রাজ্যের বস্ত্র দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক পাশে রেশম বন্ধু পদে নিয়োগ করা হবে। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন ব্লক এলাকায় এই কর্মী নিয়োগ করা হবে। এই পদে আবেদন করার কি কি যোগ্যতা লাগবে বিস্তারিত নিচে দেওয়া হলো।
পদের নাম :- রেশমবন্ধু।
বিজ্ঞপ্তি নং :- ৯৯৪ (৬)/RKVY
আবেদন শুরুর তারিখ :- ০১/০২/২০২২
আবেদনের শেষ তারিখ :- ১৪/০২/২০২২
শিক্ষাগত যোগ্যতা :- আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিক হতে হবে।
বয়সসীমা :- আবেদনকারীর বয়স হতে হবে ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে। বয়স হিসাব করতে হবে ০১/০১/২০২২ অনুযায়ী।
বেতন :- রেশমবন্ধু পদের ক্ষেত্রে প্রার্থীদের প্রতিমাসে ৫০০০/- টাকা বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি :- যে সমস্ত প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক সেই সমস্ত প্রার্থীরা আবেদন পত্রটি নির্ভুলভাবে পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র পূরণ করে আবেদনপত্রটি স্পিড পোস্ট/ রেজিষ্টার পোস্ট বা কুরিয়ার পোস্টের মাধ্যমে আগামী ১/০২/২০২২ থেকে ১৪/০২/২২ এর মধ্যে ‘উপ অধিকর্তা রেশম শিল্প দপ্তর’ ১ নং রোড বহরমপুর, জেলা মুর্শিদাবাদ, পিন- ৭৪২১০১ এই ঠিকানায় জমা দিতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র :-
১) আবেদনকারীর আধার কার্ডের জেরক্স।
২) ভোটার কার্ডের জেরক্স।
৩) মাধ্যমিকের এডমিট কার্ড সহ মার্কশিট।
৪) জাতিগত শংসাপত্র (থাকলে)।
৫) আবেদনকারীর প্রশিক্ষণপ্রাপ্ত সার্টিফিকেট।
নির্বাচন পদ্ধতি :- আবেদনকারীর সম্পূর্ণ আবেদন পত্র যাচাই করে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচন করা হবে।
নিয়োগের স্থান :- মুর্শিদাবাদ জেলার নবগ্রাম, খড়গ্রাম এবং জলঙ্গি ব্লক এলাকায় রেশম বন্ধু পদে নিয়োগ করা হবে। আবেদনকারী যে এলাকার অধীনে আবেদন করবেন তাকে সংশিলিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।
Official Notification |
|
Official Website |
|
Online Apply |
“ONLINE TATHYA” বিশ্বস্ত চাকরির খবরের ওয়েব পোর্টাল।সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদেরওয়েবসাইটে প্রকাশকরা হয়। তাই প্রতিদিননিত্যনতুন চাকরিরখবরের আপডেট পেতে আমাদেরওয়েবসাইটে প্রতিদিনভিজিট করুন ৷