মাধ্যমিক পাশে চাকরির খবর: চাকরি প্রার্থীদের জন্য আবারও সুখবর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে NCSM- এ কলকাতা বিজ্ঞান জাদুঘরে কর্মী নিয়োগ চলছে। পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে পুরুষ ও মহিলা উভয়েই আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন, আবেদনের শেষ তারিখ, কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে বিস্তারিত নীচে দেউয়া হল। Science Museum Jobs in to kolkata 2021
বিজ্ঞপ্তি নম্বর :- 03/2011
আবেদন শুরুর তারিখ :- 15/06/2021
আবেদনের শেষ তারিখ :- 09/07/2021
1) পদের নাম :- Office Assistant (Grade-III)
মোট শূন্যপদ :- 1 টি। (Unreserved)
শিক্ষাগত যোগ্যতা :- আবেদনকারীকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে এবং কম্পিউটার ইংরেজি টাইপিং এর ক্ষেত্রে 35 ওয়ার্ড পার মিনিট (wpm) স্পিড থাকতে হবে।
বেতন :- এই পদের ক্ষেত্রে পে লেভেল 2 অনুযায়ী 19,900 টাকা থেকে 63,200 টাকা বেতন প্রদান করা হবে প্রতিমাসে।
2) পদের নাম :- Junior Stenographer
মোট শূন্য পদ :- 1 টি। (Unreserved)
শিক্ষাগত যোগ্যতা :- আবেদনকারীকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে এবং কম্পিউটার শর্ট হ্যান্ডে 80 ওয়ার্ড পার মিনিট (wpm) স্পিড থাকতে হবে।
বেতন :- এই পদের ক্ষেত্রে পে লেভেল 4 অনুযায়ী 25,500 টাকা থেকে 81,100 টাকা বেতন প্রদান করা হবে প্রতিমাসে।
3) পদের নাম :- Technician ‘A’ (Carpenter/Sheet Metal)
মোট শূন্য পদ :- 3 টি। (Unreserved)
শিক্ষাগত যোগ্যতা :- আবেদনকারীকে মাধ্যমিক পাশ হতে হবে এবং ITI পাশ হতে হবে এবং এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন :- এই পদের ক্ষেত্রে পে লেভেল 2 অনুযায়ী 19,900 টাকা থেকে 63,200 টাকা বেতন প্রদান করা হবে প্রতিমাসে।
বয়সসীমা :- আবেদনকারীকে 25 বছর বয়সের মধ্যে হতে হবে 09/07/2021 অনুযায়ী। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর পার্থীরা সর্বচ্চ বয়সে ছার পাবেন।
আবেদন পদ্ধতি :- আবেদনকারীকে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে NCSM এর অফিশিয়াল https://ncsm.gov.in/ ওয়েবসাইট এ গিয়ে আবেদন করতে হবে ।
আবেদন ফী :- আবেদনকারীকে অনলাইন এর মাধ্যমে ২০০/- টাকা আবেদন ফী জমা করতে হবে।
Official Notification |
|
Official Website |
|
Online Apply Now |