মাধ্যমিক পাশে কলকাতা বিজ্ঞান জাদুঘরে কর্মী নিয়োগ | Science Museum Jobs in to kolkata 2021

মাধ্যমিক পাশে চাকরির খবর: চাকরি প্রার্থীদের জন্য আবারও সুখবর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে NCSM- এ কলকাতা বিজ্ঞান জাদুঘরে কর্মী নিয়োগ চলছে। পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে পুরুষ ও মহিলা উভয়েই আবেদন করতে পারবেন। কিভাবে  আবেদন করবেন, আবেদনের শেষ তারিখ, কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে বিস্তারিত নীচে দেউয়া হল। Science Museum Jobs in to kolkata 2021 

wb govt job

বিজ্ঞপ্তি নম্বর :- 03/2011

আবেদন শুরুর তারিখ :- 15/06/2021

আবেদনের শেষ তারিখ :- 09/07/2021


1) পদের নাম :- Office Assistant (Grade-III)

মোট শূন্যপদ :- 1 টি। (Unreserved)

শিক্ষাগত যোগ্যতা :- আবেদনকারীকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে এবং কম্পিউটার ইংরেজি টাইপিং এর ক্ষেত্রে 35 ওয়ার্ড পার মিনিট (wpm) স্পিড থাকতে হবে।

বেতন :- এই পদের ক্ষেত্রে পে লেভেল 2 অনুযায়ী 19,900 টাকা থেকে 63,200 টাকা বেতন প্রদান করা হবে প্রতিমাসে।


2) পদের নাম :- Junior Stenographer

মোট শূন্য পদ :- 1 টি। (Unreserved)

শিক্ষাগত যোগ্যতা :- আবেদনকারীকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে এবং কম্পিউটার শর্ট হ্যান্ডে 80 ওয়ার্ড পার মিনিট (wpm) স্পিড থাকতে হবে।

বেতন :- এই পদের ক্ষেত্রে পে লেভেল 4 অনুযায়ী 25,500 টাকা থেকে 81,100 টাকা বেতন প্রদান করা হবে প্রতিমাসে।

3) পদের নাম :- Technician ‘A’ (Carpenter/Sheet Metal)

মোট শূন্য পদ :- 3 টি। (Unreserved)

শিক্ষাগত যোগ্যতা :- আবেদনকারীকে মাধ্যমিক পাশ হতে হবে এবং ITI পাশ হতে হবে এবং এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন :- এই পদের ক্ষেত্রে পে লেভেল 2 অনুযায়ী 19,900 টাকা থেকে 63,200 টাকা বেতন প্রদান করা হবে প্রতিমাসে।

বয়সসীমা :- আবেদনকারীকে 25 বছর বয়সের মধ্যে হতে হবে 09/07/2021 অনুযায়ী। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর পার্থীরা সর্বচ্চ বয়সে ছার পাবেন। 

আবেদন পদ্ধতি :- আবেদনকারীকে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে NCSM এর অফিশিয়াল https://ncsm.gov.in/ ওয়েবসাইট এ গিয়ে আবেদন করতে হবে ।


আবেদন ফী :- আবেদনকারীকে অনলাইন এর মাধ্যমে ২০০/- টাকা আবেদন ফী জমা করতে হবে।

Join Telegram

Join Facebook

Official  Notification

Click Here

Official  Website

Click Here

Online  Apply Now

Click Here

Leave a Comment