পশ্চিমবঙ্গে জানুয়ারি মাসের চাকরির খবর এইট পাশ থেকে গ্র্যাজুয়েট পাশ: West Bengal January Month Jobs News
পশ্চিমবঙ্গে জানুয়ারি মাসের শুরুতে এইট পাশ থেকে গ্র্যাজুয়েট পাশে যে সমস্ত চাকরির ফর্ম ফিলাপ চলছে একনজরে জেনে নিন ৷
1) রাজ্যে অষ্টম শ্রেণি পাশে গ্রুপ-ডি পদে 135 টি শূন্যপদে স্থায়ী কর্মী নিয়োগের বিঞ্জপ্তি প্রকাশ করা হয়েছে ৷ পশ্চিমবঙ্গের পুরুষ ও মহিলা উভয় পার্থীরা আবেদন করতে পারবেন ৷ শুধুমাত্র ইন্টারভিউ-এর মাধ্যমে নিয়োগ করা হবে ৷ নিয়োগ করছে দুর্গাপুর নগর নিগম সিটি সেন্টার, দূর্গাপুর-১৬ ৷ আবেদন করতে কনো আবেদন ফি লাগবে না ৷
বিঞ্জপ্তি প্রকাশের তারিখ :- 29/12/2020
বিঞ্জপ্তি নম্বর :- DINC/G/1561
আবেদনের শেষ তারিখ :- 15/01/2021
মোট শূন্যপদ :- 135 টি
পদের নাম :- গ্রুপ ডি
1. সুইপার মেট (7 টি)
2. মেট (14 টি)
3. ইলেকট্রিশিয়ান হেল্পার (1 টি)
4. পিয়ন /অর্ডরলি / মেসেঞ্জার (5টি)
5. হেল্পার ফ্রম গ্যাংম্যান (10 টি)
6. হেল্পার/ক্লিনার/এটেনডেন্ট (4 টি)
7. সুইপার (30 টি)
8. হেল্পার টিউবওয়েল (1 টি)
9. প্লাম্বিং হেল্পার (1 টি)
10. পাইপলাইন হেল্পার (1 টি)
11. মজদুর (57 টি)
শিক্ষাগত যোগ্যতা :- সমস্ত পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হতে হবে অষ্টম শ্রেণি পাশ ৷ শুধুমাত্র সুইপার পদের ক্ষেত্রে পার্থীকে লিখতে পড়তে জাননলেই হবে, কোনো শিক্ষাগত যোগ্যতা লাগবে না ৷
বয়সসীমা :- প্রতিটি পদের ক্ষেত্রে বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে ৷ বয়স হিসাব করতে হবে 01/01/2020 অনুযায়ী ৷ সংরক্ষিত শ্রেণির পার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী সর্বচ্চ বয়সে ছাড় পাবেন ৷
বেতন :– বেতন দেওয়া হবে 17,600 থেকে 45,200 টাকা পর্যন্ত ৷
বিস্তারিত জানুন :- Click Here
আবেদন করুন :- Click Here
2) পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় রপশ্রী প্রকল্পের অধীনে কাজের জন্য বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হয় ৷ তেমনই ঝাড়গ্রাম জেলার জেলা শাসক দপ্তরে ৷ এই নিয়োগের বিঞ্জপ্তি প্রকাশিত হয়েছে ৷ মূলত মোট দুটি ডির্পামেন্টে নিয়োগ হচ্ছে –
বিঞ্জপ্তি প্রকাশের তারিখ :- 22/12/2020
বিঞ্জপ্তি নম্বর :- 49IRUP/JGM
আবেদনের শেষ তারিখ :- 18/01/2021
মোট শূন্যপদ :- 5 টি ৷
পদের নাম :-
১. ডাটা এন্ট্রি অপারেটর (DEO)
২. অ্যাকাউন্টেট
শিক্ষাগত যোগ্যতা :- গ্র্যাজুয়েশন পাশ হতে হবে ৷
বয়সসীমা :- বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে ৷
বেতন :- প্রতি মাসে 11 হাজার থেকে 15 হাজার বেতন দেওয়া হবে ৷
বিস্তারিত জানুন :- Click Here
আবেদন করুন :- Click Here
3) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীতে 358 টি শূন্যপদে নতুন নিয়োগের বিঞ্জপ্তি প্রকাশিত হয়েছে ৷ যেখানে যান্ত্রিক, নাবিক (জেনারেল ডিউটি), নাবিক (ডোমেস্টিক ব্রাঞ্চ) পদে নিয়োগ করা হচ্ছে ৷ শুধুমাত্র পুরুষ ভারতীয় নাগরিক পার্থীরা আবেদন করতে পারবেন ৷ Indian Coast Guard এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন ৷
আবেদন শুরু :- 05/01/2021
আবেদনের শেষ তারিখ :- 19/01/2021
মোট শূন্যপদ :- 358 টি
পদের নাম :-
১. যান্ত্রিক (মেকানিকাল, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ট্রেড)
২. নাবিক (জেনারেল ডিউটি),
৩. নাবিক (ডোমেস্টিক ব্রাঞ্চ)
