এইট পাশে হাওড়ার জেলা পরিষদে কর্মী নিয়োগ | WB DM Office Recruitment 2021

চাকরি পার্থীদের জন্য সুখবর পশ্চিমবঙ্গের District Magistrate অফিসে এইট পাশ, মাধ্যমিক পাশ ও উচ্চমাধমিক পাশে কর্মী নিয়োগের বিঞ্জপ্তি প্রকাশিত হল ৷ নিয়োগ করা হবে হাওড়ার DM অফিসে পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে পুরুষ ও মহিলা উভয়েই আবেদন করতে পারবেন। নিয়োগ করছে District Child Protection Unit এ অনলাইন এবং অফলাইনের এর মাধ্যমে পার্থীরা আবেদন করতে পারবেন। বিস্তারীত সমস্ত কিছু নিচে দেওয়া হলো- 

বিঞ্জপ্তি প্রকাশের তারিখ :- 19/08/2021

বিঞ্জপ্তি নম্বর :- 275/DCPS/HOW

আবেদন শুরুর তারিখ :- 24/08/2021

আবেদনের শেষ তারিখ :- 13/09/2021



1) পদের নাম :- Manager (Female)

শূন্যপদ :- 1 টি। 

শিক্ষাগত যোগ্যতা :- আবেদনকারীকে Psychology তে পোষ্ট গ্রাজুয়েট পাশ করতে হবে। বিস্তারিত অফিসিয়াল বিঞ্জপ্তি দেখলে জানতে পারবেন ৷

বয়সসীমা :- আবেদনকারীর বয়স হতে হবে 01/07/2021 অনুযায়ী 23 থেকে 40 বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।

বেতন :- এই পদের ক্ষেত্রে Rs. 19,250/-  টাকা বেতন দেওয়া হবে। 


2) পদের নাম :- Social Worker (Female)

শূন্যপদ :- 1 টি। 

শিক্ষাগত যোগ্যতা :- আবেদনকারীকে Psychology অথবা Social Work এ গ্রাজুয়েট পাশ করতে হবে। বিস্তারিত অফিসিয়াল বিঞ্জপ্তি দেখলে জানতে পারবেন ৷

বয়সসীমা :- আবেদনকারীর বয়স হতে হবে 01/07/2021 অনুযায়ী 21 থেকে 40 বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।

বেতন :- এই পদের ক্ষেত্রে Rs. 15,440/-  টাকা বেতন দেওয়া হবে। 


3) পদের নাম :- Nurse (Female)

শূন্যপদ :- 1 টি। 

শিক্ষাগত যোগ্যতা :- আবেদনকারীকে মাধ্যমিক পাশ করতে হবে। বিস্তারিত অফিসিয়াল বিঞ্জপ্তি দেখলে জানতে পারবেন ৷

বয়সসীমা :- আবেদনকারীর বয়স হতে হবে 01/07/2021 অনুযায়ী 23 থেকে 40 বছরের মধ্যে।  সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।

বেতন :- এই পদের ক্ষেত্রে Rs. 12,000/-  টাকা বেতন দেওয়া হবে। 


4) পদের নাম :- Ayah (Female)

শূন্যপদ :- 24 টি। 

শিক্ষাগত যোগ্যতা :- আবেদনকারীকে মাধ্যমিক পাশ করতে হবে। বিস্তারিত অফিসিয়াল বিঞ্জপ্তি দেখলে জানতে পারবেন ৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিঞ্জতা থাকলে অগ্রাধিকার পাবেন ৷

বয়সসীমা :- আবেদনকারীর বয়স হতে হবে 01/07/2021 অনুযায়ী 21 থেকে 50 বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।

বেতন :- এই পদের ক্ষেত্রে Rs. 12,000/-  টাকা বেতন দেওয়া হবে। 


5) পদের নাম :- Chowkidar (Male)

শূন্যপদ :- 1 টি। 

শিক্ষাগত যোগ্যতা :- আবেদনকারীকে অষ্টম শ্রেণী পাশ করতে হবে। বিস্তারিত অফিসিয়াল বিঞ্জপ্তি দেখলে জানতে পারবেন ৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিঞ্জতা থাকলে অগ্রাধিকার পাবেন ৷

বয়সসীমা :- আবেদনকারীর বয়স হতে হবে 01/07/2021 অনুযায়ী 21 থেকে 50 বছরের মধ্যে।  সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।

বেতন :- এই পদের ক্ষেত্রে Rs. 12,000/-  টাকা বেতন দেওয়া হবে। 

আবেদন পদ্ধতি :- আবেদনকারী অনলাইন অথবা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনে www.howrahilaparishad.in এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন ৷ 13/09/2021 তারিখের মধ্যে আবেদন সম্পূর্ণ করতে হবে। 


প্রয়োজনীয় নথীপত্র :- 

1) বয়সের প্রমাণপত্র ৷

2) শিক্ষা গত সংস্থাপত্র ৷

3) কাস্ট সার্টিফিকেট ৷

4) ভোটার অথবা আধার কার্ড ৷

5) অভিঞ্জতার সংস্থাপত্র ৷

নিয়োগ পদ্ধতি :- লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে ৷


আবেদন ফি :-  আবেদন করার সময় প্রার্থীদের ক্ষেত্রে  আবেদন ফী লাগবে না।

Join Telegram

Join Facebook

Official Notification

Click Here

Official  Website

Click Here

Online  Apply

Click Here

ONLINE TATHYAবিশ্বস্ত চাকরির খবরের ওয়েবপোর্টাল। সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তাই প্রতিদিন নিত্যনতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন ৷

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top