ব্যাংকে চাকরির খবর: ব্যাঙ্ক অফ বরোদা তরফ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই পদের জন্য ভারতীয় হলেই আবেদন করতে পারবেন। অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো পুরুষ ও মহিলা প্রার্থী আবেদন করতে পারবেন। বিস্তারিত নীচে দেওয়া হল-
আবেদন শুরুর তারিখ :- 09/04/2021
আবেদনের শেষ তারিখ :- 29/04/2021
মোট শূন্যপদ :- 511 টি ।
পদের নাম |
শূন্যপদ |
সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার |
407 টি |
ই–ওয়েলথ রিলেশনশিপ ম্যানেজার |
50 টি |
টেরিটোরি হেড |
44 টি |
গ্রুপ হেড |
06 টি |
প্রোডাক্ট হেড |
01 টি |
হেড |
01 টি |
ডিজিট্যাল সেলস ম্যানেজার |
01 টি |
আইটি ফাংশনাল অ্যানালিস্ট |
01 টি |
শিক্ষাগত যোগ্যতা :- প্রার্থীকে গ্র্যাজুয়েট পাস করতে হবে। সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি পড়ুন।
বয়সের সীমা :- বিভিন্ন পদ অনুযায়ী আলাদা আলাদা বয়স লাগছে। সর্বনিম্ন ২৬ থেকে সর্বোচ্চ ৪০ বছর। বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি পড়ুন।
আবেদনের ফি :- জেনারেল প্রার্থীদের 600/- টাকা। এসসি/এসটি/মহিলা প্রার্থীদের 100/- টাকা। আবেদনকারীদের নেট ব্যাঙ্কিং/ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা জমা দিতে হবে।
আবেদনের পদ্ধতি :- আবেদনকারীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।আবেদনকারীর ই-মেইল আইডি এবং মোবাইল নম্বর থাকতে হবে।
Official Notification |
|
Official Website |
|
Online Apply |
“ONLINE TATHYA” বিশ্বস্তচাকরির খবরের ওয়েব পোর্টাল। সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তাই প্রতিদিন নিত্যনতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন ৷