নবোদয় বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ চলছে, আবেদন চলবে ২৯ জুলাই পর্যন্ত

জওহর নবোদয় বিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে শিক্ষক এবং শিক্ষা কর্মী (গ্রুপ- বি) পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হবে উত্তর-পূর্ব রিজিয়নের জওহর নবোদয় বিদ্যালয়ে। কোন কোন বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং আরও বিস্তারিত তথ্য জানতে রইল আজকের এই প্রতিবেদন। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম :- PGT (পোস্ট গ্রাজুয়েট টিচার)।

মোট শূন্যপদ :- ২৯৪ টি। 


  • হিন্দি- ৩৮ টি

  • ইতিহাস- ৩১ টি

  • অংক- ৩৩ টি

  • পদার্থবিদ্যা- ২৯ টি

  • কম্পিউটার সাইন্স- ১৮ টি

  • জীববিদ্যা- ২১ টি

  • রসায়নবিদ্যা- ২৩ টি

  • কমার্স- ৭ টি

  • ইকোনমিক্স- ৩৩ টি

  • ইংরেজি- ২৬ টি

  • ভূগোল- ৩৫ টি


বয়সসীমা :- প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে  ৪০ বছরের মধ্যে।

বেতন :- ৪৭,৬০০ টাকা থেকে ১,৫১,১০০ টাকা পে লেভেল ৮ অনুযায়ী।

শিক্ষাগত যোগ্যতা :- NCTE অথবা NCERT অনুমোদিত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে দু বছরের ইন্টিগ্রেটেড পোস্ট গ্যাজুয়েট কোর্স করে থাকতে হবে সঙ্গে B.ED কোর্স করে থাকতে হবে।

জুলাই মাসের সমস্ত চাকরির খবর একসাথে

পদের নাম :- TGT (ট্রেন্ট গ্রাজুয়েট টিচার)

মোট শূন্যপদ :- ১৩৬ টি।

  • ইংরেজি- ৩৬ টি

  • হিন্দি- ৩৭ টি

  • অংক- ৪৩ টি

  • বিজ্ঞান- ৮ টি

  • সোশ্যাল স্টাডিজ- ১২ টি


বয়স :-  প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে  ৪০ বছরের মধ্যে।

বেতন :- ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা পে লেভেল ৭ অনুযায়ী ।

শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে NCTE অথবা NCERT অনুমোদিত দু বছরের ডিগ্রি কোর্স করে থাকতে হবে সঙ্গে B.ED কোর্স করে থাকতে হবে।

পদের নাম :- প্রিন্সিপাল (গ্রুপ- এ)।

মোট শূন্যপদ :- ৬৬ টি।

বয়স :- প্রার্থীর বয়স ৫০ বছরের মধ্যে হতে হবে।

বেতন :- ৭৮,৮০০ টাকা থেকে ২,০৯,২০০ টাকাপে লেবেল ১২ অনুযায়ী।

শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর কোর্স করে থাকতে হবে অন্ততপক্ষে ৫০ শতাংশ নম্বরসহ। সঙ্গে B.ED কোর্স করে থাকতে হবে।

পদের নাম :- মিসলেনিয়াস ক্যাটাগরি অফ টিচার (গ্রুপ বি)

বিষয়ভিত্তিক মোট শূন্যপদের সংখ্যা-

  • মিউজিক- ১০ টি,

  • ART- ১৪ টি

  • PET (পুরুষ)- ২৩ টি

  • PET (মহিলা)- ১৬ টি

  • লাইব্রেরিয়ান- ২৫ টি


বয়স :- প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে  ৪০ বছরের মধ্যে।

বেতন :- ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা পে লেভেল ৭ অনুযায়ী।

শিক্ষাগত যোগ্যতা :- মিউজিক এবং ART এর ক্ষেত্রে যেকোনো সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পাঁচ বছরের স্নাতক অথবা স্নাতকোত্তর কোর্স করে থাকতে হবে। লাইব্রেরিয়ান এর ক্ষেত্রে লাইব্রেরী সাইন্সে ডিগ্রী কোর্স করে থাকতে হবে এবং কম্পিউটার অপারেশনের কাজ জেনে থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট বিষয়ে যেকোনো স্কুলে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। PET এর ক্ষেত্রে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক কোর্স করে থাকতে হবে।

আবেদন পদ্ধতি- আগ্রহীপ্রার্থীগণ কেবলমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। www.navodaya.gov.in এই ওয়েবসাইটে গিয়ে প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করার সময় প্রার্থীর অবশ্যই বৈধ ইমেইল আইডি এবং ফোন নম্বর থাকতে হবে।

আবেদন ফি- প্রিন্সিপাল পদের ক্ষেত্রে ২০০০ টাকা, PGT পদের ক্ষেত্রে ১৮০০ টাকা, TGT এবং মিসলেনিয়াস ক্যাটাগরি টিচার পদের ক্ষেত্রে ১৫০০ টাকা আবেদন ফি হিসাবে ধার্য করা হয়েছে। ২৯ শে জুলাই পর্যন্ত আবেদন ফি জমা দেওয়া যাবে।

নিয়োগ পদ্ধতি- ইন্টারভিউ এবং CBT (Computer Based Test) মাধ্যমে প্রার্থী নির্বাচিত করা হবে।

আবেদন করার শেষ তারিখ- ২৯ শে জুলাই, ২০২২ পর্যন্ত। 

Join Telegram

Join Facebook

Official Notification

Click Here

Official  Website

Click Here

Online  Apply

Click Here

“ONLINETATHYA”বিশ্বস্ত চাকরির খবরের ওয়েবপোর্টাল। সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তাই প্রতিদিন নিত্যনতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন ৷

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top