মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে চাকরির খবর, মিলিটারি স্কুলে ক্লার্ক ও পিওন নিয়োগ
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে চাকরির খবর: চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর ৷ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে কেন্দ্রীয় সরকারের মিলিটারি স্কুলে অনেকগুলি পদে গ্রুপ-সি কর্মী নিয়োগের বিঞ্জপ্তি প্রকাশ হয়েছে ৷ rastriya-military-school-ldc-peon-mts-recruitment-2021
বিস্তারিত নিচে দেওয়া হল-
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে চাকরির খবর:
পদের নাম, শূণ্যপদ, যোগ্যতা
1) লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC)
মোট শূণ্যপদ :- 3 টি ৷
শিক্ষাগত যোগ্যতা :- আবেদনকারীকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে ৷ সঙ্গে কম্পিউটারের ইংরেজিতে টাইপিং স্পিড হতে হবে মিনিটে 35 টি শব্দ ৷
2) ল্যাব এটেনডেন্ট
মোট শূণ্যপদ :- 1 টি ৷
শিক্ষাগত যোগ্যতা :- আবেদনকারীকে মাধ্যমিক পাশ হতে হবে ৷ সঙ্গে ল্যাব এটেনডেন্ট পদের কাজের ধারনা থাকতে হবে ৷
3) MTS পিওন
মোট শূণ্যপদ :- 2 টি ৷
শিক্ষাগত যোগ্যতা :- আবেদনকারীকে মাধ্যমিক পাশ হতে হবে ৷ সঙ্গে পিওন কাজের ধারনা থাকতে হবে ৷
আরও পড়ুন :- Indigo Company New Job Vacancy 2021
4) MTS মালি
মোট শূণ্যপদ :- 1 টি ৷
শিক্ষাগত যোগ্যতা :- আবেদনকারীকে মাধ্যমিক পাশ হতে হবে ৷ সঙ্গে মালির কাজের ধারনা থাকতে হবে৷
5) MTS ওয়াচম্যান
মোট শূণ্যপদ :- 3 টি ৷
শিক্ষাগত যোগ্যতা :- আবেদনকারীকে মাধ্যমিক পাশ হতে হবে ৷ সঙ্গে ওয়াচম্যান কাজের ধারনা থাকতে হবে৷
6) MTS সাফাইওয়ালা
মোট শূণ্যপদ :- 4 টি ৷
শিক্ষাগত যোগ্যতা :- আবেদনকারীকে মাধ্যমিক পাশ হতে হবে ৷ সঙ্গে সাফাইওয়ালা কাজের ধারনা থাকতে হবে৷
7) ওয়াসারম্যান
মোট শূণ্যপদ :- 1 টি
শিক্ষাগত যোগ্যতা :- আবেদনকারীকে মাধ্যমিক পাশ হতে হবে ৷ সঙ্গে ওয়াসারম্যান কাজের ধারনা থাকতে হবে৷
8) টেবিল ওয়েটার
মোট শূণ্যপদ :- 1 টি
শিক্ষাগত যোগ্যতা :- আবেদনকারীকে মাধ্যমিক পাশ হতে হবে ৷ সঙ্গে ওয়েটার কাজের ধারনা থাকতে হবে৷
আরও পড়ুন :- Best Top 10 Latest Private Company Jobs In Kolkata 2021
বয়সসীমা :- প্রতিটি পদের ক্ষেত্রে পার্থীর বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে ৷ শুধুমাত্র ল্যাব এটেনডেন্ট পদের ক্ষেত্রে পার্থীরমবয়স হতে 18 থেকে 27 বছরের মধ্যে ৷ সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির পার্থীরা সর্বোচ্চ বয়সসীমায় ছাড় পাবেন ৷
বেতন :- প্রতিটি পদের ক্ষেত্রে বেতন দেওয়া হবে 18,000/- থেকে 56,900 টাকা পর্যন্ত, পে লেভেল 1 অনুযায়ী ৷ শুধুমাত্র লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC) পদের ক্ষেত্রে বেতন দেওয়া হবে 19,900/- থেকে 63,200 টাকা পর্যন্ত, পে লেভেল 2 অনুযায়ী ৷
নিয়োগ পদ্ধতি :- নিয়োগ করা হবে অবজেক্টিভ মাল্টিপিল চয়েস টাইপের লিখিত পরীক্ষার মাধ্যমে ৷ মোট চারটি পেপার পরীক্ষা হবে 150 নম্বরের সময়সীমা 2 ঘন্টা ৷ প্রশ্নপত্র ইংরেজি এবং হিন্দি ভাষায় থাকবে ৷ নিচে পরীক্ষার সিলেবাস দেওয়া হল ৷
আবেদন পদ্ধতি :- আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে ৷ আবেদন পত্র পূরণ করে সঙ্গে সমস্ত নথিপত্রের জেরক্স কপি সেল্ফ অ্যাটেস্টড করে আবেদন পত্রের সঙ্গে সংযুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে ৷ আবেদন পত্রের সাথে শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র থাকলে অবশ্যই সংযুক্ত করতে হবে ৷
আবেদন ফি :- 50 টাকা আবেদন ফি জমা দিতে হবে ৷ আবেদন ফি জমা দেওয়া যাবে ইন্ডিয়ান পোস্টল অর্ডার (IPO) মাধ্যমে ৷ পোস্টাল অর্ডার করতে হবে in favour Of The Principal Rashtriya Military School, Bengaluru, Bengaluru- 560025. কনোরূপ আবেদন ফি জমা দিতে হবে না SC/ST/OBC/PH শ্রেণিভূক্ত পার্থীদের ৷
আবেদন পত্র পাঠানোর ঠিকানা :- The Principal, Rashtriya Military School Bengaluru, Bengaluru-560025, আবেদন পত্র 4/03/2021 এর মধ্যে পৌঁছতে হবে ৷ আবেদন পত্র পাঠাতে হবে রেজিস্টার্ড পোস্ট অথবা স্পিড পোস্টের মাধ্যমে ৷
আবেদনপত্র অফিসিয়াল বিঞ্জপ্তির নিচে আছে ৷
অফিসিয়াল ওয়েবসাইট :- Click Here
অফিসিয়াল বিঞ্জপ্তি :- Click Here
আবেদনপত্র ডাউনলোড করুন :- Click Here
সমস্ত আপডেট পেতে এখনই আমাদের টেলিগ্রাম চ্যানেল এ Join হন ।
“ONLINE TATHYA” বিশ্বস্ত চাকরির খবরের ওয়েব পোর্টাল। সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তাই প্রতিদিন নিত্যনতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন ৷