মাধ্যমিক পাশে চাকরির খবর: ইন্ডিয়ান এয়ারফোর্সে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, গ্র্যাজুয়েশন পাশ সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় গ্রুপ-সি পদে 1524 টি শূন্যপদে কর্মী নিয়োগের বিঞ্জপ্তি প্রকাশিত হয়েছে ৷ এই পদের জন্য পশ্চিমবঙ্গের যে কনো জেলার বাসিন্দা আবেদন করতে পারবেন ৷ ইতিমধ্যে আবেদন পক্রিয়া শুরু হয়ে গিয়েছে ৷ Indian Air Force Group-C Recruitment 2021.
Indian Air Force এর মোট 6 টি ইউনিটে এই কর্মী নিয়োগ করা হবে ৷ এই পোষ্টে পশ্চিমবঙ্গের মধ্যে ইন্ডিয়ান এয়ার ফোর্সের বিভিন্ন ইউনিট/ স্টেশনে যেসব পদে কর্মী নিয়োগ করা হচ্ছে সেগুলি নিয়ে আলোচনা করা হল- আবেদনকারী যে ইউনিট/ স্টেশনের অধীনে আবেদন করবেন আবেদনকারীকে সংশ্লিষ্ট ইউনিট/ স্টেশনের ঠিকানায় পাঠাতে হবে ৷ এছাড়াও কনো পার্থী অন্য রাজ্যের অধীনে আবেদন করতে আগ্রহী হলে সম্পূর্ন বিঞ্জপ্তি ডাউনলোড করুন ৷
মোট শূন্যপদ :- 1524 টি ৷
বিঞ্জপ্তি প্রকাশের তারিখ :- 03/04/2021
আবেদনের শেষ তারিখ :- 02/05/2021
শূন্যপদের বিবরণ :-
1) Unit/Station Name – Sir Officer Commanding Air Force Station, Kalaikunda, West Bengal.
পদের নাম – লোয়ার ডিভিশন ক্লার্ক (1টি), সুপারিনটেনডেন্ট স্টোর (3টি), CMTD (2টি), মাল্টিটাস্কিং স্টাফ (5টি) ৷
2) Unit/Station Name – Station Commander Air Force Station, Barrackpore, West Bengal.
পদের নাম – কুক (3টি), CMTD (4টি), সাফাইওয়ালা ( 5টি), MTS (3টি), মেস স্টাফ (1টি), আয়া (2টি) ৷
3) ) Unit/Station Name – Air Officer Commanding Air Force Station, Hasimara, West Bengal.
পদের নাম – সুপারিটেনডেন্ট স্টোর (1টি), সাফাই ওয়ালা (3টি), MTS (1টি)৷
4) Unit/Station Name – Air Officer Commanding Air Force Station, Bagdogra, West Bengal.
পদের নাম – সুপারিটেনডেন্ট স্টোর (1টি), হিন্দি টাইপিস্ট (1টি), কুক (2টি), সাফাই ওয়ালা (3টি), লন্ড্রি ম্যান (1টি), MTS – 1টি ৷
5) Unit/Station Name – Station Commander, Signal Unit, Air Force, Salua, West Bengal.
পদের নাম – স্টেনো গ্রেড-2 (1টি), CMTD (2 টি), সাফাই ওয়ালা (2টি) ৷
6) Unit/Station Name – Station Commander, Air Force Station, Kurseong, West Bengal.
পদের নাম – MTS (2টি) ৷
7) Unit/Station Name – Adv Headquarter EAC Kolkata, West Bengal.
পদের নাম – স্টেনো গ্রেড-2 (1টি), সাফাই ওয়ালা (1 টি) ৷
8) Unit/Station Name – APM, Proost & Security Unit, Bagdogra, West Bengal.
পদের নাম – MTS (1 টি) ৷
9) Unit/Station Name – Air Officer Commanding Air Force Hospital,Kalaikunda West Bengal.
পদের নাম – আয়া (1 টি) ৷
10) Unit/Station Name – Air Officer Commanding Air Force Hospital, Hasimara, West Bengal.
পদের নাম – MTS (2 টি), আয়া (4 টি) ৷
শিক্ষাগত যোগ্যতা :-
MTS- মাধ্যমিক পাশ ৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিঞ্জতা থাকলে অগ্রাধিকার পাবেন ৷
Mees Staff- মাধ্যমিক পাশ ৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিঞ্জতা থাকলে অগ্রাধিকার পাবেন ৷
Ayah(আয়া)- মাধ্যমিক পাশ ৷ কোনো হাসপাতালে সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 বছরের অভিঞ্জতা থাকলে অগ্রাধিকার পাবেন ৷
Cook- মাধ্যমিক পাশ ৷ সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে 1 বছরের কাজের অভিঞ্জতা থাকলে অগ্রাধিকার পাবেন ৷
Store Keeper- যে কোনো শাখায় উচ্চমাধ্যমিক পাশ ৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিঞ্জতা থাকলে অগ্রাধিকার পাবেন ৷
Hindi Typist- যে কোনো শাখায় উচ্চমাধ্যমিক পাশ ৷ সঙ্গে কম্পিউটারে ইংরেজিতে প্রতি মিনিটে 35 টি শব্দ অথবা হিন্দিতে প্রতি মিনিটে 30 টি শব্দ তোলার গতি থাকলে অগ্রাধিকার পাবেন ৷
LDC- যে কোনো শাখায় উচ্চমাধ্যমিক পাশ ৷ সঙ্গে কম্পিউটারে ইংরেজিতে প্রতি মিনিটে 35 টি শব্দ অথবা হিন্দিতে প্রতি মিনিটে 30 টি শব্দ তোলার গতি থাকলে অগ্রাধিকার পাবেন ৷
Steno Gde 2- যে কোনো শাখায় উচ্চমাধ্যমিক পাশ ৷ সঙ্গে Dictation: 10 Mts @80 wpm, Transcription: 50 Mts (Eng), 65 Mts (Hindi) on Computer.
Supdt(Store)- যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাশ ৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিঞ্জতা থাকলে অগ্রাধিকার পাবেন ৷
বয়সসীমা :- আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে ৷ সরকরি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর পার্থীরা বয়সে ছাড় পাবেন ৷
আবেদন পদ্ধতি :- অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ৷ আবেদনপত্র পূরণ করে সঙ্গে সমস্ত নথিপত্র সংযুক্ত করে নির্দিষ্ট ইউনিট/স্টেশনের ঠিকানায় পাঠাতে হবে ৷ যেই খামের মধ্যে আবেদন পত্র পাঠাবেন সেই খামের উপর লিখতে হবে – “Application for the post of………(যে পদের জন্য আবেদন করবেন তার নাম ) And Category………(UR/SC/ST/OBC etc.) এবং খামের উপর 10 টাকার স্ট্যাম্প লাগাবেন ৷
নিয়োগ পদ্ধতি :- লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে ৷ যেসব বিষয় গুলি থেকে প্রশ্ন আসবে সেগুলি হল-
১) General Intelligence and Reasoning
২) numerical Aptitude
৩) General awareness
৪) General English
লিখিত পরীক্ষার প্রশ্নপত্র হবে- ইংরেজি এবং হিন্দি ভাষায় ৷ Application Form অফিসিয়াল বিজ্ঞপ্তির নিচে দেওয়া আছে।
Official Notification |
|
Official Website |
|
Application Form |
“ONLINE TATHYA” বিশ্বস্তচাকরির খবরের ওয়েব পোর্টাল। সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তাই প্রতিদিন নিত্যনতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন ৷