WB Govt Job :- পশ্চিমবঙ্গে উচ্চমাধ্যমিক পাশে MGNREGA প্রকল্পে 100 দিনের কাজ দেখাশোনার জন্য গ্রাম রোজকার সহায়ক (GRS) পদে কর্মী নিয়োগের বিঞ্জপ্তি প্রকাশিত হয়েছে ৷ উচ্চমাধ্যমিক পাশে পুরুষ মহিলা উভয়েই আবেদন করতে পারবেন ৷ নিয়োগ করা হচ্ছে মালদা জেলার, হরিশচন্দ্রপুর -১ ব্লক এলাকায় এই কর্মী নিয়োগ করা হবে ৷ আবেদনকারীকে অবশ্যই হরিশচন্দ্রপুর-১ ব্লকের স্থায়ী বাসিন্দা ও ভোটার হতে হবে ৷ Gram Rojgar Sahayak Recruitment 2021
বিঞ্জপ্তি নম্বর :- 166/MGNREGS/H.C PUR-I
বিঞ্জপ্তি প্রকাশের তারিখ :- 25/01/2021
আবেদনের শেষ তারিখ :- 14/02/2021
মোট শূন্যপদ :- 3 টি
পদের নাম :- গ্রাম রোজকার সহায়ক (GRS)
শিক্ষাগত যোগ্যতা :- প্রার্থী কে উচ্চমাধ্যমিকে ৫৫ শতাংশ নম্বর নিয়ে বিঞ্জান বিভাগে পাশ করতে হবে ৷ এবং পার্থীর উচ্চমাধ্যমিক এ গণিত এবং পদার্থবিদ্যা বিষয় পড়ে থাকতে হবে ৷ যারা ভোকেশনালে উচ্চমাধ্যমিক পাশ করেছেন তারাও আবেদন যোগ্য ৷
বয়সসীমা :- বয়স হতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে ৷ 1 ফেব্রুয়ারি,2021 তারিখের হিসাবে বয়স হিসাব করতে হবে ৷
বেতন :- প্রতিমাসে বেতন দেওয়া হবে 12,000/- টাকা ৷
আবেদন পদ্ধতি :- অফিসিয়াল বিঞ্জপ্তির নিচের অংশে আবেদন পত্র সংযুক্ত রয়েছে সেটি ডাউনলোড করে A4 সাইজের পেপারে প্রিন্ট করে সঠিকভাবে নির্দিষ্ট ফরমেটে আবেদন করতে হবে ৷ আবেদন পত্র এবং আবেদন কারীর সমস্ত প্রয়োজনী নথিপত্র সেল্ফ অ্যাটেস্টেড করে একটি মুখ বন্ধ খামে ভরে সংশ্লিষ্ট ব্লক অফিসের ঠিকানায় আবেদন পত্র জমা করতে হবে অথবা আবেদন পত্র সহ সমস্ত নথিপত্র নির্দিষ্ট ইমেল আইডিতে পাঠাতে হবে ৷ আবেদন পত্র অফিসের ঠিকানায় পাঠালে খামের উপর লিখতে হবে “Application for the post Of Gram Rojgar Sahatak” আবেদন পত্র পাঠানোর শেষ তারিখ 14 ফেব্রুয়ারি, 2021.
নিয়োগ পদ্ধতি :- আবেদন করার পর আবেদনকারীদের উচ্চমাধ্যমিকের নম্বরের উপর ভিত্তি করে মেরিট লিস্ট প্রকাশিত হবে ৷
আবেদন ফি :- শূন্য
আবেদনের শেষ তারিখ :- 14/02/2021 বিকাল ৫ টা পর্যন্ত ৷
আরও পড়ুন :- West Bengal Govt Job Vacancy 2021: Latest WB Government Job Vacancy
আবেদন পাঠানোর ঠিকানা :- The Block Devolopment Officer, Harishchandrapur -1, Devolopment Block, Vill+Po+Ps- Harishchandrapur, Dist- Malda, Pin- 732125.
আবেদন পত্রের সঙ্গে যেসব ডকুমেন্টস লাগবে :-
*অবশ্যই ফটো কপি করে সেল্ফ অ্যাটেস্টেড করতে হবে ৷
১. বয়সের প্রমানপত্র (মাধ্যমিক অ্যাডমিট কার্ড) ৷
২. এডুকেশন কোয়ালিফিকেশন (2 সাইড উচ্চমাধ্যমিকের মার্কশিট ) এবং কম্পিউটার সার্টিফিকেট ৷
৩. ভোটার কার্ড এবং আঁধার কার্ড ৷
৪. নিজের ঠিকানার পোস্টল খাম ৷
৫. এই মূহুর্তের একটি পাসপোর্ট সাইজের ছবি ৷
বিস্তারিত অফিসিয়াল বিঞ্জপ্তি ডাউনলোড করে জানতে পারবেন ৷ আবেদন করার আগে অবশ্যই অফিসিয়াল বিঞ্জপ্তি দেখে নেবেন ৷
আবেদন পত্র পাঠানোর ইমেল :- [email protected]
আবেদনপত্র ডাউনলোড করুন :- Click Here
অফিসিয়াল ওয়েবসাইট :- Click Here
সমস্ত আপডেট পেতে এখনই আমাদের টেলিগ্রাম চ্যানেল এ Join হন ।
“ONLINE TATHYA“ বিশ্বস্ত চাকরির খবরের ওয়েব পোর্টাল। সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তাই প্রতিদিন নিত্যনতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন ৷