রাজ্যে কেন্দ্রীয় সরকারের গ্রুপ-সি কর্মী নিয়োগের বিঞ্জপ্তি প্রকাশিত হল ৷ উচ্চমাধ্যমিক সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবেন ৷ পার্থী নিয়োগ করা হবে কলকাতার ক্যাটারিং টেকনোলজি অ্যান্ড নিউট্রিশন প্রতিষ্ঠানে ৷ এটি হল কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা ৷ সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকনো জেলার পুরুষ ও মহিলা পার্থীরা আবেদন করতে পারবেন ৷
1)পদের নাম :- লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC) ৷
মোট শূন্যপদ :- 4 টি ৷ (UR-2, UR(PH)-1,OBC-1)
শিক্ষাগত যোগ্যতা :- পার্থীকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে ৷ সঙ্গে কম্পিউটারের প্রতি মিনিটে 40 টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে ৷
বয়স :- পার্থীর বয়স হতে হবে 28 বছরের মধ্যে 01/01/2022 তারিখ অনুযায়ী ৷
বেতন :- প্রতি মাসে বেতন দেওয়া হবে 19,900/- টাকা থেকে 63,200 টাকা পর্যন্ত ৷
2)পদের নাম :- অ্যাসিস্ট্যান্ট লেকচার কাম অ্যাসিস্ট্যান্ট ইন্সট্রাক্টর ৷
মোট শূন্যপদ :- 8 টি ৷ (UR-4EWS-1,OBC-2,ST-1)
শিক্ষাগত যোগ্যতা :- যে কনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হসপিটালিটি/ ট্যুরিজম নিয়ে স্নাতকোত্তর অথবা MBA করে থাকতে হবে ৷ সঙ্গে হোটৈল অ্যাডমিনিস্ট্রেশন/কুলিনারি আর্টস/ কুলিনারি সাইন্সে অন্ততপক্ষে 55% নম্বর সহ তিন বছরের ডিপ্লমা/ ফুলটাইম ডিগ্রি করে থাকতে হবে ৷ PHD এবং হোটেলে অন্তত পক্ষে ছয় মাসের কাজ করার অভিঞ্জতা থাকলে অগ্রাধিকার পাবেন ৷
বয়স :- আবেদনকারীর বয়স 35 বছরের মধ্যে হতে হবে 01/01/2022 অনুযায়ী ৷ সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত পার্থীরা বয়সে ছাড় পাবেন ৷
বেতন :- প্রতি মাসে 35,400/- টাকা থেকে 1,12,400/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে ৷
3.পদের নাম :- হিন্দি ট্রান্সলেটর ৷
মোট শূন্যপদ :- 1 টি ৷
শিক্ষাগত যোগ্যতা :- যে কনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হিন্দি সঙ্গে ইংরেজী নিয়ে স্নাকোত্তর অথবা ইংরেজি সঙ্গে হিন্দি নিয়ে স্নাতোকত্তর করে থাকতে হবে। রাজ্য সরকার অথবা কেন্দ্র সরকারের কোনো অফিসে হিন্দি থেকে ইংরেজিতে ট্রান্সলেট করার কাজের উপর দু বছরের কাজের অভিজ্ঞতা এবং প্রতি মিনিটে ৩৫ টি হিন্দি শব্দ টাইপ করার দক্ষতা থাকলে কাজে অগ্রাধিকার পাবেন।
বয়সসীমা :- পার্থীর বয়স হতে হবে 25 থেকে 40 বছরের মধ্যে 01/01/2020 অনুযায়ী ৷ সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির পার্থীরা বয়সে 5 বছরের ছাড় পাবেন ৷
বেতন :- প্রতি মাসে 25,000/- টাকা বেতন দেওয়া হবে ৷
কাজের সময় :- হিন্দি ট্রান্সলেটর পদের ক্ষেত্রে কাজের সময় সকাল ৯ তা থেকে বিকেল ৫.৩০ মিনিট পর্যন্ত। সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে এই পদে প্রার্থী নির্বাচিত করা হবে।
আবেদন পদ্ধতি :- আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। www.ihmkol.org এই ওয়েবসাইট এ গিয়ে প্রার্থীর আবেদন পত্র পূরণ করতে পারবেন। আবেদন করার সময় পার্থীকে সেলফ এটেস্টেড করা পাসপোর্ট সাইজ ফটো এবং অনন্যা প্রয়োজনীয় নথি স্ক্যান করে কাছে রাখতে হবে।
আবেদন করার শেষ তারিখ :- এই বিজ্ঞপ্তি পাবলিশ হওয়ার ২০ দিনের মধ্যে আবেদন করতে হবে।
আবেদন ফী :- উপরোক্ত প্রতিটি পদের ক্ষেত্রে আবেদন ফী হিসেবে ৫০০ টাকা ধার্য করা হয়েছে। Name of Bank account-INS OF HOTEL MAN CAT TEC & APP NUT (CAL)S, Name of Bank-HDFC, New Alipore Branch, Account no- 50100189547716, IFSC-HDFC0000040, এই একাউন্টে আবেদন ফী জমা দিতে হবে।
আবেদনপত্র ডাউনলোড করুন :- Click Here
অফিসিয়াল ওয়েবসাইট :- Click Here
“ONLINE TATHYA” বিশ্বস্ত চাকরির খবরের ওয়েব পোর্টাল।সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদেরওয়েবসাইটে প্রকাশকরা হয়। তাই প্রতিদিননিত্যনতুন চাকরিরখবরের আপডেট পেতে আমাদেরওয়েবসাইটে প্রতিদিনভিজিট করুন ৷