মাধ্যমিক পাশে কলকাতা হাইর্কোটে চাকরির সুযোগ: Kolkata High Court Recruitment 2021
কলকাতা হাইর্কোটে তরফ থেকে অনেকগুলি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ৷ নিয়োগ করা হবে গ্রুপ সি পদে ৷ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দা আবেদন করতে পারবেন ৷ মোট চারটি ডিপার্মেন্ট এ নিয়োগ করা হবে ৷ পার্থীরা অফিসিয়ল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন ৷
বিঞ্জপ্তি নম্বর :- 33-RG
বিঞ্জপ্তি প্রকাশের তারিখ :- 04/01/2021
আবেদন শুরু :- 11/01/2021
আবেদনের শেষ তারিখ :- 27/01/2021
মোট শূন্যপদ :- 159
১) পদের নাম :- ডাটা এন্ট্রি অপারেটর (DEO).
মোট শূন্যপদ :- 153 টি ৷
শিক্ষাগত যোগ্যতা :- পার্থীকে মাধ্যমিক পাশ বা সমতুল হতে হবে, সঙ্গে এক বছরের কম্পিউটার এপ্লিকেশন বিষয়ে ডিপ্লোমা কোর্স থাকতে হবে এবং প্রতি ঘন্টায় ডাটা এন্ট্রিতে 4 হাজার কি ডিপ্রেশনের গতি থাকতে হবে ৷
বয়স :- পার্থীর বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে ৷ 1 জানুয়ারি, 2021 তারিখের হিসাবে ৷
বেতন :- 22,700/- থেকে 58,500/- টাকা পর্যন্ত ৷ পে লেভেল 6 অনুযায়ী মূল বেতন দেওয়া হবে ৷
[ আরও পড়ুন :- Best Top 10 Latest Private Company Jobs In Kolkata 2021 ]
আবেদন ফি :- UR/OBC পার্থীদের ক্ষেত্রে 800/- টাকা ৷ এবং পশ্চিমবঙ্গের SC/ST পার্থীদের ক্ষেত্রে 400/- টাকা জমা দিতে হবে ৷ অনলাইন এবং অফলাইন উভয়ই মাধ্যমে আবেদন ফি জমা দেওয় যাবে ৷ জমা দেওয়ার শেষ তারিখ 27 জানুয়ারি, 2021.
২) পদের নাম :- সিস্টেম এনালিস্ট (Programming).
মোট শূন্যপদ :- 3 টি ৷
শিক্ষাগত যোগ্যতা :- কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে মাস্টার ডিগ্রী পাশ, অথবা ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজি/ ইনফর্মেশন টেকনোলজি বিষয়ে গ্র্যাজুয়েশন পাশ হতে হবে ৷
*যেকোনো প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে 5 বছরের অভিঞ্জতা থাকা বাধ্যতামূলক ৷ (সরকারি অথবা বেসরকারি)
বয়স :- পার্থীর বয়স হতে হবে 26 থেকে 40 বছরের মধ্যে ৷ 1 জানুয়ারি, 2021 তারিখের হিসাবে ৷
বেতন :- 56,100/- থেকে 1,44,300/- টাকা পর্যন্ত ৷ পে লেভেল 16 অনুযায়ী মূল বেতন দেওয়া হবে ৷
আবেদন ফি :- UR/OBC পার্থীদের ক্ষেত্রে 1200/- টাকা ৷ এবং পশ্চিমবঙ্গের SC/ST পার্থীদের ক্ষেত্রে 600/- টাকা জমা দিতে হবে ৷ অনলাইন এবং অফলাইন উভয়ই মাধ্যমে আবেদন ফি জমা দেওয় যাবে ৷ জমা দেওয়ার শেষ তারিখ 27 জানুয়ারি, 2021.
[ আরও পড়ুন :- পশ্চিমবঙ্গে জানুয়ারি মাসের চাকরির খবর এইট পাশ থেকে গ্র্যাজুয়েট পাশ ]
৩) পদের নাম :- সিনিয়র প্রোগ্রামার (Programmer).
