Online Tathya: Best Digital Marketing Training Agency & Institute in Kolkata, West Bengal

জলদপ্তরে কর্মী নিয়োগের বিঞ্জপ্তি প্রকাশিত হল | NWDA Recruitment 2021

জলদপ্তরে কর্মী নিয়োগের বিঞ্জপ্তি প্রকাশিত হল অনলাইনে আবেদন করুন

NWDA Recruitment 2021: চাকরি পার্থীদের জন্য সুখবর ৷ জল দপ্তরে (National Water Development Agency) তরফ Junior Engineer, Hindi Translator, jr.Accounts Officer, Upper Division Clerk, Lower Division Clerk, Stenographer পদে কর্মী নিয়োগের বিঞ্জপ্তি প্রকাশিত হয়েছে ৷ বিভিন্ন পদের ক্ষেত্রে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা লাগছে ৷ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন 25 জুন,2021 তারিখের মধ্যে ৷ বিস্তারিত নিচে দেওয়া হল-


বিঞ্জপ্তি নম্বর :- 07/2021

আবেদন শুরুর তারিখ :- 10/05/2021

আবেদনের শেষ তারিখ :- 25/06/2021


1) Lower Division Clerk

মোট শূণ্যপদ :- 23 টি ৷

শিক্ষাগত যোগ্যতা :- আবেদনকারীকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে ৷ সঙ্গে Shorthand এ 80 wpm কম্পিউটারের Typing স্পিড  থাকতে হবে৷

বয়সসীমা :- আবেদনকারী কে 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে ৷ সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির পার্থীরা সর্বোচ্চ বয়সসীময় ছাড় পাবেন ৷

বেতন :- Lower Division Clerk পদের ক্ষেত্রে বেতন দেওয়া হবে 19,900/- থেকে 63,200 টাকা পর্যন্ত, পে লেভেল 2 অনুযায়ী ৷


2) Stenographer

মোট শূণ্যপদ :- 05 টি ৷

শিক্ষাগত যোগ্যতা :- আবেদনকারীকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে ৷ সঙ্গে English এ 35 wpm এবং Hindi তে 30 wpm কম্পিউটারের Typing স্পিড  থাকতে হবে৷

বয়সসীমা :- আবেদনকারী কে 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে ৷ সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির পার্থীরা সর্বোচ্চ বয়সসীময় ছাড় পাবেন ৷

বেতন :- Stenographer পদের ক্ষেত্রে বেতন দেওয়া হবে 25,500/- থেকে 81,100 টাকা পর্যন্ত, পে লেভেল 4 অনুযায়ী ৷


3) Junior Engineer

মোট শূণ্যপদ :- 16 টি ৷

শিক্ষাগত যোগ্যতা :- আবেদনকারীকে Civil Engineering এ Diploma পাশ হতে হবে ৷ বিস্তারিত জানতে অফিসিয়াল বিঞ্জপ্তি দেখুন ৷

বয়সসীমা :- আবেদনকারী কে 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে ৷ সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির পার্থীরা সর্বোচ্চ বয়সসীময় ছাড় পাবেন ৷

বেতন :- Junior Engineer পদের ক্ষেত্রে বেতন দেওয়া হবে 35,400/- থেকে 1,12,400 টাকা পর্যন্ত, পে লেভেল 6 অনুযায়ী ৷ 


4) Hindi Translator

মোট শূণ্যপদ :- 1 টি ৷

শিক্ষাগত যোগ্যতা :- আবেদনকারীকে MA পাশ হতে হবে ৷ বিস্তারিত জানতে অফিসিয়াল বিঞ্জপ্তি দেখুন ৷

বয়সসীমা :- আবেদনকারী কে 21 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে ৷ সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির পার্থীরা সর্বোচ্চ বয়সসীময় ছাড় পাবেন ৷

বেতন :- Hindi Translator পদের ক্ষেত্রে বেতন দেওয়া হবে 35,400/- থেকে 1,12,400 টাকা পর্যন্ত, পে লেভেল 6 অনুযায়ী ৷ 


5) jr.Accounts Officer

মোট শূণ্যপদ :- 05 টি ৷

শিক্ষাগত যোগ্যতা :- আবেদনকারীকে Commerce ডিগ্রি পাশ হতে হবে ৷ বিস্তারিত জানতে অফিসিয়াল বিঞ্জপ্তি দেখুন ৷

বয়সসীমা :- আবেদনকারী কে 21 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে ৷ সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির পার্থীরা সর্বোচ্চ বয়সসীময় ছাড় পাবেন ৷

বেতন :- jr.Accounts Officer পদের ক্ষেত্রে বেতন দেওয়া হবে 35,400/- থেকে 1,12,400 টাকা পর্যন্ত, পে লেভেল 6 অনুযায়ী ৷ 


6) Upper Division Clerk

মোট শূণ্যপদ :- 12 টি ৷

শিক্ষাগত যোগ্যতা :- আবেদনকারীকে যে কনো Degree পাশ হতে হবে ৷ বিস্তারিত জানতে অফিসিয়াল বিঞ্জপ্তি দেখুন ৷

বয়সসীমা :- আবেদনকারী কে 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে ৷ সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির পার্থীরা সর্বোচ্চ বয়সসীময় ছাড় পাবেন ৷

বেতন :- Upper Division Clerk পদের ক্ষেত্রে বেতন দেওয়া হবে 25,500/- থেকে 81,100 টাকা পর্যন্ত, পে লেভেল 4 অনুযায়ী ৷

নিয়োগ পদ্ধতি :- নিয়োগ করা হবে Competitive Computer Based অনলাইন লিখিত পরীক্ষার মাধ্যমে ৷

আবেদন পদ্ধতি :- আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে ৷ 




আবেদন ফি :- 

Male General &OBC :- 840/-

SC/ST/Women/EWS/PWD :- 500/-


Join Telegram

Join Facebook

Official  Notification

Click Here

Official  Website

Click Here

Online  Apply

Click Here

“ONLINE TATHYA” বিশ্বস্তচাকরির খবরের ওয়েব পোর্টাল। সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তাই প্রতিদিন নিত্যনতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top