পশ্চিমবঙ্গের যুবশ্রী প্রকল্পে উচ্চমাধ্যমিক পাশে ইন্টারভিউ-এর মাধ্যমে কর্মী নিয়োগ : WB employment Bank New Job Vacancy 2021

পশ্চিমবঙ্গের যুবশ্রী প্রকল্পে উচ্চমাধ্যমিক পাশে ইন্টারভিউ-এর মাধ্যমে কর্মী নিয়োগ : WB employment Bank New Job


WB employment job: উচ্চমাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গের যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে নতুন চাকরির বিঞ্জপ্তি প্রকাশিত হয়েছে ৷ নিয়োগ করা হবে সম্পূর্ন চুক্তিভিত্তিক Community Organizers পদে ৷  সরাসরি ইন্টারভিউ-এর মাধ্যমে নিয়োগ করে নেওয়া হবে ৷ যে সমস্ত পার্থী আগ্রহী তারা বিস্তারিত জেনে নিন ৷ West Bengal Employment Job News 2021


বিঞ্জপ্তি নং :- 20/NUCM/NM/2020-21

পদের নাম :- Community Organizers

আবেদনের শেষ তারিখ :- 04/02/2021


শিক্ষাগত যোগ্যতা :- প্রার্থীকে যেকনো শাখায় উচ্চমাধ্যমিক পাশ হতে হবে ৷ এবং কম্পিউটারের (MS Office- Word, Excel, Power Point) etc দক্ষতা থাকতে হবে ৷


কাজের অভিঞ্জতা :- 3 থেকে 5 বছরের কাজের অভিঞ্জতা থাকতে হবে ৷


বয়সসীমা :- বয়স হতে হবে 18  থেকে 40  বছরের মধ্যে বয়স হিসাব করবেন 01/01/2021  অনুযায়ী।


বেতন :- প্রতি মাসে 10,000 টাকা বেতন দেওয়া হবে ৷


আবেদন পদ্ধতি :- আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে ৷ অফিসিয়াল বিঞ্জপ্তির নিচে আবেদন পত্র আছে সেটি A4 সাইজের পেপারে প্রিন্ট করে নিজ হাতে কালো বল পেন দিয়ে ফিলআপ করে সঙ্গে অফিসিয়াল বিঞ্জপ্তিতে বলা সমস্ত নথিপত্র জমা করতে হবে  ৷ এই ঠিকানাই নিজ হাতে Nabadwip Municipality, Netaji Subhas Road,  PO+PS- Nabadwip, Dist- Nadia, Pin -741302 জমা করতে হবে ৷ জমা করার শেষ তারিখ 04/02/2021 বিকাল 5 ট1 পর্যন্ত ৷


নিয়োগ পদ্ধতি :- সরাসরি ইন্টারভিউ-এর মাধ্যমে নিয়োগ করা হবে ৷ ইন্টারভিউ-এর দিন পরে জানিয়ে দেওয়া হবে ৷ ইন্টারভিউ-এর দিন CV বা বায়োডাটা নিয়ে যেতে হবে এবং সঙ্গে দু কপি পাসপোর্ট সাইজের ফটো নিয়ে যেতে হবে ৷ এবং সমস্ত প্রয়োজনীয় নথিপত্র সেল্ফ অ্যাটেস্টেড করা জেরক্স কপি নিয়ে যেতে হবে ৷ এছাড়াও অরজিনাল কপি নিজের কাছে থাকা বাধ্যতামূলক প্রোয়জনে লাগতে পারে ৷ 


ইন্টারভিউ-এর স্থান :- Office Of The Board Of Administrators, Nabadwip Municipality, Netaji Subhas Road,  PO+PS- Nabadwip, Dist- Nadia, Pin -741302.


আবেদনপত্র ডাউনলোড করুন :-


সমস্ত আপডেট পেতে এখনই  আমাদের টেলিগ্রাম চ্যানেল  Join হন  



“ONLINE TATHYA” বিশ্বস্ত চাকরির খবরের ওয়েব পোর্টাল। সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তাই প্রতিদিন নিত্যনতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন ৷



Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top