পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর। পশ্চিমবঙ্গের ব্লক অফিসের তরফ থেকে মিড ডে মিল প্রকল্পে গ্রুপ-সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গ্রাজুয়েট পাস হয়ে থাকলেই আবেদন করতে পারবেন। এই পদের ক্ষেত্রে পুরুষ ও মহিলা উভয়েই আবেদন যোগ্য। যে সকলপার্থীরা ব্লক অফিসে কাজকরতে আগ্রহীতাদের জন্যরইল সম্পূর্নআবেদন পক্রিয়া৷
পদের নাম :- ডাটা এন্ট্রি অপারেটর। (গ্রুপ-সি)
শিক্ষাগত যোগ্যতা :- গ্রাজুয়েট পাস।
আবশ্যিক যোগ্যতা :- আবেদনকারীর অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ এর সার্টিফিকেট থাকতে হবে৷
বয়সসীমা :- আবেদনকারীর 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে ৷ 01/09/2020 তারিখ অনুযায়ী। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
বেতন :- প্রতিমাসে ১১,০০০/- টাকা করে বেতন দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি :- মোট তিনটি ধাপে প্রার্থী বাছাই করা হবে ৫০ নম্বরের লিখিত পরীক্ষা, ৩৫ নম্বরের কম্পিউটার টেস্ট এবং শেষে ১৫ নম্বরের মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
আবেদন পদ্ধতি :- আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। নির্দিষ্ট আবেদন পত্র প্রিন্টআউট করে সম্পূর্ণ ফিলাপ করে সঙ্গে প্রয়োজনীয় নথি পত্র সংযুক্ত করে একটি মুখবন্ধ খামে BDO অফিসের ড্রপ বক্সে সরাসরি জমা দিতে হবে। মুখ বন্ধ খামের উপর লিখতে হবে “APPLICATION FOR THE POST OF DEO (CADMP)” অবশ্যই লিখে দিতে হবে। জমা দিতে হবে 22 থেকে 24 সেপ্টেম্বর সকাল ১১ টা থেকে বিকাল ৫ টার মধ্যে।
প্রয়োজনীয় নথিপত্র :-
১) আধার/ ভোটার/ রেশন কার্ড,
২) শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র,
3) বয়সের শংসাপত্র,
4) কম্পিউটার ট্রেনিং এর সার্টিফিকেট,
5) ৩ কপি পাসপোর্ট সাইজও ছবি,
আবেদন পত্র পাঠানোর ঠিকানা :- To Block Development Officer, Purbasthali-I Development Block, Srirampur, Purba Bardhaman.
Official Notification |
|
Official Website |
|
Application Form |
“ONLINETATHYA“বিশ্বস্ত চাকরির খবরের ওয়েবপোর্টাল।সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।তাই প্রতিদিন নিত্যনতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন৷