Data Entry Operator Jobs: চাকরি প্রার্থীদের জন্য আবারও সুখবর। উচ্চ মাধ্যমিক পাশে CSIR-খনিজ এবং পদার্থ কারিগরিবিদ্যা প্রতিষ্ঠানে ( CSIR – Institute of Mineral and Materials Technology), Junior secretariat Assistant (general), Junior secretariat Assistant(F&A), Junior secretariat Assistant (S&P) এবং Junior Stenographer পদে কর্মী নিয়োগ চলছে। ভারতবর্ষের যে কোন জায়গা থেকে আবেদন করতে পারবেন। পুরুষ ও মহিলা উভয়েই আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন , আবেদনের শেষ তারিখ, কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে সমস্ত কিছু নিম্নে আলোচনা করা হল।
বিজ্ঞপ্তি নম্বর :- 02/2011
আবেদন শুরুর তারিখ :- 20/05/2021
আবেদনের শেষ তারিখ :- 21/06/2021
1) পদের নাম :- Junior secretariat Assistant (Gen)
মোট শূন্যপদ :- 07 টি (UR-04, SC-01, ST-01, EWS-01)
শিক্ষাগত যোগ্যতা :- আবেদনকারীকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে এবং কম্পিউটার ইংরেজি টাইপিং এর ক্ষেত্রে 35 ওয়ার্ড পার মিনিট (wpm) স্পিড থাকতে হবে।
বয়স সীমা :- আবেদনকারীকে 28 বছর বয়সের মধ্যে হতে হবে।
বেতন :- এই পদের ক্ষেত্রে পে লেভেল 2 অনুযায়ী 19,900 টাকা থেকে 63,200 টাকা বেতন প্রদান করা হবে প্রতিমাসে।
2) পদের নাম :- Junior secretariat Assistant (F&A)
মোট শূন্য পদ :- 2 টি ( UR-2)
শিক্ষাগত যোগ্যতা :- আবেদনকারীকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে এবং কম্পিউটার ইংরেজি টাইপিং এর ক্ষেত্রে 35 ওয়ার্ড পার মিনিট (wpm) স্পিড থাকতে হবে।
বয়স সীমা :- আবেদনকারীকে 28 বছর বয়সের মধ্যে হতে হবে।
বেতন :- এই পদের ক্ষেত্রে পে লেভেল 2 অনুযায়ী 19,900 টাকা থেকে 63,200 টাকা বেতন প্রদান করা হবে প্রতিমাসে।
3) পদের নাম :- Junior secretariat Assistant (S&P)
মোট শূন্য পদ :- 3 টি ( UR-2 , ST-01)
শিক্ষাগত যোগ্যতা :- আবেদনকারীকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে এবং কম্পিউটার ইংরেজি টাইপিং এর ক্ষেত্রে 35 ওয়ার্ড পার মিনিট (wpm) স্পিড থাকতে হবে।
বয়স সীমা :- আবেদনকারীকে 28 বছর বয়সের মধ্যে হতে হবে।
বেতন :- এই পদের ক্ষেত্রে পে লেভেল 2 অনুযায়ী 19,900 টাকা থেকে 63,200 টাকা বেতন প্রদান করা হবে প্রতিমাসে।
4) পদের নাম :- Junior Stenographer
মোট শূন্য পদ :- 2 টি ( UR-2)
শিক্ষাগত যোগ্যতা :- আবেদনকারীকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে এবং কম্পিউটার ইংরেজি টাইপিং এর ক্ষেত্রে 35 ওয়ার্ড পার মিনিট (wpm) স্পিড থাকতে হবে।
বয়স সীমা :- আবেদনকারীকে 27 বছর বয়সের মধ্যে হতে হবে।
বেতন :- Stenographer পদের ক্ষেত্রে পে লেভেল 4 অনুযায়ী 25,500 টাকা থেকে 81,100 টাকা বেতন প্রদান করা হবে প্রতিমাসে।
আবেদন পদ্ধতি :- আবেদনকারীকে CSIR এর অফিশিয়াল ওয়েবসাইট www.immt.res.in – এ আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে।
বিশেষ দ্রষ্টব্য :- শূন্যপদ প্রয়োজনে বাড়তে বা কমতে পারে সিলেকশনের সময়।
Official Notification |
|
Official Website |
|
Online Apply |