পশ্চিমবঙ্গের যুবশ্রী প্রকল্পে উচ্চমাধ্যমিক পাশে ইন্টারভিউ-এর মাধ্যমে কর্মী নিয়োগ : WB employment Bank New Job
WB employment job: উচ্চমাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গের যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে নতুন চাকরির বিঞ্জপ্তি প্রকাশিত হয়েছে ৷ নিয়োগ করা হবে সম্পূর্ন চুক্তিভিত্তিক Community Organizers পদে ৷ সরাসরি ইন্টারভিউ-এর মাধ্যমে নিয়োগ করে নেওয়া হবে ৷ যে সমস্ত পার্থী আগ্রহী তারা বিস্তারিত জেনে নিন ৷ West Bengal Employment Job News 2021
বিঞ্জপ্তি নং :- 20/NUCM/NM/2020-21
পদের নাম :- Community Organizers
আবেদনের শেষ তারিখ :- 04/02/2021
শিক্ষাগত যোগ্যতা :- প্রার্থীকে যেকনো শাখায় উচ্চমাধ্যমিক পাশ হতে হবে ৷ এবং কম্পিউটারের (MS Office- Word, Excel, Power Point) etc দক্ষতা থাকতে হবে ৷
কাজের অভিঞ্জতা :- 3 থেকে 5 বছরের কাজের অভিঞ্জতা থাকতে হবে ৷
বয়সসীমা :- বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হিসাব করবেন 01/01/2021 অনুযায়ী।
বেতন :- প্রতি মাসে 10,000 টাকা বেতন দেওয়া হবে ৷
আবেদন পদ্ধতি :- আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে ৷ অফিসিয়াল বিঞ্জপ্তির নিচে আবেদন পত্র আছে সেটি A4 সাইজের পেপারে প্রিন্ট করে নিজ হাতে কালো বল পেন দিয়ে ফিলআপ করে সঙ্গে অফিসিয়াল বিঞ্জপ্তিতে বলা সমস্ত নথিপত্র জমা করতে হবে ৷ এই ঠিকানাই নিজ হাতে Nabadwip Municipality, Netaji Subhas Road, PO+PS- Nabadwip, Dist- Nadia, Pin -741302 জমা করতে হবে ৷ জমা করার শেষ তারিখ 04/02/2021 বিকাল 5 ট1 পর্যন্ত ৷
নিয়োগ পদ্ধতি :- সরাসরি ইন্টারভিউ-এর মাধ্যমে নিয়োগ করা হবে ৷ ইন্টারভিউ-এর দিন পরে জানিয়ে দেওয়া হবে ৷ ইন্টারভিউ-এর দিন CV বা বায়োডাটা নিয়ে যেতে হবে এবং সঙ্গে দু কপি পাসপোর্ট সাইজের ফটো নিয়ে যেতে হবে ৷ এবং সমস্ত প্রয়োজনীয় নথিপত্র সেল্ফ অ্যাটেস্টেড করা জেরক্স কপি নিয়ে যেতে হবে ৷ এছাড়াও অরজিনাল কপি নিজের কাছে থাকা বাধ্যতামূলক প্রোয়জনে লাগতে পারে ৷
ইন্টারভিউ-এর স্থান :- Office Of The Board Of Administrators, Nabadwip Municipality, Netaji Subhas Road, PO+PS- Nabadwip, Dist- Nadia, Pin -741302.
আবেদনপত্র ডাউনলোড করুন :-
সমস্ত আপডেট পেতে এখনই আমাদের টেলিগ্রাম চ্যানেল এ Join হন ।
“ONLINE TATHYA” বিশ্বস্ত চাকরির খবরের ওয়েব পোর্টাল। সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তাই প্রতিদিন নিত্যনতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন ৷