মাধ্যমিক পাশে কোর্টে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগ করা হবে পিওন/ ডাক পিওন , ওডারলি, চৌকিদার , সুইপার/সাফাইকর্মী, প্রসেস সার্ভার সহ বিভিন্ন পদে মোট শূন্যপদ রয়েছে ৪১৭ টি বিস্তারিত সম্পূর্ণ পোস্ট এ জানানো হলো। Group D Recruitment 2021.
আবেদন শুরুর তারিখ :- 07/02/2021
আবেদনের শেষ তারিখ :- 21/02/2021
মোট শূন্যপদ :- 417 টি ।
পদের নাম :- পিওন/ ডাক পিওন , ওডারলি, চৌকিদার (মোট শূন্যপদ :- 276 টি)।
পদের নাম :- চৌকিদার (মোট শূন্যপদ :- 4 টি)।
পদের নাম :- সুইপার/সাফাইকর্মী (মোট শূন্যপদ :- 23
পদের নাম :- প্রসেস সার্ভার (মোট শূন্যপদ :- 74 টি)।
[আরও পড়ুন :- 1647 টি শুন্যপদে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ]
শিক্ষাগত যোগ্যতা :- পিওন/ ডাক পিওন , ওডারলি, চৌকিদার , সুইপার/সাফাইকর্মী এই সমস্ত পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাধমিক পাস। এবং প্রসেস সার্ভার পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক/উচ্চমাধ্যমিক পাস সঙ্গে LVM ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং দু বছরের ড্রাইভিং এ অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা :- প্রতিটি পদের ক্ষেত্রে পার্থীর বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে ৷ সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির পার্থীরা সর্বোচ্চ বয়সসীমায় ছাড় পাবেন ৷ বয়স হিসাব করতে হবে 1st January, 2021 অনুযায়ী।
আরও পড়ুন :- West Bengal Govt Job Vacancy 2021: Latest WB Government Job Vacancy
আবেদন পদ্ধতি :- সরাসরি অনলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন এ আবেদন করা যাবে ৭ ফেব্রুয়ারি সকাল ১০ টা থেকে ২১ ফেব্রুয়ারি বিকাল ৫ টা পর্যন্ত।
নিয়োগ পদ্ধতি :- সমস্ত পদের ক্ষেত্রে নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা এবং ইটারভিউ এর মাধ্যমে। শুধু মাত্র প্রসেস সার্ভার পদের ক্ষেত্রে নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা, ড্রাইভিং টেস্ট ও ইন্টারভিউ এর মাধ্যমে।
আবেদন ফি :- GEN/OBC প্রার্থীদের অনলাইন আবেদন করার সময় আবেদন ফি বাবদ জমা দিতে হবে 500 টাকা। এবং SC/ST/PWD/ESM/EWS আবেদন ফি বাবদ জমা দিতে হবে 250 টাকা। Net Banking/Debit Card/UPI- এর মাধ্যমে আবেদন ফি জমা দেওয়া যাবে।
অফিসিয়াল ওয়েবসাইট :- Click Here
আবেদনপত্র ডাউনলোড করুন :- Click Here
সমস্ত আপডেট পেতে এখনই আমাদের টেলিগ্রাম চ্যানেল এ Join হন ।
“ONLINE TATHYA“ বিশ্বস্ত চাকরির খবরের ওয়েব পোর্টাল। সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তাই প্রতিদিন নিত্যনতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন ৷