মোট শূন্যপদ :- 1 টি ৷
শিক্ষাগত যোগ্যতা :- কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে মাস্টার ডিগ্রী পাশ, অথবা ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজি/ ইনফর্মেশন টেকনোলজি বিষয়ে গ্র্যাজুয়েশন পাশ হতে হবে ৷
*যেকোনো প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে 10 বছরের অভিঞ্জতা থাকা বাধ্যতামূলক ৷ (সরকারি অথবা বেসরকারি)
বয়স :- পার্থীর বয়স হতে হবে 31 থেকে 45 বছরের মধ্যে ৷ 1 জানুয়ারি, 2021 তারিখের হিসাবে ৷
বেতন :- 67,300/- থেকে 1,73,200/- টাকা পর্যন্ত ৷ পে লেভেল 17 অনুযায়ী মূল বেতন দেওয়া হবে ৷
আবেদন ফি :- UR/OBC পার্থীদের ক্ষেত্রে 1500/- টাকা ৷ এবং পশ্চিমবঙ্গের SC/ST পার্থীদের ক্ষেত্রে 700/- টাকা জমা দিতে হবে ৷ অনলাইন এবং অফলাইন উভয়ই মাধ্যমে আবেদন ফি জমা দেওয় যাবে ৷ জমা দেওয়ার শেষ তারিখ 27 জানুয়ারি, 2021.
[ আরও পড়ুন :- এইট পাশে গ্রুপ ডি পদে স্থায়ী চাকরি ]
৪) পদের নাম :- সিস্টেম ম্যানেজার (Manager).
মোট শূন্যপদ :- 2 টি ৷
শিক্ষাগত যোগ্যতা :- কম্পিউটার অ্যাপলিকেশন বিষয়ে মাস্টার ডিগ্রী পাশ, অথবা ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজি/ ইনফর্মেশন টেকনোলজি বিষয়ে গ্র্যাজুয়েশন পাশ হতে হবে ৷
*যেকোনো প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে 10 বছরের অভিঞ্জতা বাধ্যতামূলক ৷ (সরকারি অথবা বেসরকারি)
বয়স :- পার্থীর বয়স হতে হবে 31 থেকে 45 বছরের মধ্যে ৷ 1 জানুয়ারি, 2021 তারিখের হিসাবে ৷
বেতন :- 67,300/- থেকে 1,73,200/- টাকা পর্যন্ত ৷ পে লেভেল 17 অনুযায়ী মূল বেতন দেওয়া হবে ৷
আবেদন পদ্ধতি :- আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে ৷ কলকাতা হাইকোর্টের অফিসিয়াল অফিসিয়াল ওয়েবসাইট www.calcuttahighcourt.gov.in এ গিয়ে অনলাইনে আবেদন করা যাবে ৷ 11 জানুয়ারি থেকে 27 জানুয়ারি, 2021 তারিখ পর্যন্ত ৷
আবেদন ফি :- UR/OBC পার্থীদের ক্ষেত্রে 1500/- টাকা ৷ এবং পশ্চিমবঙ্গের SC/ST পার্থীদের ক্ষেত্রে 700/- টাকা জমা দিতে হবে ৷ অনলাইন এবং অফলাইন উভয়ই মাধ্যমে আবেদন ফি জমা দেওয় যাবে ৷ জমা দেওয়ার শেষ তারিখ 27 জানুয়ারি, 2021.
* আগ্রহী পার্থীরা আবেদন করার আগে অবশ্যই অফিসিয়াল বিঞ্জপ্তি দেখে জেনে বুঝে আবেদন করবেন ৷
বিস্তারিত ভিডিও দেখে জানুন :- Click Here
অফিসিয়াল বিঞ্জপ্তি :-
অফিসিয়াল ওয়েবসাইট :-
আবেদন করুন :-
সমস্ত আপডেট পেতে এখনই আমাদের টেলিগ্রাম চ্যানেল এ Join হন ।
“ONLINE TATHYA” বিশ্বস্ত চাকরির খবরের ওয়েব পোর্টাল। সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তাই প্রতিদিন নিত্যনতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন ৷