মাধ্যমিক পাশে কোল্ডফিল্ডে বিনামূল্যে প্রশিক্ষণ: মাধ্যমিক পাশে ওয়েস্টার্ন কোল্ডফিল্ডে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হবে western coalfields Limited – এ এটি হলো কোল ইন্ডিয়া লিমিটেডের অধিনস্ত একটি সংস্থা। প্রশিক্ষণ দিয়ে নিয়োগ করা হবে। প্রশিক্ষণ চলাকালীন প্রতিমাসে স্টাইপেন্ড পাবেনা। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। বিস্তারিত নিচে দেওয়া হলো-
বিঞ্জপ্তি প্রকাশের তারিখ :- 19/08/2021
বিঞ্জপ্তি নম্বর :- WCL/HRD/NOTI/APPR/2021/22/70
অনলাইনে আবেদন শুরুর তারিখ :- 19/08/2021
অনলাইনে আবেদনের শেষ তারিখ :- 21/09/2021
পদের নাম ও শূন্যপদ :- Computer Operator and Programming Assistant-219, Draughtsman (Civil)-28, Electrician(Civil)-250, Mechanic(Diesel)-36, Machinist-12, Mason (Building Constructor)-9, Pump Operator Cum Mechanic-16, surveyor-20, Turner-17, welder(Gas & Electric)-76, Wireman-40.
শিক্ষাগত যোগ্যতা :- আবেদনকারীকে মাধ্যমিক পাশ করতে হবে। সাথে সংশিলিষ্ট ক্ষেত্রে NCVT/SCVT থেকে ITI পাশ হতে হবে।
বয়সসীমা :- আবেদনকারীর 21/09/2021 তারিখ অনুযায়ী বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে । সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।
স্টাইপেন্ড :- দু বছরের ITI কোর্স করা থাকলে প্রতিমাসে ৮০৫০ টাকা এবং এক বছরের ITI কোর্স করা থাকলে প্রতিমাসে ৭৭০০ টাকা স্টাইপেন্ড দেওয়া হবে।
আবেদন পদ্ধতি :- অনলাইনের মাধ্যমে www.westerncoal.in/ ওয়েবসাইট এ গিয়ে এপ্রেনট্রিসের জন্য রেজিস্ট্রেশন করতে হবে। অনলাইন এ আবেদন করার জন্য একটি চালু মোবাইল নম্বর ও একটি ইমেইল আইডি প্রয়োজন হবে। অনলাইনে আবেদন করতে পারবেন 21/09/2021 তারিখ পর্যন্ত।
Official Notification |
|
Official Website |
|
Online Apply Now |
“ONLINE TATHYA” বিশ্বস্ত চাকরির খবরের ওয়েব পোর্টাল। সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তাই প্রতিদিন নিত্যনতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন ৷