প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা আবেদন পদ্ধতি স্টেপ বাই স্টেপ | Pradhan Mantri Shram Yogi Maandhan Yojana 2021
প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা কি ?
গরিব ও মধ্যবিত্তের জন্য সুখবর অসংগঠিত শ্রমিকদের জন্য ভারত সরকার নতুন একটি পেনশন প্রকল্প চালু করেছে৷ যেটি হল প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা এটি একটি পেনশন যোজনা যেখানে ভারতবর্ষের যেকোনো নাগরিক এই যোজনা তে অংশগ্রহণ করতে পারবেন এই যোজনায় যদি আপনি নাম নথিভুক্ত করেন তাহলে 60 বছর বয়সের পর আপনি প্রত্যেক মাসে 3000 টাকা করে পেনশন পাবে ৷
প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনার আবেদনের শর্ত
1.আপনাকে একজন দিনমজুর হতে হবে ৷
2. কোনো সরকারি প্রতিষ্ঠানে কাজ করলে এই যোজনা তে অংশগ্রহণ করতে পারবেন না ৷
3.আপনার বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে ৷
4.আপনার মাসিক ইনকাম 15,000 এর মধ্যে হতে হবে ৷
প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনায় আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগবে:-
√ আধার কার্ড
√ পাসপোর্ট সাইজ ফটো
√ জন ধন ব্যাংক একাউন্ট অথবা সেভিংস ব্যাংক একাউন্ট
প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা কিভাবে কাজ করে :-
আবেদনকারীকে 60 বছর বয়স পর্যন্ত প্রতিমাসে 55 টাকা থেকে 200 টাকার মধ্যে একটি নির্দিষ্ট অ্যামাউন্ট ব্যাংকে জমা করতে হয় ( টাকার অ্যামাউন্ট ধার্য হবে আপনার বয়স হিসেবে)
আপনি যে টাকাটা জমা করবেন সেই পরিমাণ টাকা আপনার হয়ে কেন্দ্র সরকার ও জমা করবে।
অর্থাৎ আপনি প্রতিমাসে 70 টাকা জমা করলে এই যোজনায় কেন্দ্র সরকার আপনার হয়ে আরো 70 টাকা জমা করবে ৷ তার মানে 70 +70=140 টাকা জমা হবে ৷
আরও পড়ুন : ডিজিটাল কালার ভোটার কার্ড এর জন্য অনলাইন আবেদন করুন
*এইভাবে জমা হবে আপনার প্রতি মাসে টাকা তারপর আপনার যখন 60 বছর বয়স পূর্ণ হবে তখন আপনি প্রতিমাসে 3000/- টাকা করে পেনশন হিসেবে পেতে থাকবেন ৷
আবেদন আপনি নিজেও করতে পারবেন এবং CSC সেন্টারে গিয়েও করতে পারবেন ৷
আবেদন করার জন্য :- ক্লিক করুন
“ONLINE TATHYA” বিশ্বস্তচাকরির খবরের ওয়েব পোর্টাল। সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তাই প্রতিদিন নিত্যনতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন ৷