মেডিকেল বিভাগে যারা যেতে চান তাদের জন্য দারুন একটি সুখবর। এবার ভারত সরকারের “মিনিস্ট্রি অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার” – এর অধীনে থাকা “মেশনাল বোর্ড অফ এক্সামিনেশন ইন মেডিকেল সাইন্স” বিভাগে SENIOR ASSISTANT, JUNIOR ASSISTANT এবং JUNIOR ACCOUNTANT পদে নিয়োগের ঘোষণা করা হয়েছে । ভারতবর্ষের যেকোনো জায়গা থেকে আবেদন করা যেতে পারে । নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারে । আবেদন করার শেষ তারিখ , নিয়োগ পদ্ধতি, আবেদন শুরুর তারিখ , কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে , কিভাবে ফর্ম ফিলাপ করবেন , কিভাবে ফর্ম জমা দেবেন সবকিছু নিম্নে বিস্তারিত আলোচনা করা হল। আগ্রহী প্রার্থীরা অবশ্যই বিজ্ঞপ্তিটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন। nbe Clerk recruitment 2021
বিজ্ঞপ্তি নম্বর :- 21005/RECT/2020
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ :- 01/06/2021
অনলাইনে আবেদনপত্র জমা দেওয়া শুরু :- 15/07/2021
অনলাইনে আবেদনপত্র জমা দেওয়া শেষ :- 14/08/2021
CBT পরীক্ষার তারিখ :- 20/09/2021
1) পদের নাম :- SENIOR ASSISTANT
• মোট শূন্যপদ :- 8 টি (SC-1, GEN/UR-3, OBC-4)
• শিক্ষাগত যোগ্যতা :- প্রার্থীর পরিচিত বোর্ড থেকে মেডিকেল বিভাগের ডিগ্রি থাকতে হবে এবং NBE দ্বারা সম্পাদিত পরীক্ষায় পাস করে থাকতে হবে।
• বয়সসীমা :- প্রার্থীর বয়স অবশ্যই 27 বছরের মধ্যে হতে হবে ( এছাড়া SC/ST প্রার্থীরা 5 বছর, OBC প্রার্থীরা 3 বছর, PWD (UR) প্রার্থীরা 10 বছর, PWD (OBC) প্রার্থীরা 13 বছর, PWD (SC/ST) প্রার্থীরা 15 বছর, এক্স- সার্ভিসম্যান প্রার্থীরা 3 বছর, ছাড় পাবেন বয়সের)।
2) পদের নাম :- JUNIOR ASSISTANT
• মোট শূন্যপদ :- 30 টি (SC-6, GEN/UR-5, OBC-16, ST-3)
• শিক্ষাগত যোগ্যতা :- কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের কোনো পরিচিত বোর্ড থেকে বা অন্য পরিচিত বিশ্ববিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক বা সিনিয়র সেকেন্ডারি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। কম্পিউটার সফটওয়্যার প্যাকেজ যেমন Windows/Network Operating System/LAN Architecture. প্রভৃতি বিষয়ে সুদক্ষ হতে হবে। এবং NBE দ্বারা সম্পাদিত পরীক্ষায় পাস করে থাকতে হবে।
• বয়সসীমা :- প্রার্থীর বয়স অবশ্যই 27 বছরের মধ্যে হতে হবে ( এছাড়া SC/ST প্রার্থীরা 5 বছর, OBC প্রার্থীরা 3 বছর, PWD (UR) প্রার্থীরা 10 বছর, PWD (OBC) প্রার্থীরা 13 বছর, PWD (SC/ST) প্রার্থীরা 15 বছর, এক্স- সার্ভিসম্যান প্রার্থীরা 3 বছর, ছাড় পাবেন বয়সের)।
3) পদের নাম :- JUNIOR ACCOUNTANT
