পশ্চিমবঙ্গ সরকারের দূষণ নিয়ন্ত্রণ বিভাগে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে
West Bengal Pollution Board Job: চাকরি প্রার্থীদের জন্য একটি বড় সুযোগ চলে এসেছে। এবার আপনি পশ্চিমবঙ্গ সরকারের দূষণ নিয়ন্ত্রণ বিভাগে “ন্যাশনাল ক্লিন এআর প্রোগ্রাম (NCAP)” – এ সরাসরি চাকরির জন্য আবেদন পত্র জমা দিতে পারবেন। সম্পূর্ণ চুক্তিগত ভাবে কর্মীদের নিয়োগ করা হবে (1- UPTO 5 YEARS)। ভারতবর্ষের যেকোনো জায়গা থেকে পুরুষ ও মহিলা আবেদন করতে পারবেন। কিভাবে ফর্ম ফিলাপ করবেন, কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে, কোথায় জমা দেবেন, আবেদনের শেষ তারিখ কবে সমস্ত কিছু নিম্নে আলোচনা করা হল।
বিজ্ঞপ্তি নম্বর :- 01/WBPCB/2021
আবেদনপত্র জমা দেওয়া শুরু :- 17/05/2021 তারিখ 12:00 টা থেকে।
আবেদনপত্র জমা দেওয়ার শেষ :- 04/06/2021 তারিখ, 5:00 টা পর্যন্ত।
আবেদন মূল্য :- সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন।
1)পদের নাম :- Senior Project Associate
মোট শূন্যপদ :- 11 টি।
বয়স সীমা :- আবেদনকারীর বয়স হতে হবে 35 বছরের মধ্যে।
শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন :- পরিবেশ বিদ্যায় এবং সিভিল/ আর্কিটেকচার এবং প্ল্যানিং /কেমিকাল ইঞ্জিনিয়ারিং – এ মাস্টার্স ডিগ্রি অর্থাৎ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে পরিচিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ।
অভিজ্ঞতার প্রয়োজন :- এমএস অফিসে ভালো দক্ষতা থাকতে হবে এবং বায়ু দূষণ অথবা পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ – এর ক্ষেত্রে দুই বছরের বেশি ফিল্ড এক্সপেরিয়েন্স অর্জন করে থাকতে হবে অথবা ভালো দক্ষতা থাকতে ।
বেতন : – এই পদের জন্য প্রতি মাসে 42,000 টাকা এবং সাথে HRA বরাদ্দ করা হয়েছে।
পোস্টিং এর ঠিকানা :- একজন করে হলদিয়া, ব্যারাকপুর, দুর্গাপুর, রানীগঞ্জ, আসানসোল, হাওড়া, কলকাতা এবং ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট বিভাগে নিয়োগ করা হবে এবং তিনজনকে এয়ার কোয়ালিটি মনিটরিং বিভাগে নিয়োগ করা হবে।
2)পদের নাম :- Project Associate
মোট শূন্যপদ :- 11 টি।
বয়স সীমা :- আবেদনকারীর বয়স হতে হবে 30 বছরের মধ্যে।
শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন :- পরিবেশ বিদ্যায় এবং সিভিল/ আর্কিটেকচার এবং প্ল্যানিং /কেমিকাল ইঞ্জিনিয়ারিং – এ মাস্টার্স ডিগ্রি অর্থাৎ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে পরিচিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ।
অভিজ্ঞতার প্রয়োজন :- এমএস অফিসে ভালো দক্ষতা থাকতে হবে এবং বায়ু দূষণ অথবা পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ – এর ক্ষেত্রে এক বছরের বেশি ফিল্ড এক্সপেরিয়েন্স অর্জন করে থাকতে হবে অথবা ভালো দক্ষতা থাকতে ।
বেতন :- এই পদের জন্য প্রতি মাসে 35,000 টাকা এবং সাথে HRA বরাদ্দ করা হয়েছে।
পোস্টিং এর ঠিকানা :- একজন করে হলদিয়া, ব্যারাকপুর, দুর্গাপুর, রানীগঞ্জ, আসানসোল, হাওড়া, কলকাতা এবং ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট বিভাগে নিয়োগ করা হবে এবং তিনজনকে “এয়ার কোয়ালিটি মনিটরিং” বিভাগে নিয়োগ করা হবে।
ইন্টারভিউ এর তারিখ :- যে সমস্ত আবেদনকারী উপযুক্ত হবেন তাদের কে জানিয়ে দেওয়া হবে।
ইন্টারভিউ এর ঠিকানা :- WBPCB Head Office, Bidhannagar, Kolkata 700106
আবেদন পদ্ধতি :- প্রথমেই নিচে দেওয়া লিঙ্ক থেকে অ্যাপ্লিকেশন ফর্ম টিকে ডাউনলোড করতে হবে। এরপর A4 সাইজের প্রেপারে প্রিন্ট আউট করে। ফরমটি ফিলাপ করে নিয়ে পিডিএফ ফরম্যাটে ncap.wbpcb@gmail.com এই ইমেইল আইডিতে attachment হিসাবে পাঠাতে হবে। এবং আপনি যে পোস্ট এর জন্য এপ্লাই করেছেন সেই পোষ্টের নামটি সাবজেক্ট এর জায়গায় মেনশন করতে হবে। “Application for the Post Of………..”(যে পদের জন্য আবেদন করবেন)
আবেদনকারীদের জন্য কিছু নির্দেশনা বলী :-
1) আবেদনকারীকে অবশ্যই ভারতবর্ষের একজন নাগরিক হতে হবে।
2) ইন্টারভিউয়ের সময় আবেদনকারীকে অবশ্যই ফটো আইডেন্টিটি প্রুফ, বয়সের প্রমাণপত্র এবং সমস্ত রকমের অরিজিনাল শিক্ষাগত শংসাপত্র গুলি এবং এক্সপেরিয়েন্স সার্টিফিকেট গুলি নিয়ে যেতে হবে।
3) আবেদনকারী পাশ করার পর WBPCB পশ্চিমবঙ্গের যেকোনো জায়গায় পোস্ট দিতে পারে।
4) আবেদনপত্রে কোন ভুল হলে আবেদনপত্র বাতিল করে দেওয়া হতে পারে।
Official Notification |
|
Official Website |
|
Application Form |
“ONLINE TATHYA” বিশ্বস্তচাকরির খবরের ওয়েব পোর্টাল। সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তাই প্রতিদিন নিত্যনতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন ৷
আগে যেই টা বের হয়েছিল সেই টার Result Kobe ber hobe