রাজ্যের কলেজে গ্রুপ-সি ও গ্রূপ-ডি পদে চুক্তির ভিত্তিতে পার্থী নিয়োগের বিঞ্জপ্তি প্রকাশিত হয়েছে ৷ পশ্চিমবঙ্গের যেকনো জেলা থেকে পার্থীরা আবেদন করতে পারবেন ৷ কোনোরূপ লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ-এর মাধ্যমে চাকরির সূযোগ রয়েছে ৷ কোন কোন পদে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত নীচে দেওয়া হল-
পদের নাম :- লাইব্রেরী এটেনডেন্ট, অফিস পিওন, জুনিয়র দারোয়ান, জুনিয়র ইলেকট্রিশিয়ান, জুনিয়ার জমাদার ৷
মোট শূন্যপদ :- লাইব্রেরী এটেনডেন্ট ১ টি, অফিস পিয়ন ১ টি, জুনিয়ার দারোয়ান ১ টি, জুনিয়র ইলেকট্রিশিয়ান ১ টি, জুনিয়ার জমাদার ১ টি ৷
শিক্ষাগত যোগ্যতা :- পার্থীকে অষ্টম শ্রেণি পাশ হতে হবে ৷ সঙ্গে কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্ততপক্ষে তিন বছরের কাজের অভিঞ্জতা থাকলে অগ্রাধিকার পাবেন ৷
বেতন :- প্রতি মাসে 5400/- থেকে 18,600/- টাকা বেতন দেওয়া হবে ৷ সঙ্গে গ্রেড পে 1,800 টাকা ৷
নির্বাচন পদ্ধতি :- লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর উপর ভিত্তি করে পার্থী নির্বাচন করা হবে ৷ লিখিত পরীক্ষা হবে ১৫০ নম্বরের এবং ইন্টারভিউ হবে ২০ নম্বরের ৷ প্রশ্ন MCQ টাইপ থাকবে ৷ কম্পিউটার এর উপর প্রশ্ন থাকবে ৫০ নম্বরের ৷
বয়সসীমা :- পার্থীর বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে ৷ সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির পার্থীরা বয়সে ছাড় পাবেন ৷
আবেদন পদ্ধতি :- আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে ৷ নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে সঠিক ভাবে আবেদন পত্র পূরোন করে সাথে সমস্ত নথিপত্রের ও স্ক্যান করা ফটো ও অনান্য প্রয়োজনীয় তথ্য আপলোড করতে হবে ৷
আবেদন ফি :- উপরোক্ত পদগুলির ক্ষেত্রে জেনারেল ও OBC পার্থীদের জন্য আবেদন ফি 300 টাকা ধার্য করা হয়েছে ৷
আবেদনের শেষ তারিখ :- 06/01/2021
বিস্তারিত ভিডিও দেখে জানুন :- Click Here
আবেদনপত্র ডাউনলোড করুন :- Click Here
অফিসিয়াল ওয়েবসাইট :- Click Here