• মোট শূন্যপদ :- 4 টি (SC-1, GEN/UR-2, OBC-1)
• শিক্ষাগত যোগ্যতা :- পরিচিত বিশ্ববিদ্যালয় থেকে ম্যাথ বা স্ট্যাটিকস বিষয়ে ব্যাচেলর ডিগ্রী থাকতে অথবা কমার্স বিভাগে যেকোনো বিষয়ে ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে। NBE দ্বারা সম্পাদিত পরীক্ষায় পাস করে থাকতে হবে। এবং তিন বছরের অধিক কম্পিউটার ভিত্তিক একাউন্টিং এর অভিজ্ঞতা থাকতে হবে।
• বয়সসীমা :- প্রার্থীর বয়স অবশ্যই 27 বছরের মধ্যে হতে হবে ( এছাড়া SC/ST প্রার্থীরা 5 বছর, OBC প্রার্থীরা 3 বছর, PWD (UR) প্রার্থীরা 10 বছর, PWD (OBC) প্রার্থীরা 13 বছর, PWD (SC/ST) প্রার্থীরা 15 বছর, এক্স- সার্ভিসম্যান প্রার্থীরা 3 বছর, ছাড় পাবেন বয়সের)।
•আবেদন পদ্ধতি :-
i) প্রার্থীকে www.natboard.edu.in ওয়েবসাইটে যেতে হবে এবং অ্যাপ্লিকেশন ফর্ম ফিলাপ করতে হবে।
ii) ফরম ফিলাপ এর আগে প্রার্থীর সদ্য রঙিন ছবি এবং স্বাক্ষর যথাক্রমে 80 kb এবং 50 kb এর মধ্যে জেপিজি ফরমেটে ডিভাইসের মধ্যে সেভ করে রাখতে হবে।
iii) প্রার্থীর একটি ভ্যালিড মোবাইল নম্বর এবং ইমেইল আইডি থাকতে হবে এবং পরীক্ষার ফলাফল ঘোষণা পর্যন্ত এই মোবাইল নম্বর এবং ইমেইল আইডি চালু রাখতে হবে।
• আবেদন মূল্য :- UR/OBC -1500/- + GST18% এবং SC/ST/PWD/WOMEN – NIL
• নির্বাচন পদ্ধতি :- উপরিউক্ত পদগুলির জন্য কোনরূপ ইন্টারভিউ নেওয়া হবে না। দুটি পরীক্ষার মাধ্যমে নির্বাচন পদ্ধতি সম্পন্ন হবে।
i) প্রথম পরীক্ষা টি Computer Based Test (CBT) বা কম্পিউটার ভিত্তিক হবে যেখানে উচ্চমাধ্যমিক এবং স্নাতক স্তরের প্রশ্নপত্র থাকবে এবং যার মধ্যে 200 টি প্রশ্ন থাকবে 200 নম্বরের এবং 180 মিনিট বা তিন ঘন্টা সময় থাকবে। প্রতিটি প্রশ্নের ভুল উত্তরে 0.5 নম্বর নেগেটিভ মার্কিং হিসেবে থাকবে। SC/ST দের উত্তীর্ণ হওয়ার জন্য 40 শতাংশ এবং অন্যান্যদের 50 শতাংশ নম্বর পেতে হবে।
ii) দ্বিতীয় পরীক্ষাটি কম্পিউটার নলেজ অথবা স্কিল টেস্ট এর উপর নেওয়া হবে যেটির মধ্যে 100 টি প্রশ্ন থাকবে এবং সময় থাকবে 75 মিনিট। সাথে প্রার্থীকে ইংরেজিতে লেখা 500 শব্দের একটি টেক্সট দেওয়া হবে যেটিকে একই রকমভাবে 15 মিনিটের মধ্যে কম্পিউটার এডজাস্ট করতে হবে।
• পরীক্ষার দিন সময় এবং জায়গা :- পরবর্তীকালে অফিশিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। এছাড়াও আরো বিশদে জানতে অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।
Official Notification |
|
Official Website |
|
Online Apply |
“ONLINE TATHYA” বিশ্বস্ত চাকরির খবরের ওয়েব পোর্টাল। সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তাই প্রতিদিন নিত্যনতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন ৷