উচ্চমাধ্যমিক পাশে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনে অর্গানাইজার পদে কর্মী নিয়োগ | Kolkata Municipal Corporation Recruitment 2021

রাজ্যের কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনে অর্গানাইজার পদে কর্মী নিয়োগের বিঞ্জপ্তি প্রকাশিত করা হয়েছে ৷ যেখানে নিয়োগ করা হবে সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে ৷ আবেদনকারীরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই আবেদন করতে পারবেন ৷ নিয়োগের বিঞ্জপ্তি প্রকাশিত করেছে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন ৷ যে সকল পার্থীরা কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন- এ কাজ করতে আগ্রহী তাদের জন্য রইল সম্পূর্ন আবেদন পক্রিয়া ৷ Kolkata Municipal Corporation Recruitment 2021

Kolkata%2BMunicipal%2BCorporation%2BRecruitment%2B2021

বিঞ্জপ্তি নম্বর :- KMC/NULM/01/2021-2022

বিঞ্জপ্তি প্রকাশের তারিখ :- 02/08/2021

আবেদনের শেষ তারিখ :- 17/08/2021

পদের নাম :- কমিউনিটি অর্গানাইজার ৷

মোট শূন্যপদ :- 32 টি ৷

শিক্ষাগত যোগ্যতা :- আবেদনকারীকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে ৷ যে কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৷ সঙ্গে Microsoft Office(Word,Excel,Power Point) এর কাজ জানা থাকলে অগ্রাধিকার পাবেন ৷


বয়সসীমা :- বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে ৷ বয়স হিসাব করবেন 01 এপ্রিল, 2021 তারিখের হিসেবে ৷


বেতন :- শুরুতে প্রতি মাসে 10,000 টাকা বেতন দেওয়া হবে ৷


আবেদন পদ্ধতি :- আগ্রহী পার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন ৷ আবেদন পত্র সহ সমস্ত প্রয়োজনীয় নথিপত্র একটি মুখবন্ধ খামে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনে জমা করতে হবে ৷ নির্বাচিত পার্থীদের নাম কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন-এর ওয়েবসাইটে প্রকাশ করা হবে ৷ ইন্টারভিউ-এর তারিখ পরে জানিয়ে দেওয়া হবে ৷ আবেদন জমা দেওয়ার শেষ তারিখ 17/08/2021 পর্যন্ত ৷

Join Telegram

Join Facebook

Official Notification

Click Here

Official  Website

Click Here

Online  Apply

Click Here

“ONLINE TATHYA”বিশ্বস্ত চাকরির খবরের ওয়েবপোর্টাল।সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।তাই প্রতিদিন নিত্যনতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন৷

Leave a Comment