Job Fair in Kolkata 2021: ইন্টারভিউ-এর মাধ্যমে চাকরির সূযোগ
পশ্চিমবঙ্গের চাকরি পার্থীদের জন্য বিরাট সুখবর ৷ বেকার যুবক যুবতিদের জন্য আয়োজিত হতে চলেছে চাকরির মেলা ৷ যে মেলাতে পার্থীরা নিজেদের যোগ্যতাই চাকরির সূযোগ পাবেন ৷ এই Job Fair আয়োজিত হতে চলেছে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের (WBMDFC) উদ্যেগে ৷ কলকাতার পার্ক সার্কাস ময়দানে 1 ফেব্রুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি,2021 পর্যন্ত অনুষ্ঠিত হবে এই চাকরি মেলা ৷ 3rd ফেব্রুয়ারি Job Fair হবে ৷ পাঁচদিনের মধ্যে একদিন অনুষ্ঠিত হবে Job Fair.
Job Fair in Kolkata :- এই Job Fair-এ বিভিন নামিদামি প্রাইভেট কম্পানি এবং কর্পোরেট সেক্টরের অধিকারিকেরা উপস্থিত থাকবেন ৷ পার্থীদের নিজের যোগ্যতা ও ইন্টারভিউতে উত্তীর্ণ হয়ে চাকরিতে নিযুক্ত হওয়ার দূর্দান্ত সূযোগ ৷ আগ্রহী পার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন ৷ বিস্তারিত নিচে দেওয়া হল-
[ আরও পড়ুন :- রাজ্যের স্বাস্থ্য দপ্তরে অনেকগুলি পদে কর্মী নিয়োগ হচ্ছে ]
শিক্ষাগত যোগ্যতা :- উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন, মাস্টার ডিগ্রি সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতাই থাকবে চাকরির সূযোগ ৷ অভিঞ্জতা ছাড়াই পার্থীরা আবেদন করতে পারবেন ৷
আবেদন পদ্ধতি :- আগ্রহী পার্থীরা Job Fair এ অংশগ্রহণ করার জন্য অনলাইনে আবেদন করতে পারবেন ৷ অনলাইনে আবেদন করার জন্য www.wbmdfc.org এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে ৷
অনলাইনে আবেদন শুরু হবে :- 18/01/2021 থেকে 31/01/2021 পর্যন্ত ৷
[ আরও পড়ুন :- Indigo Company New Job Vacancy 2021 ]
Job Fair In Kolkata :- ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডেভেলপমেন্ট এন্ড ফাইন্যান্স কর্পোরেশন জানিয়েছে 1 ফেব্রুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি মধ্যে চাকরি মেলা অনুষ্ঠিত হবে ৷ 3 ফেব্রুয়ারি Job Fair হবে ৷ Job Fair এ প্রবেশ করার জন্য Token Download করতে হবে, যারা অনলাইনে আবেদন করেছেন তারাই টোকেন পাবেন ৷
বিস্তারিত জানুন :- বিস্তারিত তথ্য জানতে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ৷ 1800-120-2130 (টোল ফ্রি) ৷
[ আরও পড়ুন :- এইট পাশে রাজ্যের সমবায় ব্যাঙ্কে গ্রুপ-ডি পদে স্থায়ী কর্মী নিয়োগ হচ্ছে, অনলাইনে আবেদন করুন ]
অফিসিয়াল ওয়েবসাইট :-
আবেদন করুন :-
টোকেন ডাউনলোড করুন :-
সমস্ত আপডেট পেতে এখনই আমাদের টেলিগ্রাম চ্যানেল এ Join হন ।
“ONLINE TATHYA” বিশ্বস্ত চাকরির খবরের ওয়েব পোর্টাল। সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তাই প্রতিদিন নিত্যনতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন ৷
Helo