মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে ওয়েল ইন্ডিয়া লিমিটেডে কর্মী নিয়োগ | Oil India Recruitment 2021

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে চাকরির খবর: চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর ৷ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে অয়েল ইন্ডিয়া লিমিটেডে অনেকগুলি পদে গ্রুপ-সি কর্মী নিয়োগের বিঞ্জপ্তি প্রকাশ হয়েছে ৷ পশ্চিমবঙ্গের যেকনো জেলা থেকেই পার্থীরা আবেদন করতে পারবেন ৷ বিস্তারিত নিচে দেওয়া হল-

বিঞ্জপ্তি নম্বর :- HRAQ/REC-WP-B/2021-06 D

আবেদন শুরুর তারিখ :- 24/08/2021

আবেদনের শেষ তারিখ :- 23/09/2021


1) পদের নাম :- Electrician Trade

মোট শূণ্যপদ :- 38 টি ৷

শিক্ষাগত যোগ্যতা :- আবেদনকারীকে মাধ্যমিক পাশ সঙ্গে ইলেকট্রিশিয়ান ট্রেড সার্টিফিকেট থাকতে হবে ৷


2) পদের নাম :- Fitter Trade

মোট শূণ্যপদ :- 144 টি ৷

শিক্ষাগত যোগ্যতা :- আবেদনকারীকে মাধ্যমিক পাশ সঙ্গে ফিটার ট্রেড সার্টিফিকেট থাকতে হবে ৷


3) পদের নাম :- Mechanic Motor Vehicle Trade

মোট শূণ্যপদ :- 42 টি ৷

শিক্ষাগত যোগ্যতা :- আবেদনকারীকে মাধ্যমিক পাশ সঙ্গে মেকানিক মোটর ভেহিকেল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে ৷


4) পদের নাম :- Machinist Trade

মোট শূণ্যপদ :- 13 টি ৷

শিক্ষাগত যোগ্যতা :- আবেদনকারীকে মাধ্যমিক পাশ সঙ্গে মেকানিস্ট  ট্রেড সার্টিফিকেট থাকতে হবে ৷


5) পদের নাম :- Mechanic Diesel Trade

মোট শূণ্যপদ :- 97 টি ৷

শিক্ষাগত যোগ্যতা :- আবেদনকারীকে মাধ্যমিক পাশ হতে হবে ৷ সঙ্গে মেকানিক ডিজেল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে৷


6) পদের নাম :- Electronics Mechanic Trade

মোট শূণ্যপদ :- 40 টি ৷

শিক্ষাগত যোগ্যতা :- আবেদনকারীকে মাধ্যমিক পাশ হতে হবে ৷ সঙ্গে ইলেক্ট্রনিক্স মেকানিকে ট্রেড সার্টিফিকেট থাকতে হবে৷


7) পদের নাম :- Boiler Attendant

মোট শূণ্যপদ :- 8 টি ৷

শিক্ষাগত যোগ্যতা :- আবেদনকারীকে মাধ্যমিক পাশ সঙ্গে সেকেন্ড ক্লাস বয়লার এটেনডেন্ট ট্রেড সার্টিফিকেট থাকতে হবে ৷


8) পদের নাম :- Turner Trade

মোট শূণ্যপদ :- 4 টি ৷

শিক্ষাগত যোগ্যতা :- আবেদনকারীকে মাধ্যমিক পাশ সঙ্গে Turner এ ট্রেড সার্টিফিকেট থাকতে হবে ৷


9) পদের নাম :- Draughtsman Civil Trade

মোট শূণ্যপদ :- 8 টি ৷

শিক্ষাগত যোগ্যতা :- আবেদনকারীকে মাধ্যমিক পাশ সঙ্গে Draughtsman Civil এ ট্রেড সার্টিফিকেট থাকতে হবে ৷


10) পদের নাম :- Instrument Mechanic Trade

মোট শূণ্যপদ :- 81 টি ৷

শিক্ষাগত যোগ্যতা :- আবেদনকারীকে মাধ্যমিক পাশ সঙ্গে ইন্সট্রুমেন্ট মেকানিকে  ট্রেড সার্টিফিকেট থাকতে হবে ৷


11) পদের নাম :- (পর্দার্থবিদ্যা, রসায়নবিদ্যা এবং অংক) Trade

মোট শূণ্যপদ :- 44 টি ৷

শিক্ষাগত যোগ্যতা :- আবেদনকারীকে পর্দার্থবিদ্যা, রসায়নবিদ্যা এবং অংক নিয়ে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে ৷


12) পদের নাম :- Surveyor Trade

মোট শূণ্যপদ :- 5 টি ৷

শিক্ষাগত যোগ্যতা :- আবেদনকারীকে মাধ্যমিক পাশ হতে হবে ৷ সঙ্গে ইলেক্ট্রনিক্স মেকানিকে ট্রেড সার্টিফিকেট থাকতে হবে৷


13) পদের নাম :- Welder Trade

মোট শূণ্যপদ :- 6 টি ৷

শিক্ষাগত যোগ্যতা :- আবেদনকারীকে মাধ্যমিক পাশ হতে হবে ৷ সঙ্গে ওয়েল্ডার ট্রেড সার্টিফিকেট থাকতে হবে৷


14) পদের নাম :- IT Trade

মোট শূণ্যপদ :- 5 টি ৷

শিক্ষাগত যোগ্যতা :- আবেদনকারীকে মাধ্যমিক পাশ হতে হবে ৷ সঙ্গে IT &ESM/ICT/IT ট্রেড সার্টিফিকেট থাকতে হবে৷


বয়সসীমা :- প্রতিটি পদের ক্ষেত্রে পার্থীর বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে ৷  23/09/2021 বয়স হিসাব করতে হবে ৷ সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির পার্থীরা সর্বোচ্চ বয়সসীময় ছাড় পাবেন ৷


বেতন :- প্রতিটি পদের ক্ষেত্রে বেতন দেওয়া হবে 26,600/- থেকে 90,000 টাকা পর্যন্ত৷


আবেদন পদ্ধতি :- আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে www.oil-india.com এই ওয়েবসাইটের মাধ্যমে ৷ আবেদনের শেষ তারিখ 23/09/2021 পর্যন্ত ৷


আবেদন ফি :- জেনারেল/ওবিসি পার্থীদের আবেদন ফি 200 টাকা ৷ অনান্য পার্থীদের আবেদন ফি লাগবেনা ৷


Join Telegram

Join Facebook

Official Notification

Click Here

Official  Website

Click Here

Online  Apply

Click Here

ONLINE TATHYAবিশ্বস্ত চাকরির খবরের ওয়েবপোর্টাল।সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।তাই প্রতিদিন নিত্যনতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন ৷

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top