WB Health Job: রাজ্যের স্বাস্থ্য দপ্তরে (West Bengal Health Recruitment Board) তরফ থেকে নতুন কর্মী নিয়োগের বিঞ্জপ্তি প্রকাশ করা হয়েছে । পশ্চিমবঙ্গের যে কোনও জেলার বাসিন্দা নিম্নলিখিত যোগ্যতা থাকলে এই পদে আবেদন করতে পারবেন । নিয়োগ করা হবে সরাসরি ইন্টারভিউ-এর মাধ্যমে ৷ WB Health Recruitment 2021.
বিজ্ঞপ্তি নম্বর :- DMGMCH/PRL/386/1(12)
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ :- 04/05/2021
ইন্টারভিউ-এর তারিখ :- 10/05/2021
পদের নাম :- মেডিক্যাল টেকনোলজিস্ট (Critical Care)
মোট শুন্যপদ :- 6 টি ৷
শিক্ষাগত যোগ্যতা :- পার্থীকে উচ্চমাধ্যামিক পাস হতে হবে (10+2). যেকোনো সরকারি অনুমদিত প্রতিষ্ঠান থেকে এবং উচ্চমাধ্যামিকে পদার্থবিদ্যা , রসায়ন, ও জীব বিদ্যা নিয়ে পাশ করতে হবে । এছাড়াও উল্লেখ্য বিষয়ে অর্থাৎ মেডিক্যাল টেকনোলজিস্ট (CRITICAL CARE) 2 বছরের ডিপ্লমা কোর্স পাস করে থাকতে হবে ৷
বয়সসীমা :- আবেদনকারীর বয়স 21 থেকে 39 বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাব করতে হবে 01/01/2020 তারিখ অনুযায়ী । সরকারি নিয়ম অনুযায়ী রাজ্যের SC/ST প্রার্থীরা 5 বছরের ও OBC প্রার্থীরা 3 বছরের বয়সের ছাড় পাবেন।
বেতন :- এই পদের ক্ষেত্রে শুরুতে বেতন দেওয়া হবে 17,220/- টাকা।
নিয়োগ পদ্ধতি :- উচ্চমাধ্যমিক পরীক্ষার নম্বরের ওপর ভিত্তি করে বাছাই করা হবে, এবং ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে । ইন্টারভিউ হবে আগামী 10 মে দুপুর 2:30 টা থেকে ৷
ইন্টারভিউ-এর স্থান :- Purulia Deben Mahata Govt. Medical College Hospital, Office of the chamber of Principal.
আবেদন পদ্ধতি :- ইন্টারভিউ-এর দিন নির্দিষ্ট আবেদন পত্র পূরণ করে সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে নিম্নলিখিত ঠিকানায় পৌঁছে যেতে হবে ৷ সঙ্গে অরজিনাল ডকুমেন্ট নিয়ে যেতে হবে ৷ বিস্তারিত জানতে অফিসিয়াল বিঞ্জপ্তি ডাউনলোড করুন ৷
Official Notification |
|
Official Website |
|
Online Apply |
“ONLINE TATHYA” বিশ্বস্তচাকরির খবরের ওয়েব পোর্টাল। সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তাই প্রতিদিন নিত্যনতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন ৷