Food Safety and Standards Authority of India তে মোট ৩৭ টি শূন্যপদে ম্যানেজার ও ডিরেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা ও কতো বয়সের প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন, তা জানিয়ে দেওয়া হয়েছে। কবে থেকে কবের মধ্যে আবেদন করা যাবে, তাও বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে। বিস্তারিত নীচে দেওয়া হল-
`
মোট শূন্যপদ :- 37 টি
পদের নাম :-
1) জয়েন্ট ডিরেক্টর :- 12 টি৷
শিক্ষাগত যোগ্যতা :- যে কোনও শাখায় ব্যাচেলর ডিগ্রি। এবং 12 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
2) সিনিয়র ডিরেক্টর :- 1 টি ৷
শিক্ষাগত যোগ্যতা :- জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন বা পাবলিক রিলেশনে পূর্ণ সময়ের পোস্ট গ্র্যাজুয়েট বা ডিপ্লোমা সহ 10 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
3) সিনিয়র ম্যানেজার (ITI) :- 1 টি ৷
শিক্ষাগত যোগ্যতা :- কম্পিউটার সায়েন্স বা অন্য কোনও সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনে বিটেক বা এমটেক অথবা এমসিএ। দশ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
4) ডেপুটি ডিরেক্টর :- 17 টি ৷
শিক্ষাগত যোগ্যতা :- ব্যাচেলর ডিগ্রির সঙ্গে 10 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।(টেকনিক্যাল/ কেমিস্ট্রি/ বায়েকেমিস্ট্রি/ ফুড টেকনোলজি/ ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি/ ফুড অ্যান্ড নিউট্রেশন/ এডিবল অয়েল টেকনোলজি/ মাইক্রোবায়োলজি/ ডেয়ারি টেকনোলজি/ এগ্রিকালচার/ হর্টিকালচারাল সায়েন্স/ অ্যাডমিন/ ফিনান্স)
5) ম্যানেজার :- 6 টি ৷
শিক্ষাগত যোগ্যতা :- জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন বা পাবলিক রিলেশনে পূর্ণ সময়ের পোস্ট গ্র্যাজুয়েট বা ডিপ্লোমা সহ 8 বছরের কাজের অভিজ্ঞতা।
বয়সসীমা :- জয়েন্ট ও সিনিয়র ম্যানেজার পদে বয়সের উর্ধ্বসীমা 50 বছর। অনান্য পদের ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমা 40 বছর পর্যন্ত ৷ 15/05/2021 এর মধ্যে বয়স সম্পূর্ণ হতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী সর্বোচ্চ বয়সে ছাড় পাাবেন।
প্রার্থী বাছাই পদ্ধতি :- লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ-এর মাধ্যমে নিয়োগ করা হবে ৷
আবেদনের পদ্ধতি :- আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে www.fssai.gov.in ওয়েবসাটে গিয়ে। আবেদনকারীদের বৈধ ই-মেইল আইডি ও মোবাইল নম্বর থাকবে হবে। আবেদনের শেষ তারিখ 15 মে 2021 পর্যন্ত ৷
5ই জুন থেকে পরীক্ষার জন্য অনলাইন ই-অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে ৷ পরীক্ষার সম্ভাব্য তারিখ 20 জুন 2021।
Official Notification |
|
Official Website |
|
Online Apply |
“ONLINE TATHYA” বিশ্বস্তচাকরির খবরের ওয়েব পোর্টাল। সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তাই প্রতিদিন নিত্যনতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন ৷