H.S Pass WB Govt Job : উচ্চমাধ্যমিক পাশে রাজ্যে MGNREGA প্রকল্পে কর্মী নিয়োগ
WB Govt Job :- পশ্চিমবঙ্গে উচ্চমাধ্যমিক পাশে MGNREGA প্রকল্পে কাজ দেখাশোনার জন্য গ্রাম রোজকার সহায়ক (GRS) পদে কর্মী নিয়োগের বিঞ্জপ্তি প্রকাশিত হয়েছে ৷ এক বছরের চুক্তির ভিত্তিতে এই কর্মী নিয়োগ করা হবে ৷ নিয়োগ করা হচ্ছে উত্তর দিনাজপুর জেলার, রায়গঞ্জ ব্লকের বিন্দোল, কমলবাড়ী-2, বীরঘোই গ্রাম পঞ্চায়েত এলাকায় এই কর্মী নিয়োগ করা হবে ৷ আবেদনকারীকে অবশ্যই উত্তর দিনাজপুর, রায়গঞ্জ ব্লক এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে ৷
বিঞ্জপ্তি প্রকাশের তারিখ :- 29/12/2020
বিঞ্জপ্তি নম্বর :- 5678/Genl./R(I)-14/SWC/2016
আবেদন শুরু :- 05/01/2021
আবেদনের শেষ তারিখ :- 20/01/2021
মোট শূন্যপদ :- 3টি
পদের নাম :- গ্রাম রোজকার সহায়ক (GRS)
শিক্ষাগত যোগ্যতা :- প্রার্থী কে উচ্চমাধ্যমিকে ৫৫ শতাংশ নম্বর নিয়ে বিঞ্জান বিভাগে পাশ করতে হবে ৷ এবং পার্থীর উচ্চমাধ্যমিক এ গণিত এবং পদার্থবিদ্যা বিষয় পড়ে থাকতে হবে ৷ সঙ্গে আবেদনকারীকে অবশ্যই ৬ মাসের কম্পিউটার কোর্স করে থাকতে হবে ৷
বয়সসীমা :- বয়স হতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে ৷ 1 জানুয়ারি,2021 তারিখের হিসাবে বয়স হিসাব করতে হবে ৷
আবেদন পদ্ধতি :- অফিসিয়াল বিঞ্জপ্তির নিচের অংশে আবেদন পত্র সংযুক্ত রয়েছে সেটি A4 সাইজের পেপারে প্রিন্ট করে সঠিকভাবে নির্দিষ্ট ফরমেটে আবেদন করতে হবে ৷ আবেদন পত্র এবং আবেদন কারীর সমস্ত প্রয়োজনী নথিপত্র সেল্ফ অ্যাটেস্টেড করে একটি মুখ বন্ধ খামে ভরে উত্তর দিনাজপুর জেলার, রায়গঞ্জ ব্লক অফিসের নির্দিষ্ট ব্লক অফিসে আবেদন পত্র জমা করতে হবে নির্দিষ্ট তারিখের মধ্যে সকাল ১১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ৷ পোস্ট অফিস এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন পত্র পাঠানো যাবে না ৷
নিয়োগ পদ্ধতি :- আবেদন করার পর, আবেদনকারীদের উচ্চমাধ্যমিকের নম্বরের উপর ভিত্তি করে মেরিট লিস্ট প্রকাশিত হবে ৷
আবেদন ফি :- শূন্য
আবেদনের শেষ তারিখ :- 20/01/2021 বিকাল ৫ টা পর্যন্ত ৷
আবেদন পাঠানোর ঠিকানা :- উত্তর দিনাজপুর জেলার, রায়গঞ্জ ব্লক অফিসের নির্দিষ্ট ব্লক অফিসে আবেদন পত্র জমা করতে হবে নির্দিষ্ট তারিখের মধ্যে সকাল ১১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ৷
আবেদন পত্রের সঙ্গে যেসব ডকুমেন্টস লাগবে :-
*অবশ্যই ফটো কপি করে সেল্ফ অ্যাটেস্টেড করতে হবে ৷
১. বয়সের প্রমানপত্র (মাধ্যমিক অ্যাডমিট কার্ড) ৷
২. এডুকেশন কোয়ালিফিকেশন (2 সাইড উচ্চমাধ্যমিকের মার্কশিট ) এবং কম্পিউটার সার্টিফিকেট ৷
৩. ভোটার কার্ড এবং আঁধার কার্ড ৷
৪. নিজের ঠিকানার পোস্টল খাম ৷
৫. এই মূহুর্তের একটি পাসপোর্ট সাইজের ছবি ৷
বিস্তারিত অফিসিয়াল বিঞ্জপ্তি ডাউনলোড করে জানতে পারবেন ৷ আবেদন করার আগে অবশ্যই অফিসিয়াল বিঞ্জপ্তি দেখে নেবেন ৷
আবেদনপত্র ডাউনলোড করুন :-
অফিসিয়াল ওয়েবসাইট :-
সমস্ত আপডেট পেতে এখনই আমাদের টেলিগ্রাম চ্যানেল এ Join হন ।
“ONLINE TATHYA” বিশ্বস্ত চাকরির খবরের ওয়েব পোর্টাল। সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তাই প্রতিদিন নিত্যনতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন ৷