‘ঘর ঘর জল’ প্রকল্প কি ? জল সংকট মোচনে নতুন দিশা দেখালো মোদী সরকার
এই “ঘর ঘর জল” প্রকল্পের মাধ্যমে দেশের প্রত্যেকটি ঘরে পৌঁছে যাবে পরিশ্রুত পানীয় জল৷ দেশের বেশিরভাগ নাগরিক তীব্র জল সংকটের মধ্যে ভুগছে৷ তাই এই “ঘর ঘর জল” প্রকল্প জল সংকট মোচনে নতুন দিশা দেখাবে৷ কেন্দ্রীয় অর্থ মন্ত্রী ঘোষণা করেছেন 2024 সালের মধ্যে পূর্ণ রুপে এই “ঘর ঘর জল” প্রকল্প বাস্তবায়ন হবে ৷
এবছর পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ, গুজরাট, তামিলনাড়ু সহ দেশের বিভিন্ন রাজ্যে জলকষ্টের ছবি ধরা পড়েছে৷ এই জলসংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তিনি প্রথম মন কি বাত অনুষ্ঠানে জলশক্তি মিশন প্রকল্পের সূচনা করেছেন ৷
এছাড়াও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জলসংকট মোকাবিলায় জলসংরক্ষণ নিয়ে বিশিষ্টদের কাছে মতামত জানতে চেয়েছেন কারো কাছে কোনও উপায় থাকলে সেটা সরকারকে জানাতে অনুরোধ করেছেন তিনি ৷
স্বাভাবিক ভাবেই এই “ঘর ঘর জল” প্রকল্পের মাধ্যমে দেশের প্রতিটি নাগরিকের সমস্যা মিটবে৷ এবং এই “ঘর ঘর জল” প্রকল্পের মাধ্যমে দেশের প্রতিটি নাগরিক উপকারিত হবেন ৷
সমস্ত আপডেট পেতে এখনই আমাদের টেলিগ্রাম চ্যানেল এ Join হন ।
“ONLINE TATHYA” বিশ্বস্ত চাকরির খবরের ওয়েব পোর্টাল। সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তাই প্রতিদিন নিত্যনতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন ৷