এইট পাশে গ্রুপ ডি পদে স্থায়ী চাকরি : West Bengal Group D Job

এইট পাশে গ্রুপ ডি পদে স্থায়ী চাকরি : West Bengal Group D Job


পশ্চিমবঙ্গের চাকরি পার্থীদের জন্য বিরাট সুখবর ৷ রাজ্যে অষ্টম শ্রেণি পাশে 135 টি শূন্যপদে গ্রুপ ডি স্থায়ী পদে কর্মী নিয়োগের বিঞ্জপ্তি প্রকাশিত হয়েছে ৷ পশ্চিমবঙ্গের পুরুষ ও মহিলা উভয়েই আবেদন করতে পারবেন ৷ লিখিত পরীক্ষা ছাড়ায় শুধুমাত্র ইন্টারভিউ-এর মাধ্যমে নিয়োগ করা হবে এবং কনো আবেদন ফি লাগবে না ৷ 

West Bengal Group D Job

বিঞ্জপ্তি প্রকাশের তারিখ :- 29/12/2020

বিঞ্জপ্তি নম্বর :– DINC/G/1561

আবেদনের শেষ তারিখ :- 15/01/2021

মোট শূন্যপদ :- 135 টি


পদের নাম :- গ্রুপ ডি

1. সুইপার মেট (7 টি)

2. মেট (14 টি)

3. ইলেকট্রিশিয়ান হেল্পার (1 টি)

4. পিয়ন /অর্ডরলি / মেসেঞ্জার (5টি)

5. হেল্পার ফ্রম গ্যাংম্যান (10 টি)

6. হেল্পার/ক্লিনার/এটেনডেন্ট (4 টি)

7. সুইপার (30 টি)

8. হেল্পার টিউবওয়েল (1 টি)

9. প্লাম্বিং হেল্পার (1 টি)

10. পাইপলাইন হেল্পার (1 টি)

11. মজদুর (57 টি)


শিক্ষাগত যোগ্যতা :- সমস্ত পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হতে হবে অষ্টম শ্রেণি পাশ ৷ শুধুমাত্র সুইপার পদের ক্ষেত্রে কনো যোগ্যতা লাগবে না লিখতে পড়তে জানলেই আবেদন করা যাবে ৷


বয়সসীমা :- প্রতিটি পদের ক্ষেত্রে বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে ৷বয়স হিসাব করতে হবে 1, জানুয়ারি 2020 অনুযায়ী ৷ সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির পার্থীরা বয়সে ছাড় পাবেন ৷


বেতন :- সুইপার মেট ও মেট পদের ক্ষেত্রে বেতন দেওয়া হবে 17,600/- থেকে 45,200/- টাকা ৷ (পে লেভেল 2 অনুযায়ী) এছাড়া অন্যান্য পদের ক্ষেত্রে 17,000/- থেকে 43,600/- টাকা পর্যন্ত ৷ (পে লেভেল 1 অনুযায়ী)


আবেদন পদ্ধতি :-

আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে ৷ আবেদন পত্র এবং প্রবেশ পত্র (Admit Card) প্রিন্ট করে কালো বল পেনে নির্দিষ্ট ফরমেটে পূরন করতে হবে ৷ অফিসিয়াল বিঞ্জপ্তির নিচের অংশে আবেদন পত্র এবং প্রবেশ পত্র (Admit Card) পাবেন ৷ সঠিক ভাবে আবেদন পত্র পূরণ করে এবং সমস্ত নথিপত্র সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ৷ দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশনের নির্দিষ্ট ড্রপবক্সে সরাসরি গিয়ে জমা দিতে হবে ৷ আবেদনপত্র  যে খামে ভরে পাঠাবেন ঐ খামের উপর লিখতে হবে 

“Application for the post of……..(যে পদে আবেদন করবেন ফাঁকা জায়গায় সেই পদের নাম লিখবেন) 

*একজন পার্থী শুধুমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন ৷ একাধিক পদে আবেদন করলে আবেদন পত্র বাতিল হবে ৷


আবেদনের শেষ তারিখ :- আবেদন করা যাবে 15 জানুয়ারি, 2021 বিকাল 5 টা পর্যন্ত ৷


আবেদন ফি :- শূন্য


আবেদন পাঠানোর ঠিকানা :- দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশনের নির্দিষ্ট ড্রপবক্সে সরাসরি গিয়ে জমা দিতে হবে ৷


আবেদন পত্রের সঙ্গে যে সব নথি পত্র জমা দিতে হবে :- 

1) বয়সের প্রমান পত্র (জন্ম শংসা পত্র/ বিদ্যালয় শংসা পত্র)

2) জাতিগত শংসা পত্র ( তপশিলী জাতি,উপজাতি ও ওবিসি প্রার্থীদের জন্য)

3) অভিঞ্জতা শংসাপত্র (যদি থাকে)

4) প্রতিবন্ধী শংসাপত্র (প্রতিবন্ধী প্রার্থীদের জন্য)

5) শিক্ষাগত শংসাপত্র


প্রসঙ্গত, আবেদন করার পরবর্তীকালে ইন্টারভিউ-এর তারিখ ও স্থান সহ এডমিট কার্ড‌টি আবেদনকারীর বাড়ির ঠিকানায় দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশনের তরফ থেকে পাঠানো হবে ৷


বিস্তারিত জানুন :- 


আবেদনপত্র ডাউনলোড করুন :- 

অফিসিয়াল ওয়েবসাইট :- 



সমস্ত আপডেট পেতে এখনই  আমাদের টেলিগ্রাম চ্যানেল  Join হন  



“ONLINE TATHYA” বিশ্বস্ত চাকরির খবরের ওয়েব পোর্টাল। সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তাই প্রতিদিন নিত্যনতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন ৷

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top