দুর্গাপুর স্টিল প্লান্টে নার্স নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । আগ্রহী এবং যোগ্যদের নার্সের “দক্ষতা প্রশিক্ষণ” দেওয়া হবে। প্রশিক্ষণ চলাকালীন প্রতিমাসে স্টাইপেন্ড দেওয়া হবে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে আবেদন করতে পারবেন।
পদের নাম :- নার্স (ট্রেনি)।
বিজ্ঞপ্তি নম্বর :- DSP/PERS-NW/PTN/2021/DETL
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ :- 30.04.2021
মোট শূন্যপদ :- 83 টি।
প্রশিক্ষণের সময়সীমা :- ট্রেনিং চলাকালীন প্রতি সপ্তাহে 6 দিন 8 ঘন্টা করে কাজ করতে হবে। ট্রেনিং হবে 18 মাস ।
শিক্ষাগত যোগ্যতা :- বি.এসসি নিয়ে পাস করতে হবে (নার্সিং) / জেনারেল নার্সিং এবং মিডওয়াইফরিতে ডিপ্লোমা থাকতে হবে।
ইন্টার্নশিপ শংসাপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)।
রেজিস্ট্রেশন সার্টিফিকেট।
বয়সসীমা :- 18 থেকে 30 বছরের মধ্যে যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। বয়স হিসাব করতে হবে 17/05/2021 অনুযায়ী। সরকারী নিয়ম অনুসারে SC/ST প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় 5 বছরের ও OBC প্রার্থীরা 3 বছরের ছাড় পেয়ে যাবেন।
আবেদন পদ্ধতি :- যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের www.sail.co.in ওয়েবসাইট এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন চলবে 17.05.2021 পর্যন্ত।
স্টাইপেন্ড/বেতন :- প্রতিমাসে 8000/- টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। শুধুমাত্র প্রশিক্ষণের সময় ডিএসপি হাসপাতালে সমস্ত মেডিকেল ফ্যাসিলিটি পাবেন।
পরীক্ষা পদ্ধতি :- প্রার্থী বাছাই করা হবে ইন্টারভিউ এর মাধ্যমে। অনলাইনে আবেদনের পর প্রার্থীর দেওয়া রেজিস্টার Email ID ও ওয়েবসাইটে তারিখ জানিয়ে দেওয়া হবে। প্রার্থী চাইলে অনলাইন ও অফলাইন ইন্টারভিউ দিতে পারবেন।
Official Notification |
|
Official Website |
|
Online Apply |