চাকরি পার্থীদের জন্য সুখবর পশ্চিমবঙ্গের District Magistrate অফিসে এইট পাশ, মাধ্যমিক পাশ ও উচ্চমাধমিক পাশে কর্মী নিয়োগের বিঞ্জপ্তি প্রকাশিত হল ৷ নিয়োগ করা হবে হাওড়ার DM অফিসে পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে পুরুষ ও মহিলা উভয়েই আবেদন করতে পারবেন। নিয়োগ করছে District Child Protection Unit এ অনলাইন এবং অফলাইনের এর মাধ্যমে পার্থীরা আবেদন করতে পারবেন। বিস্তারীত সমস্ত কিছু নিচে দেওয়া হলো-
বিঞ্জপ্তি প্রকাশের তারিখ :- 19/08/2021
বিঞ্জপ্তি নম্বর :- 275/DCPS/HOW
আবেদন শুরুর তারিখ :- 24/08/2021
আবেদনের শেষ তারিখ :- 13/09/2021
1) পদের নাম :- Manager (Female)
শূন্যপদ :- 1 টি।
শিক্ষাগত যোগ্যতা :- আবেদনকারীকে Psychology তে পোষ্ট গ্রাজুয়েট পাশ করতে হবে। বিস্তারিত অফিসিয়াল বিঞ্জপ্তি দেখলে জানতে পারবেন ৷
বয়সসীমা :- আবেদনকারীর বয়স হতে হবে 01/07/2021 অনুযায়ী 23 থেকে 40 বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।
বেতন :- এই পদের ক্ষেত্রে Rs. 19,250/- টাকা বেতন দেওয়া হবে।
2) পদের নাম :- Social Worker (Female)
শূন্যপদ :- 1 টি।
শিক্ষাগত যোগ্যতা :- আবেদনকারীকে Psychology অথবা Social Work এ গ্রাজুয়েট পাশ করতে হবে। বিস্তারিত অফিসিয়াল বিঞ্জপ্তি দেখলে জানতে পারবেন ৷
বয়সসীমা :- আবেদনকারীর বয়স হতে হবে 01/07/2021 অনুযায়ী 21 থেকে 40 বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।
বেতন :- এই পদের ক্ষেত্রে Rs. 15,440/- টাকা বেতন দেওয়া হবে।
3) পদের নাম :- Nurse (Female)
শূন্যপদ :- 1 টি।
শিক্ষাগত যোগ্যতা :- আবেদনকারীকে মাধ্যমিক পাশ করতে হবে। বিস্তারিত অফিসিয়াল বিঞ্জপ্তি দেখলে জানতে পারবেন ৷
বয়সসীমা :- আবেদনকারীর বয়স হতে হবে 01/07/2021 অনুযায়ী 23 থেকে 40 বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।
বেতন :- এই পদের ক্ষেত্রে Rs. 12,000/- টাকা বেতন দেওয়া হবে।
4) পদের নাম :- Ayah (Female)
শূন্যপদ :- 24 টি।
শিক্ষাগত যোগ্যতা :- আবেদনকারীকে মাধ্যমিক পাশ করতে হবে। বিস্তারিত অফিসিয়াল বিঞ্জপ্তি দেখলে জানতে পারবেন ৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিঞ্জতা থাকলে অগ্রাধিকার পাবেন ৷
বয়সসীমা :- আবেদনকারীর বয়স হতে হবে 01/07/2021 অনুযায়ী 21 থেকে 50 বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।
বেতন :- এই পদের ক্ষেত্রে Rs. 12,000/- টাকা বেতন দেওয়া হবে।
5) পদের নাম :- Chowkidar (Male)
শূন্যপদ :- 1 টি।
শিক্ষাগত যোগ্যতা :- আবেদনকারীকে অষ্টম শ্রেণী পাশ করতে হবে। বিস্তারিত অফিসিয়াল বিঞ্জপ্তি দেখলে জানতে পারবেন ৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিঞ্জতা থাকলে অগ্রাধিকার পাবেন ৷
বয়সসীমা :- আবেদনকারীর বয়স হতে হবে 01/07/2021 অনুযায়ী 21 থেকে 50 বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।
বেতন :- এই পদের ক্ষেত্রে Rs. 12,000/- টাকা বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি :- আবেদনকারী অনলাইন অথবা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনে www.howrahilaparishad.in এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন ৷ 13/09/2021 তারিখের মধ্যে আবেদন সম্পূর্ণ করতে হবে।
প্রয়োজনীয় নথীপত্র :-
1) বয়সের প্রমাণপত্র ৷
2) শিক্ষা গত সংস্থাপত্র ৷
3) কাস্ট সার্টিফিকেট ৷
4) ভোটার অথবা আধার কার্ড ৷
5) অভিঞ্জতার সংস্থাপত্র ৷
নিয়োগ পদ্ধতি :- লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে ৷
আবেদন ফি :- আবেদন করার সময় প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফী লাগবে না।
Official Notification |
|
Official Website |
|
Online Apply |
“ONLINE TATHYA“বিশ্বস্ত চাকরির খবরের ওয়েবপোর্টাল। সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তাই প্রতিদিন নিত্যনতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন ৷