ডিজিটাল কালার ভোটার কার্ড এর জন্য অনলাইন আবেদন করুন | Old Voter Card Transfer to New Digital Voter Card Online

ডিজিটাল কালার ভোটার কার্ড এর জন্য অনলাইন আবেদন করুন

digital%2Bcolour%2Bvoter%2Bcard

ভারতবর্ষের নাগরিকত্ব প্রমানের জন্য ভোটার কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ নির্বাচনের ক্ষেত্রে ভোটার কার্ড গুরুত্বপূর্ণ নাগরিকত্বের ভূমিকা রাখে ৷ এছাড়াও যে কোনো সরকারি ও বেসরকারি বিভিন্ন ক্ষেত্রে  এই কার্ডের প্রয়োজন হয়ে থাকে ৷ অনেক সময় গ্রাহকের ভোটার কার্ড ভুল থাকে ৷ সেটি অনলাইন ও অফলাইনে সংশোধন খুব সহজেই করা যাই ৷ ভোটার কার্ড ল্যামিনেশন করা সবার কাছেই আছে ৷ তবে এবার থেকে সবাই ডিজিটাল কালার ভোটার কার্ড এর জন্য অনলাইন আবেদন করতে পারবেন ৷


তবে, এবার থেকে যাদের এই বছর নতুন ভোটার লিষ্টে নাম উঠবে তারা সবাই ডিজিটাল কালার ভোটার কার্ডই হতে পাবেন ৷ আর যাদের আগে থেকে ল্যামিনেশন করা ভোটার কার্ড আছে তারা নিচের পদ্ধতি অনুসরণ করে হাতে পেয়ে যাবেন Digital Colour Voter Card


যে দুই ভাবে ডিজিটাল কালার ভোটার কার্ড এর জন্য আবেদন করতে পারবেন ৷ 


1. ভুল সংশোধন এর জন্য আবেদন করে ৷

2. বিকল্প/ডুপ্লিকেট কার্ড এর জন্য অনলাইন আবেদন করে ৷


1. ভুল সংশোধন করে ডিজিটাল রঙিন ভোটার কার্ড কি ভাবে পাবেন জানুন :- গ্রাহকের ভোটার কার্ড এ যদি কিছু ভুল থেকে থাকে ৷ তাহলে সেটি NVSP ভোটার পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে নতুন অপশন চালু হয়েছে সেখানে অনলাইনে বা অফলাইনের মাধ্যমে সংশোধন করে নিন ৷ সংশোধিত হয়ে আসা ভোর্টার কার্ড টি ডিজিটাল রঙিন ভোটার কার্ড হাতে পাবেন ৷


2. বিকল্প/ডুপ্লিকেট কার্ড এর জন্য অনলাইন আবেদন করে কি ভাবে পাবেন জানুন :- গ্রাহকের ভোটার কার্ড হারিয়ে বা নষ্ট হয়ে গেলে বিকল্প বা ডুপ্লিকেট কার্ডের জন্য অনলাইন বা অফলাইনে আবেদন করতে পারবেন ৷ তবে এক্ষেত্রে আপনাকে 30 টাকা পেমেন্ট করতে হতে পারে ৷ আবেদন এর পর ভোর্টার কার্ডটি ডিজিটাল রঙিন ভোটার কার্ডে হাতে পাবেন ৷


এখনই NVSP অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে আবেদন  ৷


অফিসিয়াল ওয়েবসাইট :- 

CLICK%2BHERE


সমস্ত আপডেট পেতে এখনই  আমাদের টেলিগ্রাম চ্যানেল  Join হন  


join our telegram channel

“ONLINE TATHYA” বিশ্বস্ত চাকরির খবরের ওয়েব পোর্টাল। সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তাই প্রতিদিন নিত্যনতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন ৷

Leave a Comment