জলদপ্তরে কর্মী নিয়োগের বিঞ্জপ্তি প্রকাশিত হল অনলাইনে আবেদন করুন
বিঞ্জপ্তি নম্বর :- 07/2021
আবেদন শুরুর তারিখ :- 10/05/2021
আবেদনের শেষ তারিখ :- 25/06/2021
1) Lower Division Clerk
মোট শূণ্যপদ :- 23 টি ৷
শিক্ষাগত যোগ্যতা :- আবেদনকারীকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে ৷ সঙ্গে Shorthand এ 80 wpm কম্পিউটারের Typing স্পিড থাকতে হবে৷
বয়সসীমা :- আবেদনকারী কে 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে ৷ সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির পার্থীরা সর্বোচ্চ বয়সসীময় ছাড় পাবেন ৷
বেতন :- Lower Division Clerk পদের ক্ষেত্রে বেতন দেওয়া হবে 19,900/- থেকে 63,200 টাকা পর্যন্ত, পে লেভেল 2 অনুযায়ী ৷
2) Stenographer
মোট শূণ্যপদ :- 05 টি ৷
শিক্ষাগত যোগ্যতা :- আবেদনকারীকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে ৷ সঙ্গে English এ 35 wpm এবং Hindi তে 30 wpm কম্পিউটারের Typing স্পিড থাকতে হবে৷
বয়সসীমা :- আবেদনকারী কে 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে ৷ সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির পার্থীরা সর্বোচ্চ বয়সসীময় ছাড় পাবেন ৷
বেতন :- Stenographer পদের ক্ষেত্রে বেতন দেওয়া হবে 25,500/- থেকে 81,100 টাকা পর্যন্ত, পে লেভেল 4 অনুযায়ী ৷
3) Junior Engineer
মোট শূণ্যপদ :- 16 টি ৷
শিক্ষাগত যোগ্যতা :- আবেদনকারীকে Civil Engineering এ Diploma পাশ হতে হবে ৷ বিস্তারিত জানতে অফিসিয়াল বিঞ্জপ্তি দেখুন ৷
বয়সসীমা :- আবেদনকারী কে 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে ৷ সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির পার্থীরা সর্বোচ্চ বয়সসীময় ছাড় পাবেন ৷
বেতন :- Junior Engineer পদের ক্ষেত্রে বেতন দেওয়া হবে 35,400/- থেকে 1,12,400 টাকা পর্যন্ত, পে লেভেল 6 অনুযায়ী ৷
4) Hindi Translator
মোট শূণ্যপদ :- 1 টি ৷
শিক্ষাগত যোগ্যতা :- আবেদনকারীকে MA পাশ হতে হবে ৷ বিস্তারিত জানতে অফিসিয়াল বিঞ্জপ্তি দেখুন ৷
বয়সসীমা :- আবেদনকারী কে 21 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে ৷ সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির পার্থীরা সর্বোচ্চ বয়সসীময় ছাড় পাবেন ৷
বেতন :- Hindi Translator পদের ক্ষেত্রে বেতন দেওয়া হবে 35,400/- থেকে 1,12,400 টাকা পর্যন্ত, পে লেভেল 6 অনুযায়ী ৷
5) jr.Accounts Officer
মোট শূণ্যপদ :- 05 টি ৷
শিক্ষাগত যোগ্যতা :- আবেদনকারীকে Commerce ডিগ্রি পাশ হতে হবে ৷ বিস্তারিত জানতে অফিসিয়াল বিঞ্জপ্তি দেখুন ৷
বয়সসীমা :- আবেদনকারী কে 21 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে ৷ সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির পার্থীরা সর্বোচ্চ বয়সসীময় ছাড় পাবেন ৷
বেতন :- jr.Accounts Officer পদের ক্ষেত্রে বেতন দেওয়া হবে 35,400/- থেকে 1,12,400 টাকা পর্যন্ত, পে লেভেল 6 অনুযায়ী ৷
6) Upper Division Clerk
মোট শূণ্যপদ :- 12 টি ৷
শিক্ষাগত যোগ্যতা :- আবেদনকারীকে যে কনো Degree পাশ হতে হবে ৷ বিস্তারিত জানতে অফিসিয়াল বিঞ্জপ্তি দেখুন ৷
বয়সসীমা :- আবেদনকারী কে 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে ৷ সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির পার্থীরা সর্বোচ্চ বয়সসীময় ছাড় পাবেন ৷
বেতন :- Upper Division Clerk পদের ক্ষেত্রে বেতন দেওয়া হবে 25,500/- থেকে 81,100 টাকা পর্যন্ত, পে লেভেল 4 অনুযায়ী ৷
নিয়োগ পদ্ধতি :- নিয়োগ করা হবে Competitive Computer Based অনলাইন লিখিত পরীক্ষার মাধ্যমে ৷
আবেদন পদ্ধতি :- আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে ৷
আবেদন ফি :-
Male General &OBC :- 840/-
SC/ST/Women/EWS/PWD :- 500/-
Official Notification |
|
Official Website |
|
Online Apply |
“ONLINE TATHYA” বিশ্বস্তচাকরির খবরের ওয়েব পোর্টাল। সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তাই প্রতিদিন নিত্যনতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন ৷