নমস্কার বন্ধুরা আজ তোমাদের একটি প্রশিক্ষণ এর ব্যাপারে জানাবো। প্রশিক্ষণটি যদি তোমরা করো তাহলে প্রশিক্ষণ শেষে একটি সার্টিফিকেট এবং পশ্চিমবঙ্গের মধ্যে বিভিন্ন নামিদামি কোম্পানিতে 100% Job পাবেন।
বিশেষত আজকের এই পোস্টে জানতে পারবে। প্রশিক্ষণ তোমরা কিভাবে করতে পারবে, প্রশিক্ষণ বা ট্রেনিং এ কি কি শেখানো হবে এবং প্রশিক্ষণ শেষে কোন কোন কোম্পানিতে চাকরি পাবে তাই তোমরা যারা বেকার আছো কোনও ভাবেই Job পাচ্ছ না তাহলে অবশ্যই গুরুত্ব সহকারে এই পোস্টটি শেষ পর্যন্ত পড়ুন। Anudip Foundation Job guarantee Online Training
এই ট্রেনিং টি তোমাদের প্রোভাইড করবে অনুদ্বীপ ফাউন্ডেশন এখন তোমাদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে।
Anudip ফাউন্ডেশন কি ?
অনুদ্বীপ ফাউন্ডেশন হলো একটি non-profit অর্গানাইজেশন। যেটি সেন্ট্রাল গভর্মেন্ট এর অধীনে কাজ করে। অনুদ্বীপের প্রধান লক্ষ্য হল পিছিয়ে পড়া দারিদ্র্য যুবক ও মহিলাদের প্রশিক্ষণের মাধ্যমে চাকরির পথ দেখানো