এইট পাশে রাজ্যের পৌরসভায় গ্রুপ-ডি কর্মী নিয়োগ | Siliguri Municipal Corporation Vacancy 2021

রাজ্যের পৌরসভায় গ্রুপ-ডি কর্মী নিয়োগের বিঞ্জপ্তি প্রকাশিত করা হয়েছে ৷ যেখানে নিয়োগ করা হবে সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে ৷ আবেদনকারীরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই আবেদন করতে পারবেন ৷ নিয়োগের বিঞ্জপ্তি প্রকাশিত করেছে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন ৷ যে সকল পার্থীরা শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন- এ কাজ করতে আগ্রহী তাদের জন্য রইল সম্পূর্ন আবেদন পক্রিয়া ৷ Siliguri municipal corporation vacancy 2021

বিঞ্জপ্তি প্রকাশের তারিখ :- 26/07/2021

আবেদনের শেষ তারিখ :- 05/08/2021


পদের নাম :- ড্রাইভার ৷

মোট শূন্যপদ :- 16 টি ৷


শিক্ষাগত যোগ্যতা :- আবেদনকারীকে অষ্টম শ্রেণী পাশ হতে হবে ৷ যে কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৷ সঙ্গে বৈধ্য ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং দুবছরের গাড়ি চালানোর অভিঞ্জতা থাকতে হবে ৷


বয়সসীমা :- বয়স হতে হবে অন্তত 20 থেকে কত বছরের মধ্যে বয়স হতে হবে বলা হয়নি ৷ বয়স হিসাব করবেন 01 জানুয়ারী, 2021 তারিখের হিসেবে ৷


আবেদন পদ্ধতি :- অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ৷ বায়োডাটা সহ সমস্ত প্রয়োজনীয় নথিপত্র একটি মুখবন্ধ খামে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের Establishment Section – এ জমা করতে হবে ৷ আবেদন জমা দেওয়ার শেষ তারিখ 05/08/2021 বিকাল 4 টা পর্যন্ত ৷

Join Telegram

Join Facebook

Official Notification

Click Here

Official  Website

Click Here

Online  Apply

Click Here

ONLINE TATHYAবিশ্বস্ত চাকরির খবরের ওয়েবপোর্টাল।সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তাই প্রতিদিন নিত্যনতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন ৷

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top