ইন্টারভিউ-এর মাধ্যমে চাকরির সূযোগ: Job Fair in Kolkata 2021

Job Fair in Kolkata 2021: ইন্টারভিউ-এর মাধ্যমে চাকরির সূযোগ


পশ্চিমবঙ্গের চাকরি পার্থীদের জন্য বিরাট সুখবর ৷ বেকার যুবক যুবতিদের জন্য আয়োজিত হতে চলেছে চাকরির মেলা ৷ যে মেলাতে পার্থীরা নিজেদের যোগ্যতাই চাকরির সূযোগ পাবেন ৷ এই Job Fair আয়োজিত হতে চলেছে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের (WBMDFC) উদ্যেগে ৷ কলকাতার পার্ক সার্কাস ময়দানে 1 ফেব্রুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি,2021 পর্যন্ত অনুষ্ঠিত হবে এই চাকরি মেলা ৷ 3rd ফেব্রুয়ারি Job Fair হবে ৷ পাঁচদিনের মধ্যে একদিন অনুষ্ঠিত হবে Job Fair.


Job Fair in Kolkata :- এই Job Fair-এ বিভিন নামিদামি প্রাইভেট কম্পানি এবং কর্পোরেট সেক্টরের অধিকারিকেরা উপস্থিত থাকবেন ৷ পার্থীদের  নিজের যোগ্যতা ও ইন্টারভিউতে উত্তীর্ণ হয়ে চাকরিতে নিযুক্ত হওয়ার দূর্দান্ত সূযোগ ৷ আগ্রহী পার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন ৷ বিস্তারিত নিচে দেওয়া হল- 

 

[ আরও পড়ুন :- রাজ্যের স্বাস্থ্য দপ্তরে অনেকগুলি পদে কর্মী নিয়োগ হচ্ছে ]


শিক্ষাগত যোগ্যতা :- উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন, মাস্টার ডিগ্রি সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতাই থাকবে চাকরির সূযোগ ৷ অভিঞ্জতা ছাড়াই পার্থীরা আবেদন করতে পারবেন ৷


আবেদন পদ্ধতি :- আগ্রহী পার্থীরা Job Fair এ অংশগ্রহণ করার জন্য অনলাইনে আবেদন করতে পারবেন ৷ অনলাইনে আবেদন করার জন্য www.wbmdfc.org এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে ৷ 


অনলাইনে আবেদন শুরু হবে :- 18/01/2021 থেকে 31/01/2021 পর্যন্ত ৷


আরও পড়ুন :- Indigo Company New Job Vacancy 2021 ]


Job Fair In Kolkata :- ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডেভেলপমেন্ট এন্ড ফাইন্যান্স কর্পোরেশন জানিয়েছে 1 ফেব্রুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি মধ্যে চাকরি মেলা অনুষ্ঠিত হবে ৷ 3 ফেব্রুয়ারি Job Fair হবে ৷ Job Fair এ প্রবেশ করার জন্য Token Download করতে হবে, যারা অনলাইনে আবেদন করেছেন তারাই টোকেন পাবেন ৷


বিস্তারিত জানুন :- বিস্তারিত তথ্য জানতে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ৷ 1800-120-2130 (টোল ফ্রি) ৷


আরও পড়ুন :- এইট পাশে রাজ্যের সমবায় ব্যাঙ্কে গ্রুপ-ডি পদে স্থায়ী কর্মী নিয়োগ হচ্ছে, অনলাইনে আবেদন করুন ]


অফিসিয়াল ওয়েবসাইট :- 


আবেদন করুন :- 

টোকেন ডাউনলোড করুন :- 



সমস্ত আপডেট পেতে এখনই  আমাদের টেলিগ্রাম চ্যানেল  Join হন  



“ONLINE TATHYA” বিশ্বস্ত চাকরির খবরের ওয়েব পোর্টাল। সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তাই প্রতিদিন নিত্যনতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন ৷

1 thought on “ইন্টারভিউ-এর মাধ্যমে চাকরির সূযোগ: Job Fair in Kolkata 2021”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top