মাধ্যমিক পাশে ইন্ডিয়ান এয়ারফোর্সে গ্রুপ-সি পদে 1524 টি শূন্যপদে কর্মী নিয়োগ

মাধ্যমিক পাশে চাকরির খবর: ইন্ডিয়ান এয়ারফোর্সে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, গ্র্যাজুয়েশন পাশ সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় গ্রুপ-সি পদে 1524 টি শূন্যপদে  কর্মী নিয়োগের বিঞ্জপ্তি প্রকাশিত হয়েছে ৷ এই পদের জন্য পশ্চিমবঙ্গের যে কনো জেলার বাসিন্দা আবেদন করতে পারবেন ৷ ইতিমধ্যে আবেদন পক্রিয়া শুরু হয়ে গিয়েছে ৷ Indian Air Force Group-C Recruitment 2021.

Indian Air Force এর মোট 6 টি ইউনিটে এই কর্মী নিয়োগ করা হবে ৷ এই পোষ্টে পশ্চিমবঙ্গের মধ্যে ইন্ডিয়ান এয়ার ফোর্সের বিভিন্ন ইউনিট/ স্টেশনে যেসব পদে কর্মী নিয়োগ করা হচ্ছে সেগুলি নিয়ে আলোচনা করা হল- আবেদনকারী যে ইউনিট/ স্টেশনের অধীনে আবেদন করবেন আবেদনকারীকে সংশ্লিষ্ট ইউনিট/ স্টেশনের ঠিকানায় পাঠাতে হবে ৷ এছাড়াও কনো পার্থী অন্য রাজ্যের অধীনে আবেদন করতে আগ্রহী হলে সম্পূর্ন বিঞ্জপ্তি ডাউনলোড করুন ৷


মোট শূন্যপদ :- 1524 টি ৷

বিঞ্জপ্তি প্রকাশের তারিখ :- 03/04/2021

আবেদনের শেষ তারিখ :- 02/05/2021


শূন্যপদের বিবরণ :-

1) Unit/Station Name – Sir Officer Commanding Air Force Station, Kalaikunda, West Bengal.

পদের নাম – লোয়ার ডিভিশন ক্লার্ক (1টি), সুপারিনটেনডেন্ট স্টোর (3টি), CMTD (2টি), মাল্টিটাস্কিং স্টাফ (5টি) ৷


2) Unit/Station Name – Station Commander Air Force Station, Barrackpore, West Bengal.

পদের নাম – কুক (3টি), CMTD (4টি), সাফাইওয়ালা ( 5টি), MTS (3টি), মেস স্টাফ (1টি), আয়া (2টি) ৷


3) ) Unit/Station Name – Air Officer Commanding Air Force Station, Hasimara, West Bengal.

পদের নাম – সুপারিটেনডেন্ট স্টোর (1টি), সাফাই ওয়ালা (3টি), MTS (1টি)৷

4) Unit/Station Name – Air Officer Commanding Air Force Station, Bagdogra, West Bengal.

পদের নাম – সুপারিটেনডেন্ট স্টোর (1টি), হিন্দি টাইপিস্ট (1টি), কুক (2টি), সাফাই ওয়ালা (3টি), লন্ড্রি ম্যান (1টি), MTS – 1টি ৷


5) Unit/Station Name – Station Commander, Signal Unit, Air Force, Salua, West Bengal.

পদের নাম – স্টেনো গ্রেড-2 (1টি), CMTD (2 টি), সাফাই ওয়ালা (2টি) ৷


6) Unit/Station Name – Station Commander, Air Force Station, Kurseong, West Bengal.

পদের নাম – MTS (2টি) ৷


7) Unit/Station Name – Adv Headquarter EAC Kolkata, West Bengal.

পদের নাম – স্টেনো গ্রেড-2 (1টি), সাফাই ওয়ালা (1 টি) ৷


8) Unit/Station Name – APM, Proost & Security Unit, Bagdogra, West Bengal.

