Online Tathya: Best Digital Marketing Training Agency & Institute in Kolkata, West Bengal

উচ্চমাধ্যমিক পাশে স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ চলছে অনলাইন এ আবেদন করুন | Health Department Job Vacancy 2021

উচ্চমাধ্যমিক পাশে স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ।  নিয়োগ করা হবে Balurghat District হসপিটাল Medical Microbiologist, Medical Technologist, data entry Operator পদে। এটি পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার একটি সরকারি হসপিটাল। নিয়োগ করা হবে ইন্টারভিউএর মাধ্যমে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। বিস্তারিত নিচে দেওয়া হলো

 

বিঞ্জপ্তি নম্বর :- DHFWS/1390

বিঞ্জপ্তি প্রকাশের তারিখ :- 17/06/2021

অনলাইনে আবেদনের শেষ তারিখ :- 05/07/2021

মোট শূন্যপদ :- 10 টি।

 

1) পদের নাম :- Medical Microbiologist

শূন্যপদ :- 2 টি। (UR-01, Sc-01)

শিক্ষাগত যোগ্যতা :- M.SC পাশ করতে হবে (Modlecular Biology/ Microbiology/ Biotechnology/ Microbiology) সাথে সংশিলিষ্ট ক্ষেত্রে বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন :- এই পদের ক্ষেত্রে 40,000/- টাকা বেতন দেওয়া হবে।

 

2) পদের নাম :- Medical Lab Technologist

শূন্যপদ :- 4 টি। (UR-02, Sc-01, ST-01)

শিক্ষাগত যোগ্যতা :- বিজ্ঞান বিভাগ থেকে (Physics, Chemistry, Maths/ biology) সাবজেক্ট নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। সাথে Medical Lab Technologist Diploma অথবা B.Sc MLT পাশ হতে হবে।

বেতন :- এই পদের ক্ষেত্রে 17,000/- টাকা বেতন দেওয়া হবে।

 

3) পদের নাম :- Data Entry Operator

শূন্যপদ :- 4 টি। (UR-24, Sc-01, ST-01)

শিক্ষাগত যোগ্যতা :- আবেদনকারীকে গ্র্যাজুয়েট পাশ করতে হবে। সাথে কম্পিউটার এপ্লিকেশন কোর্স করে থাকতে হবে এবং ইংলিশ টাইপিং Speed 30 wpm হতে হবে।

বেতন :- এই পদের ক্ষেত্রে 13,000/- টাকা বেতন দেওয়া হবে।

 

বয়সসীমা :- আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে 01/01/2021 তারিখ অনুযায়ী।  সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।

 

আবেদন পদ্ধতি :- অনলাইনের মাধ্যমে https://www.dakshindinajpurhealth.org/ওয়েবসাইট গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। অনলাইন আবেদন করার জন্য একটি চালু মোবাইল নম্বর একটি ইমেইল আইডি প্রয়োজন হবে। অনলাইনে আবেদন করতে পারবেন 17/06/2021 থেকে 05/07/2021 তারিখ বিকাল টা পর্যন্ত।

 

আবেদন ফী :- Genarel প্রার্থীদের 100/- টাকা এবং SC/ST প্রার্থীদের 50/- টাকা আবেদন ফী লাগবে। ব্যাংক Demand draft এর মাধ্যমে Registtry or Speed পোস্ট পাঠাতে হবে 13/07/2021 এর মধ্যে

 

নিয়োগ পদ্ধতি :- সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। 

Join Telegram

Join Facebook

Official  Notification

Click Here

Official  Website

Click Here

Online  Apply

Click Here

“ONLINE TATHYA” বিশ্বস্ত চাকরির খবরের ওয়েব পোর্টাল। সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তাই প্রতিদিন নিত্যনতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top