Duare Ration Job :- দুয়ারে রেশন প্রকল্পে মুখ্যমন্ত্রীর ঘোষনা অনুযায়ী নিয়োগ পক্রিয়া শুরু হল ৷ পশ্চিমবঙ্গে সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের তরফ থেকে এই নিয়োগের বিঞ্জপ্তি প্রকাশিত হয়েছে ৷ পশ্চিমবঙ্গের যেকনো জেলা থেকে পার্থীরা আবেদন করতে পারবেন ৷ বিস্তারিত নীচে দেওয়া হল-
বিঞ্জপ্তি নম্বর :- 1405/ADEO/DCFS/UD/2021
বিঞ্জপ্তি প্রকাশের তারিখ :- 23/11/2021
আবেদনের শেষ তারিখ :- 30/11/2021
পদের নাম :- ডাটা এন্ট্রি অপারেটর (DEO)
মোট শূন্যপদ :- ১৬ টি ৷
শিক্ষাগত যোগ্যতা :- প্রার্থী কে যে কোনো বিষয়ে গ্রাজুয়েশন পাশ করতে হবে ৷ এবং সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে সার্টিফিকেট থাকতে হবে ৷
বয়সসীমা :- আবেদনকারীর বয়স হতে হবে 18 বছরের ঊর্ধ্বে হতে হবে ৷
বেতন :- প্রতিমাসে বেতন দেওয়া হবে 13,000/- টাকা ৷
আবেদন পদ্ধতি :- আবেদন করতে হবে ই মেইলের মাধ্যমে ৷ বায়োডাটা প্রিন্ট করে A4 সাইজের পেপারে সঠিকভাবে নির্দিষ্ট ফরমেটে আবেদন করতে হবে ৷ আবেদন পত্র এবং আবেদন কারীর সমস্ত প্রয়োজনী নথিপত্র সেল্ফ অ্যাটেস্টেড করে স্ক্যান করে নীচে দেওয়া ই-মেইল আইডিতে পাঠাতে হবে ৷ আবেদন পত্র ই-মেইল এ পাঠালে লিখতে হবে “Application for the post Of Data Entry Operator” আবেদন পত্র পাঠানোর শেষ তারিখ 30 নভেম্বর, 2021.
আবেদন ফি :- শূন্য
আবেদনের শেষ তারিখ :- 30/11/2021
আবেদনপত্র পাঠানোর ঠিকানা :- [email protected]
আবেদন পত্রের সঙ্গে যেসব ডকুমেন্টস লাগবে :-
*অবশ্যই ফটো কপি করে সেল্ফ অ্যাটেস্টেড করতে হবে ৷
১. গ্রাজুয়েশন পাশের মার্কশিট ও সার্টিফিকেট ৷
২. কম্পিউটার অ্যাপ্লিকেশন কোর্স সার্টিফিকেট ৷
৩. আধার কার্ড ৷
৪. মাধ্যমিকের এডমিট কার্ড ৷
৫. জাতিগত শংসাপত্র ৷
বিস্তারিত অফিসিয়াল বিঞ্জপ্তি ডাউনলোড করে জানতে পারবেন ৷ আবেদন করার আগে অবশ্যই অফিসিয়াল বিঞ্জপ্তি দেখে নেবেন ৷
অফিসিয়াল বিঞ্জপ্তি করুন :- Click Here
ই-মেইল :- [email protected]
অফিসিয়াল ওয়েবসাইট :- Click Here