এইট পাশে গ্রুপ ডি পদে স্থায়ী চাকরি : West Bengal Group D Job
বিঞ্জপ্তি প্রকাশের তারিখ :- 29/12/2020
বিঞ্জপ্তি নম্বর :– DINC/G/1561
আবেদনের শেষ তারিখ :- 15/01/2021
মোট শূন্যপদ :- 135 টি
পদের নাম :- গ্রুপ ডি
1. সুইপার মেট (7 টি)
2. মেট (14 টি)
3. ইলেকট্রিশিয়ান হেল্পার (1 টি)
4. পিয়ন /অর্ডরলি / মেসেঞ্জার (5টি)
5. হেল্পার ফ্রম গ্যাংম্যান (10 টি)
6. হেল্পার/ক্লিনার/এটেনডেন্ট (4 টি)
7. সুইপার (30 টি)
8. হেল্পার টিউবওয়েল (1 টি)
9. প্লাম্বিং হেল্পার (1 টি)
10. পাইপলাইন হেল্পার (1 টি)
11. মজদুর (57 টি)
শিক্ষাগত যোগ্যতা :- সমস্ত পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হতে হবে অষ্টম শ্রেণি পাশ ৷ শুধুমাত্র সুইপার পদের ক্ষেত্রে কনো যোগ্যতা লাগবে না লিখতে পড়তে জানলেই আবেদন করা যাবে ৷
বয়সসীমা :- প্রতিটি পদের ক্ষেত্রে বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে ৷বয়স হিসাব করতে হবে 1, জানুয়ারি 2020 অনুযায়ী ৷ সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির পার্থীরা বয়সে ছাড় পাবেন ৷
বেতন :- সুইপার মেট ও মেট পদের ক্ষেত্রে বেতন দেওয়া হবে 17,600/- থেকে 45,200/- টাকা ৷ (পে লেভেল 2 অনুযায়ী) এছাড়া অন্যান্য পদের ক্ষেত্রে 17,000/- থেকে 43,600/- টাকা পর্যন্ত ৷ (পে লেভেল 1 অনুযায়ী)
আবেদন পদ্ধতি :-
“Application for the post of……..(যে পদে আবেদন করবেন ফাঁকা জায়গায় সেই পদের নাম লিখবেন)
*একজন পার্থী শুধুমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন ৷ একাধিক পদে আবেদন করলে আবেদন পত্র বাতিল হবে ৷
আবেদনের শেষ তারিখ :- আবেদন করা যাবে 15 জানুয়ারি, 2021 বিকাল 5 টা পর্যন্ত ৷
আবেদন ফি :- শূন্য
আবেদন পাঠানোর ঠিকানা :- দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশনের নির্দিষ্ট ড্রপবক্সে সরাসরি গিয়ে জমা দিতে হবে ৷
আবেদন পত্রের সঙ্গে যে সব নথি পত্র জমা দিতে হবে :-
1) বয়সের প্রমান পত্র (জন্ম শংসা পত্র/ বিদ্যালয় শংসা পত্র)
2) জাতিগত শংসা পত্র ( তপশিলী জাতি,উপজাতি ও ওবিসি প্রার্থীদের জন্য)
3) অভিঞ্জতা শংসাপত্র (যদি থাকে)
4) প্রতিবন্ধী শংসাপত্র (প্রতিবন্ধী প্রার্থীদের জন্য)
5) শিক্ষাগত শংসাপত্র
প্রসঙ্গত, আবেদন করার পরবর্তীকালে ইন্টারভিউ-এর তারিখ ও স্থান সহ এডমিট কার্ডটি আবেদনকারীর বাড়ির ঠিকানায় দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশনের তরফ থেকে পাঠানো হবে ৷
বিস্তারিত জানুন :-
আবেদনপত্র ডাউনলোড করুন :-
অফিসিয়াল ওয়েবসাইট :-
সমস্ত আপডেট পেতে এখনই আমাদের টেলিগ্রাম চ্যানেল এ Join হন ।
“ONLINE TATHYA” বিশ্বস্ত চাকরির খবরের ওয়েব পোর্টাল। সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তাই প্রতিদিন নিত্যনতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন ৷