মাধ্যমিক পাশে চাকরির সুযোগ: ভারত সরকারের ইস্টার্ন কমান্ড সিগন্যাল রেজিমেন্টে মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতাই গ্রুপ–ডি পদে কর্মী নিয়োগের বিঞ্জপ্তি প্রকাশিত করা হয়েছে ৷ আবেদনকারীরা পশ্চিমবঙ্গের যেকনো জেলা থেকে পুরুষ ও মহিলা পার্থীরা আবেদন করতে পারবেন ৷ নিয়োগের বিঞ্জপ্তি প্রকাশিত করেছে ভারত সরকারের ইস্টার্ন কমান্ড সিগন্যাল রেজিমেন্টে ৷
1) পদের নাম :- কুক ৷
মোট শূন্যপদ :- ২ টি ৷
শিক্ষাগত যোগ্যতা :- আবেদনকারীকে মাধ্যমিক পাশ হতে হবে ৷ সঙ্গে সংশিলিষ্ট ক্ষেত্রে অন্তত দু’বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন :- প্রতি মাসে 19,900 থেকে 63,200 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে ৷
2) পদের নাম :- ওয়াশারম্যান ৷
মোট শূন্যপদ :- 3 টি ৷
শিক্ষাগত যোগ্যতা :- আবেদনকারীকে মাধ্যমিক পাশ হতে হবে ৷ সঙ্গে সংশিলিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন :- প্রতি মাসে 18,000 থেকে 56,900 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে ৷
3) পদের নাম :- বারবার৷
মোট শূন্যপদ :- 2 টি ৷
শিক্ষাগত যোগ্যতা :- আবেদনকারীকে মাধ্যমিক পাশ হতে হবে ৷ সঙ্গে সংশিলিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন :- প্রতি মাসে 18,000 থেকে 56,900 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে ৷
4) পদের নাম :- সুইপার ৷
মোট শূন্যপদ :- 2 টি ৷
শিক্ষাগত যোগ্যতা :- আবেদনকারীকে মাধ্যমিক পাশ হতে হবে ৷ সঙ্গে সংশিলিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন :- প্রতি মাসে 18,000 থেকে 56,900 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে ৷
5) পদের নাম :- মেসেঞ্জার ৷
মোট শূন্যপদ :- ৪ টি ৷
শিক্ষাগত যোগ্যতা :- আবেদনকারীকে অষ্টম শ্রেণি পাশ হতে হবে ৷ সঙ্গে বাংলা লিখতে ও পরতে জানতে হবে৷
বেতন :- প্রতি মাসে 18,000 থেকে 56,900 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে ৷
বয়সসীমা :- আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে ৷ বয়স হিসাব করবেন 01/09/2021 তারিখের হিসেবে ৷
আবেদন পদ্ধতি :- আগ্রহী পার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। বায়োডাটা সহ সমস্ত প্রয়োজনীয় নথিপত্র একটি মুখবন্ধ খামে জমা করতে হবে ৷ আবেদন পত্র ৩০ দিনের মধ্যে জমা দিতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা : Commanding Officer, ECSR, Fort William, Kolkata- 700021
আবেদন ফী :- প্রার্থীদের 100 টাকা আবেদন ফী লাগবে।
Official Notification |
|
Official Website |
|
Daily Job News |
“ONLINE TATHYA“বিশ্বস্ত চাকরির খবরের ওয়েবপোর্টাল।সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।তাই প্রতিদিন নিত্যনতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন ৷
Nice
আমি চাকরি করতে চাই