্যমে নিয়োগ করবেন। অর্থাৎ এই পদে নিয়োগের ক্ষেত্রে প্রার্থী যে নাম্বারটি রিটেন টেস্টে  পাবে সেই নাম্বারের ভিত্তিতেই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। ডিপার্টমেন্ট ফিজিক্যাল টেস্ট এর সময় কোনভাবেই দায়ী থাকবেনা , তাই প্রার্থীকে বন্ড সই করিয়ে কেবলমাত্র তবেই ফিজিক্যাল টেস্ট করা সম্ভব হবে।


লিখিত পরীক্ষা বা রিটেন টেস্ট এর নিয়মাবলী :-

প্রার্থীকে কমপক্ষে 33 পার্সেন্ট নাম্বার পরীক্ষায়  উর্ত্তীন্ন হওয়ার জন্য অর্জন করতে হবে। চারটে পার্ট-এ অথবা পেপারে এই পরীক্ষা সম্পন্ন করা হবে ।সমস্ত পদের জন্য একই রকমের পরীক্ষা হবে। মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন থাকবে প্রত্যেকটি পেপারে। প্রত্যেকটি পেপারের জন্য 2 ঘন্টা সময় বরাদ্দ করা হয়েছে। সর্বমোট 150 নাম্বারের পরীক্ষা হবে। 0.25 নম্বর ভুল উত্তরের জন্য কেটে নেওয়া হবে।

i) Part-I :- General Intelligence

এখানে টোটাল 25 টি প্রশ্ন থাকবে 25 নম্বরের।  analogies , similarities and differences , space visualisation , problem solving,  analysis,  judgement,  decision making , visual memory,  discriminating observation,  relationship , verbal and figure classification, arithmetical number series, nonverbal series – এই সমস্ত জায়গা থেকে প্রশ্নপত্র থাকবে।

ii) Part-2 :- English language

এখানে মোট 50 টি প্রশ্ন থাকবে 50 নম্বরের। Vocabulary , grammar,  sentence structure, synonyms,  antonyms – এই সমস্ত জায়গা থেকে প্রশ্নপত্র থাকবে।

iii) Numerical Aptitude

এখানে মোট 25 টি প্রশ্ন থাকবে 25 নম্বরের। Decimal and fractions and relationship between numbers,  fundamental arithmetical operations , percentage, ratio and proportion, average ,interest ,profit and loss discount ,use of tables and graphs, mensuration, time and distance ,ratio and time, time and work – এই সমস্ত জায়গা থেকে প্রশ্নপত্র থাকবে।

iv) General Awareness

এখানে মোট 50 টি প্রশ্ন থাকবে 50 নম্বরের। বর্তমান ঘটনা বলি এবং প্রত্যেকদিন এর পর্যবেক্ষণ, ভারত বর্ষ এবং এর প্রতিবেশী দেশ, sports, history, culture, geography, economics -এই সমস্ত জায়গা থেকে প্রশ্নপত্র থাকবে।


বিশেষ দ্রষ্টব্য :- সমস্ত পদের সিলেবাস হিসাবে  টেন স্ট্যান্ডার্ড বা মাধ্যমিক পর্যন্ত সমস্ত বিষয় পড়লেই কমন পাওয়া যেতে পারে


পরীক্ষা কেন্দ্র :-  অরিজিনাল ডকুমেন্টস ভেরিফিকেশন হবে এই ঠিকানায় –  Reception Centre (Recruitment Cell) of 5471 ASC Battalion near Barfani Mandir opposite SD , Pathankot  Cantt (Punjab).


স্পিড পোস্ট এর মাধ্যমে প্রার্থীদের এডমিট কার্ড প্রদান করা হবে এবং তাদেরকে এডমিট কার্ড প্রদান করা হবে যাদের বয়স এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং অন্যান্য সমস্ত তথ্য সঠিক থাকবে। ছয় থেকে আট দিনের মধ্যেই এই পরীক্ষা বা টেস্ট টি সম্পন্ন হবে এবং প্রার্থীদের এই দিনের মধ্যেই উপস্থিত হয়ে পরীক্ষা দিতে হবে। পরীক্ষার তারিখ এবং সময় অ্যাডমিট কার্ড a জানিয়ে দেওয়া হবে।


যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন হবে :- 

i) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট

ii) জাতিগত প্রমাণপত্র বা কাস্ট সার্টিফিকেট

iii) Ex-servicemen এর ক্ষেত্রে ডিসচার্জ সার্টিফিকেট

iv) জন্ম প্রমাণপত্র

v) ড্রাইভিং লাইসেন্স

vi) বাসস্থান প্রমাণপত্র

vii) আধার কার্ড

viii) এক্সপেরিয়েন্স সার্টিফিকেট

এই সমস্ত ডকুমেন্টস এর জেরক্স প্রয়োজন হবে প্রার্থীদের।


আবেদন পদ্ধতি :- নিচে দেওয়া লিঙ্ক থেকে আপনি অফিশিয়াল বিজ্ঞপ্তির পিডিএফ টি ডাউনলোড করে নিন এবং pdf  ওপেন করলে ছয় এবং সাত নাম্বার পৃষ্ঠায় অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পাবেন সেই অনুযায়ী ফর্ম ফিলাপ করবেন। এরপর ফর্ম টি ফিলাপ করে পোস্ট এর মাধ্যমে পাঠিয়ে দিন ঠিক এই রকম একটি হেডলাইন দিয়ে – “ APPLICATION FOR THE POST OF “……”( ফাঁকা জাইগাই পোষ্টের নাম) ALONG WITH SELF AND FATHER’S / MOTHER’S NAME আবেদন শুরু থেকে 21 দিনের মধ্যে প্রার্থীকে পোস্ট এর মাধ্যমে আবেদনপত্র পাঠিয়ে দিতে হবে

Join Telegram

Join Facebook

Official  Notification

Click Here

Official  Website

Click Here

Online  Apply

Click Here

“ONLINE TATHYA” বিশ্বস্ত চাকরির খবরের ওয়েব পোর্টাল। সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তাই প্রতিদিন নিত্যনতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন

1 thought on “মাধ্যমিক পাশে দমকল বাহিনীতে ফায়ারম্যান পদে নিয়োগের বিজ্ঞাপ্তি | 10th Pass Fireman Recruitment 2021”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top