শিক্ষাগত যোগ্যতা :- মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ হতে হবে ৷
বয়সসীমা :- বয়স হতে হবে 18 থেকে 22 বছরের মধ্যে ৷
বেতন :- 21,700 এবং 29,200 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে ৷ সাথে সমস্ত সূযোগ সুবিধা ও ভাতা পাবেন ৷
বিস্তারিত জানুন :- Click Here
আবেদন করুন :- Click Here
4) স্টাফ সিলেকশন কমিশন (SSC)-এর তরফ থেকে নতুন নিয়োগের বিঞ্জপ্তি প্রকাশিত হয়েছে ৷ যেখানে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল (CGL) পরীক্ষার মাধ্যমে গ্রুপ-বি ও গ্রুপ-সি পদে কর্মী নিয়োগ করা হবে ৷ পশ্চিমবঙ্গের কলকাতা, হুগলি, শিলিগুড়ি তে পরীক্ষা কেন্দ্র রয়েছে ৷
বিঞ্জপ্তি প্রকাশের তারিখ :- 29/12/2020
বিঞ্জপ্তি নম্বর :- 3/4/2020-P&P-I
আবেদনের শেষ তারিখ :- 31/01/2021
মোট শূন্যপদ :- 6506 টি ৷
পদের নাম :- মোট পাঁচটি গ্রুপে ৩২ টি পদে নিয়োগ করা হবে ৷
শিক্ষাগত যোগ্যতা :- প্রায় সবগুলি পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হতে হবে গ্র্যাজুয়েশন পাশ হতে হবে শুধুমাত্র কিছু পদে এক্সট্রা যোগ্যতা লাগছে ৷
বয়সসীমা :- বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে ৷ তবে কিছু পদের ক্ষেত্রে 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে ৷ বয়স হিসাব করতে হবে 1 জানুয়ারি, 2021 তারিখের হিসাবে ৷ সংরক্ষিত শ্রেণির পার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী সর্বচ্চ বয়সে ছাড় পাবেন ৷
বেতন :- প্রতিমাসে মূল বেতন দেওয়া হবে 25,500/- থেকে 1,51,100/- টাকা পর্যন্ত ৷
বিস্তারিত জানুন :- Click Here
আবেদন করুন :- Click Here
5) রাজ্যে মৎস্য ও প্রাণীবিঞ্জান বিশ্ববিদ্যালয়ে ইন্টারভিউ-এর মাধ্যমে কর্মী নিয়োগ করা হচ্ছে ৷ নিয়োগ করা হবে সম্পূর্ণ চুক্তিভিত্তিক ভাবে ৷ যে সমস্ত পার্থীরা আগ্রহী তাদের 6 জানুয়ারি, 2021 তারিখ ইন্টারভিউ হবে ৷
বিঞ্জপ্তি নম্বর :- WBUAFS/DREF/822/20
ইন্টারভিউ-এর তারিখ :- 06/01/2021
পদের নাম :- ডাটা এন্ট্রি অপারেটর (DEO)
শিক্ষাগত যোগ্যতা :- যেকনো শাখায় গ্র্যাজুয়েশন পাশ হতে হবে প্রার্থীকে ৷ এবং কম্পিউটারের দক্ষতা থাকতে হবে ৷ এছাড়াও স্ট্যাটিসটিক্যাল সফটওয়্যারে কাজের অভিঞ্জতা থাকতে হবে ৷
বেতন :- প্রতিমাসে বেতন দেওয়া হবে 18,000 টাকা ৷
বিস্তারিত জানুন :- Click Here
আবেদন করুন :- Click Here
[ আরও পড়ুন :- প্রাইভেট চাকরি পাওয়ার ১০ টি উপায় ]
6) আই ডিবিআই ব্যাংকের তরফ থেকে নতুন নিয়োগের বিঞ্জপ্তি প্রকাশ করা হয়েছে ৷ যেখানে 134 স্পেশালিষ্ট ক্যাডার অফিসার নিয়োগ করা হবে ৷ যে সব পার্থীরা IDBI Bank এ চাকরি করতে আগ্রহী তারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন ৷
বিঞ্জপ্তি প্রকাশের তারিখ :- 24/12/2020
বিঞ্জপ্তি নম্বর :- 1/2020-2021
আবেদনের শেষ তারিখ :- 07/01/2021
মোট শূন্যপদ :- 134
পদের নাম :-
১. DGM
২. AGM
৩. MANAGER
৪. ASSISTANT MANAGER
শিক্ষাগত যোগ্যতা :- গ্র্যাজুয়েশন পাশ ,এছাড়াও পদ অনুযায়ী আলাদা আলাদা যোগ্যতা লাগছে ৷
বিস্তারিত জানুন :- Click Here
আবেদন করুন :- Click Here
সমস্ত আপডেট পেতে এখনই আমাদের টেলিগ্রাম চ্যানেল এ Join হন ।
“ONLINE TATHYA” বিশ্বস্ত চাকরির খবরের ওয়েব পোর্টাল। সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তাই প্রতিদিন নিত্যনতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন ৷