প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে কর্মী নিয়োগ হচ্ছে, আবেদন পদ্ধতি জেনে নিন ৷
WB Govt Job: পশ্চিমবঙ্গ লোকসেবা আয়োগের (WBPSC) তরফে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে (ANIMAL RESOURCES DEVELOPMENT, WB)। যেকোন ভারতীয় নাগরিক এই পদগুলিতে আবেদন করতে পারবেন। অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকনো জেলার বাসিন্দা আবেদন করতে পারবেন ৷ আবেদনকারীকে অবশ্যই বাংলা ভাষা পড়তে, লিখতে এবং বলতে জানতে হবে।
বিজ্ঞপ্তি নং :- 22/ 2020
বিঞ্জপ্তি প্রকাশের তারিখ :- 11/01/2021
আবেদনের শেষ তারিখ :- 1/02/2021
মোট শূন্যপদ :- 12 টি
পদের নাম :- অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, অ্যানিমেল রিসোর্সেস ডেভলপমেন্ট (Fodder).
শিক্ষাগত যোগ্যতা :- এগ্রিকালচার বা ভেটেরিনারি সায়েন্স/ এনিমেল হাজবেন্ড্রী বিষয়ে ডিগ্রী কোর্স পাশ করতে হবে। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। এবং এগ্রিকালচার বা ভেটেরিনারি সায়েন্স বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি পাশ করে থাকলে অগ্রাধিকার পাবেন।
বয়সসীমা :- পার্থীর বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে৷ বয়স হিসাব করবেন 1 জানুয়ারি, 2020 তারিখের হিসাবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী সর্বোচ্চ বয়স সীমায় ছাড় পাবেন।
আবেদন পদ্ধতি :- আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে। আবেদন করতে হবে www.wbpsc.gov.in ওয়েবসাইটে গিয়ে। অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী 1 ফেব্রুয়ারি 2021 তারিখ পর্যন্ত।
বেতন :- 56,100/- থেকে 1,44,300/- টাকা। পে লেভেল 16 অনুযায়ী মূল বেতন ৷
আবেদন ফি :- GEN, OBC প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি জমা দিতে হবে 210/- টাকা। পশ্চিমবঙ্গের SC/ ST এবং 40 শতাংশের বেশি শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থীদের আবেদন ফি জমা দিতে হবে না।
সমস্ত আপডেট পেতে এখনই আমাদের টেলিগ্রাম চ্যানেল এ Join হন ।
“ONLINE TATHYA” বিশ্বস্ত চাকরির খবরের ওয়েব পোর্টাল। সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তাই প্রতিদিন নিত্যনতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন ৷