Online Tathya: Best Digital Marketing Training Agency & Institute in Kolkata, West Bengal

ভারতীয় ডাক বিভাগে কর্মী নিয়োগ | Gramin Dak Sevak Recruitment 2021

পোস্ট অফিসে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে

চাকরি প্রার্থীদের জন্য আবারো একটি সুখবর। মাধ্যমিক পাশে ডাক বিভাগে চাকরি করার একটি সুযোগ আপনাদের কাছে চলে এসেছে। ভারতবর্ষের যেকোনো জায়গা থেকে আবেদন করতে পারেন। ছেলে মেয়ে উভয়েই আবেদন করতে পারেন। কতগুলি ভ্যাকেন্সি থাকছে, বয়স সীমা কত, কোন ক্যাটাগরির কতগুলি শীট থাকবে, কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে সেই সব কিছু নিয়ে আলোচনা করা হলো


বিজ্ঞপ্তি নম্বর :- MSE/B9-2/XV/2021

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ :- 05/05/2021

আবেদন করার শেষ তারিখ :- 26/05/2021


পদের নাম :- Stuff Car Driver (Ordinary Grade)

মোট শূন্যপদ :- 25 টি (UR-11, SC-04, ST-0, OBC-7, EWS-03)

শিক্ষাগত যোগ্যতা :- প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে। এছাড়া আবেদনকারীকে অবশ্যই 3 বছরের অধিক হালকা এবং ভারী গাড়ি চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। Motor Mechanism বা ইঞ্জিন এবং গাড়ির অন্যান্য যন্ত্রপাতি  সম্পর্কে দক্ষতা থাকতে হবে। স্কিল টেস্ট এর মাধ্যমে আবেদনকারীকে গাড়ির ছোটখাটো ত্রুটি খুঁজে বার করতে হবে ।


বয়সসীমা :- প্রার্থীকে অবশ্যই 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। (সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত সরকারি নিয়ম অনুযায়ী ছাড়পত্র পাওয়া যেতে পারে)। OBC ক্যাটেগরির আবেদনকারীরা বয়সসীমার ক্ষেত্রে আরো তিন বছর এবং SC/ST প্রার্থীরা বয়সসীমার ক্ষেত্রে 35 বছর ছাড় পাবেন।

বেতন :- প্রতি মাসে 19,990/- থেকে 63,200/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। এছাড়াও বিভিন্ন allowance পাওয়া যাবে।


আবেদন মূল্য :- 100 টাকা। (SC/ST এবং মহিলাদের জন্য কোন আবেদন মূল্য লাগবে না।


অভিজ্ঞতার প্রয়োজন হবে :- কমপক্ষে তিন বছরের অধিক হালকা এবং ভারী গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। সার্টিফিকেট বা লাইসেন্সে অবশ্যই LMV & HMV অথবা HPV শব্দটি থাকতে হবে তবেই লাইসেন্সটি গ্রহণযোগ্য।


নিয়োগ পদ্ধতি :- Stuff Car Driver পদে নিয়োগের ক্ষেত্রে সমস্ত ডকুমেন্টস জমা দেওয়ার পর সমস্ত ডকুমেন্ট ম্যাচ করলে, তারপরে আপনার হালকা এবং ভারী কার ড্রাইভিং টেস্ট নেওয়া হবে।


বিশেষ দ্রষ্টব্য :- এই ড্রাইভিং টেস্ট বা স্কিল টেস্ট এর তারিখ পরবর্তীকালে যে সমস্ত প্রার্থীরা কোয়ালিফাই করবে তাদেরকে জানিয়ে দেওয়া হবে।


আবেদনকারীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ : – 

1) আবেদনকারীকে ইংরেজি, তামিল অথবা হিন্দি ভাষায় সম্পূর্ণভাবে প্লেন পেপারে নিম্নলিখিত ফর্ম এর ধরন অনুযায়ী অ্যাপ্লিকেশন ফর্ম ফিলাপ করতে হবে।

2) এসসি এসটি এবং মহিলা প্রার্থীরা ছাড়া অন্য কোন ক্যাটাগরির প্রার্থীরা যদি আবেদন মূল্য প্রদান না করেন তাহলে তাদের আবেদনপত্র বাতিল বলে গণ্য করা হবে।

3) এপ্লিকেশন ফর্মে সাইন করা না থাকলে অথবা অসম্পূর্ণ থাকলে অথবা ভুল হয়ে থাকলে অ্যাপ্লিকেশন ফর্ম রিজেক্ট করা হবে।

4) এপ্লিকেশন ফর্মে অতিরিক্ত কোন কিছু লিখলে বা কোন অপ্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত করলে অ্যাপ্লিকেশন ফর্ম বাতিল করা হবে।

5) অ্যাপ্লিকেশন ফর্ম শুধুমাত্র স্পিড পোস্ট এর মাধ্যমে পাঠাতে হবে অন্যান্য মাধ্যমে পাঠালে অ্যাপ্লিকেশন ফর্ম রিজেক্ট করা হবে।


যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন হবে :- সেল্ফ অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজ ফটো ড্রাইভিং সার্টিফিকেট এর জেরক্স অথবা ড্রাইভিং লাইসেন্স এর জেরক্স (HMV/LMV), এছাড়াও অন্যান্য যদি কোন ড্রাইভিং লাইসেন্স থাকে বা RTO এর তরফ থেকে কোনো এক্সট্রেক্ট কপি থাকে সেটিকে সংযুক্ত করতে হবে ।মাধ্যমিক পাস সার্টিফিকেট এবং এডমিট কার্ড এর জেরক্স, ড্রাইভিং এক্সপেরিয়েন্স সার্টিফিকেট।


আবেদন পত্র পাঠানোর ঠিকানা :- The Senior Manager, Mail Motor Service, No 37 (Old No. 16/1) Greams Road, Chennai 600006 (before 26/05/2021)

Join Telegram

Join Facebook

Official  Notification

Click Here

Official  Website

Click Here

Online  Apply

Click Here

ONLINE TATHYAবিশ্বস্তচাকরির খবরের ওয়েব পোর্টাল। সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তাই প্রতিদিন নিত্যনতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top