পদের নাম – MTS (1 টি) ৷


9) Unit/Station Name – Air Officer Commanding Air Force Hospital,Kalaikunda West Bengal.

পদের নাম – আয়া (1 টি) ৷


10) Unit/Station Name – Air Officer Commanding Air Force Hospital, Hasimara, West Bengal.

পদের নাম – MTS (2 টি), আয়া (4 টি) ৷


শিক্ষাগত যোগ্যতা :- 


MTS- মাধ্যমিক পাশ ৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিঞ্জতা থাকলে অগ্রাধিকার পাবেন ৷

Mees Staff- মাধ্যমিক পাশ ৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিঞ্জতা থাকলে অগ্রাধিকার পাবেন ৷

Ayah(আয়া)- মাধ্যমিক পাশ ৷ কোনো হাসপাতালে সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 বছরের অভিঞ্জতা থাকলে অগ্রাধিকার পাবেন ৷

Cook- মাধ্যমিক পাশ ৷ সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে 1 বছরের কাজের অভিঞ্জতা থাকলে অগ্রাধিকার পাবেন ৷

Store Keeper- যে কোনো শাখায় উচ্চমাধ্যমিক  পাশ ৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিঞ্জতা থাকলে অগ্রাধিকার পাবেন ৷

Hindi Typist- যে কোনো শাখায় উচ্চমাধ্যমিক  পাশ ৷ সঙ্গে কম্পিউটারে ইংরেজিতে প্রতি মিনিটে 35 টি শব্দ অথবা হিন্দিতে প্রতি মিনিটে 30 টি শব্দ তোলার গতি থাকলে অগ্রাধিকার পাবেন ৷

LDC- যে কোনো শাখায় উচ্চমাধ্যমিক  পাশ ৷ সঙ্গে কম্পিউটারে ইংরেজিতে প্রতি মিনিটে 35 টি শব্দ অথবা হিন্দিতে প্রতি মিনিটে 30 টি শব্দ তোলার গতি থাকলে অগ্রাধিকার পাবেন ৷

Steno Gde 2- যে কোনো শাখায় উচ্চমাধ্যমিক  পাশ ৷ সঙ্গে Dictation: 10 Mts @80 wpm, Transcription: 50 Mts (Eng), 65 Mts (Hindi) on Computer.

Supdt(Store)- যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন  পাশ ৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিঞ্জতা থাকলে অগ্রাধিকার পাবেন ৷


বয়সসীমা :- আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে ৷ সরকরি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর পার্থীরা বয়সে ছাড় পাবেন ৷


আবেদন পদ্ধতি :- অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ৷ আবেদনপত্র পূরণ করে সঙ্গে সমস্ত নথিপত্র সংযুক্ত করে নির্দিষ্ট ইউনিট/স্টেশনের ঠিকানায় পাঠাতে হবে ৷ যেই খামের মধ্যে আবেদন পত্র পাঠাবেন সেই খামের উপর লিখতে হবে – “Application for the post of………(যে পদের জন্য আবেদন করবেন তার নাম ) And Category………(UR/SC/ST/OBC etc.) এবং খামের উপর 10 টাকার স্ট্যাম্প লাগাবেন ৷


নিয়োগ পদ্ধতি :- লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে ৷ যেসব বিষয় গুলি থেকে প্রশ্ন আসবে সেগুলি হল- 

১) General Intelligence and Reasoning

২) numerical Aptitude

৩) General awareness

৪) General English

লিখিত পরীক্ষার প্রশ্নপত্র হবে- ইংরেজি এবং হিন্দি ভাষায় ৷ Application Form অফিসিয়াল বিজ্ঞপ্তির নিচে দেওয়া আছে।


Join Telegram

Join Facebook

Official  Notification

Click Here

Official  Website

Click Here

Application Form

Click Here

 

“ONLINE TATHYA” বিশ্বস্তচাকরির খবরের ওয়েব পোর্টাল। সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তাই প্রতিদিন নিত্যনতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top