আইডিবিআই ব্যাঙ্কের তরফ থেকে নতুন চাকরির বিঞ্জপ্তি প্রকাশ করা হয়েছে ৷ আইডিবিআই ব্যাঙ্কে ১৩৪ জন স্পেশালিস্ট ক্যাডার অফিসার নিয়োগ করা হচ্ছে ৷ যে সব পার্থীরা আইডিবিআই ব্যাঙ্কে চাকরি করতে আগ্রহী তারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন ৷ IDBI Bank new Recruitment 2021
বিঞ্জপ্তি প্রকাশের তারিখ :- 24/12/2020
বিঞ্জপ্তি নম্বর :- 1/2020-2021
আবেদনের শেষ তারিখ :- 07/01/2021
মোট শূন্যপদ :- 134
পদের নাম :-
1) DGM (Grade D) :- 11
2) AGM (Grade C) :- 52
3) Manager (Grade B) :- 62
4) Assistant Manager (Grade A) :- 9
শিক্ষাগত যোগ্যতা :- গ্রাজুয়েশন পাশ হতে হবে যে কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৷ এছাড়াও বিভিন্ন পদ অনুযায়ী আলাদা আলাদা যোগ্যতা লাগছে যেটা অফিসিয়াল বিঞ্জপ্তি তে পাবেন ৷
বয়সসীমা :- বিভিন্ন পদের ক্ষেত্রে আলাদা আলাদা বয়স লাগছে যেটা আপনারা অফিসিয়াল বিঞ্জপ্তি ডাউনলোড করে দেখে নেবেন ৷ বয়স হিসাব করতে হবে 01/11/2020
আবেদন পদ্ধতি :- আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে ৷ www.idbibank.in এই ওয়েবসাইটে গিয়ে বৈধ্য ইমেল আইডি ও মোবাইল নম্বর দিয়ে ৷ আবেদন করা যাবে 7ই জানুয়ারি 2021 পর্যন্ত ৷ বিস্তারিত অফিসিয়াল বিঞ্জপ্তিতে দেখলে জানতে পারবেন ৷
আবেদন ফি :- আবেদন ফি লাগবে 700 টাকা ৷ SC/ST প্রতিবন্ধী পার্থীদের ক্ষেত্রে 150 টাকা লাগবে ৷ অনলাইনের মাধ্যমে ফি জমা দিতে পারবেন ৷
আবেদনের শেষ তারিখ :- 07/01/2021
আবেদনপত্র ডাউনলোড করুন :-
অফিসিয়াল ওয়েবসাইট :-
আবেদন করুন :-
সমস্ত আপডেট পেতে এখনই আমাদের টেলিগ্রাম চ্যানেল এ Join হন ।
“ONLINE TATHYA” বিশ্বস্ত চাকরির খবরের ওয়েব পোর্টাল। সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তাই প্রতিদিন নিত্যনতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন ৷