চাকরি পার্থীদের জন্য সুখবর ভারতীয় বনবিভাগে উচ্চমাধমিক পাশে ক্লার্ক নিয়োগের বিঞ্জপ্তি প্রকাশিত হল ৷ যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে পুরুষ ও মহিলা উভয়েই আবেদন করতে পারবেন। নিয়োগ করছে Rain Forest Research institute অফলাইনের এর মাধ্যমে পার্থীরা আবেদন করতে পারবেন। বিস্তারীত সমস্ত কিছু নিচে দেওয়া হলো-
বিঞ্জপ্তি প্রকাশের তারিখ :- 10/08/2021
বিঞ্জপ্তি নম্বর :- RFRI/3/213/2015-Estt./Vol.XI
আবেদন শুরুর তারিখ :- 10/08/2021
আবেদনের শেষ তারিখ :- 30/09/2021
1) পদের নাম :- লোয়ার ডিভিশন ক্লার্ক ৷
পোস্ট কোড :- LDC
শূন্যপদ :- 1 টি।
শিক্ষাগত যোগ্যতা :- আবেদনকারীকে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। সাথে ইংরেজীতে টাইপিং স্পিড 30 WPM এবং হিন্দিতে 25 WPM টাইপিং স্পিড হতে হবে। বিস্তারিত অফিসিয়াল বিঞ্জপ্তি দেখলে জানতে পারবেন ৷
বয়সসীমা :- আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।
বেতন :- এই পদের ক্ষেত্রে Rs. 19,900/- থেকে 63,200/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। পে লেভেল 2 অনুযায়ী এই বেতন দেওয়া হবে ৷
2) পদের নাম :- ট্যেকনিক্যাল অ্যাসিসট্যান্ট ৷
পোস্ট কোড :- TA-(BT)
শূন্যপদ :- 1 টি।
শিক্ষাগত যোগ্যতা :– বিঞ্জান বিভাগ নিয়ে গ্রাজুয়েট পাশ করতে হবে। অথবা 3 বছরের ইন্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লমা থাকতে হবে ৷ বিস্তারিত অফিসিয়াল বিঞ্জপ্তি দেখলে জানতে পারবেন ৷
বয়সসীমা :- আবেদনকারীর বয়স হতে হবে 21 থেকে 30 বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।
বেতন :- এই পদের ক্ষেত্রে Rs. 29,200/- থেকে 92,300/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। পে লেভেল 5 অনুযায়ী এই বেতন দেওয়া হবে ৷
আবেদন পদ্ধতি :- আবেদনকারীকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন পত্র সহ সমস্ত্র প্রয়োজনীয় নথীপত্র সহ the Director,Rain Forest Research Institute,P. Box. No. 126,Jorhat-785001, Assam এই ঠিকানায় পাঠাতে হবে ৷ 30/09/2021 তারিখের মধ্যে।
প্রয়োজনীয় নথীপত্র :-
1) বয়সের প্রমাণপত্র
2) পরীক্ষার সংস্থাপত্র
3) বয়সের প্রমাণপত্র
নিয়োগ পদ্ধতি :- লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে ৷
আবেদন ফি :- অনলাইনে আবেদন করার সময় আবেদন ফি বাবদ জমা দিতে হবে –
General/OBC প্রার্থীদের ক্ষেত্রে RS. 300/- টাকা ।
SC/ST/PWD/Female প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফী লাগবে না।
Official Notification |
|
Official Website |
|
New Job update 2021 |
“ONLINETATHYA”বিশ্বস্ত চাকরির খবরের ওয়েবপোর্টাল।সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।তাই প্রতিদিন নিত্যনতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন ৷